পানি শূন্যতায় তুলসীগঙ্গা
০৯ জুন ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ১২:০৩ এএম
জয়পুরহাট জেলায় ছোট বড় সব মিলিয়ে পাঁচটি নদী রয়েছে। নদীগুলো হলো তুলসীগঙ্গা, ছোট যমুনা, হারাবতী, শ্রী নদী ও চিড়ি নদী। এইসব নদীগুলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ২০২০ সালে এদের খনন কাজ শুরু হয় এবং ২০২২ সালের জুনে খনন কাজ সমাপ্তি করা হয়। যার মাধ্যমে ফিরে পেয়েছে এদের নব্যতা। খননের পূর্বে নদীগুলো ছিল একরকম মরা খাল। দীর্ঘদিন ছিল না এদের মধ্যে কোন নদীর বৈশিষ্ট্য। এসব নদীগুলোর নাব্যতা হারিয়েছে প্রায় ২০ বছর আগে। খননের পূর্বে ছোট যমুনা নদী ছিল প্রায় মরা খাল। দিনাজপুরের পার্বতীপুর থেকে উৎপত্তি হওয়া এ নদী ভারতের দক্ষিণ দিনাজপুর ঘুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নওগাঁ আত্রাই নদীতে মিশেছে। শুধু ছোট যমুনা নয়, জয়পুরহাটে উপর দিয়ে বয়ে চলা তুলসীগঙ্গা, হারাবতি ও চিনি নদীর একই দশা। ভারত থেকে জন্ম নেয়া চিড়ি নদী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কল্যাণপুর থেকে শুরু করে আকলপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার এ নদী। বর্ষার সময় সামান্য পানির দেখা মিললেও থাকে না কোন গতিপথ। জয়পুরহাটের বয়ে যাওয়া এই নদীগুলোর পানি না থাকাই বেকার হয়ে পড়েছেন অনেক জেলেরা। বংশ সূত্রে জেলে হওয়া সত্ত্বেও তারা নেমেছে বিভিন্ন পেশায় কেউ চালাচ্ছে ভ্যান। কেউ আবার করছে দিনমজুরের কাজ। তাদের দাবি নদীগুলো দখলমুক্ত করে আবার নদীর গতিপথ ও নাব্যতা ফিরিয়ে আনা। এ নদীগুলোর মধ্যে তুলসীগঙ্গা নদী অন্যতম। এ নদীর তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট দর্শনীয় জায়গা হিসেবে পরিচিত লাভ করেছে। স্থানীয়দের দাবি এই তুলসীগঙ্গা নদীর গতিপথ ও পর্যাপ্ত পরিমাণে পানি থাকলে কৃষক ও জেলেরা লাভবান হবেন।
তুলসীগঙ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আটি দাসরা গ্রামের জেলে ভবেশ চন্দ্র পাল বলেন, আমরা ছোটবেলায় দেখেছি, বাবা এ নদীতে সারা বছর নৌকা চালাতেন ও পর্যাপ্ত মাছ ধরতেন। কিন্তু এখন আমরা নৌকা চালাতে পারি না। কারণ নদীর অবস্থা আগের মতো আর নেই। এখন আর নদীই মনে হয় না। সারা বছরই প্রায় শুকানো থাকে কাজেই আমরা আমাদের বাপ দাদার পেশা মাছ ধরে রাখতে পারিনি। অন্যদিকে ক্ষেতলাল উপজেলার দাসরা খানপাড়া বাসিন্দা কৃষক মো. আলাউদ্দিন বলেন, আগে আমরা নদী থেকে পানি উত্তোলন করে জমির সেচ করতাম কিন্তু অনেকদিন থেকে আর তা হয় না। তিনি আরো বলেন যদি নদীগুলো পুনরায় সংস্কার করে পানি প্রবাহের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা কৃষকেরা উপকৃত হতাম। তুলসিগঙ্গা এ নদী জয়পুরহাট সদর, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় দিয়ে প্রবাহিত হয়েছে কাজেই এ তিনটি উপজেলার বাসিন্দার কাছে নদীটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কৃষি কাজের জন্য। নদীর তীরে বসবাসকারী ঘোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল বাতেন বলেন আমাদের এই তুলসীঙ্গা নদী আরও ভালোভাবে সংস্কার করা উচিত যাতে সব সময় পানি থাকে। তথ্যসূত্রে জানা গেছে জয়পুরহাটের ছোট যমুনা নদীটি ১৯৮২ সালের সর্বশেষ খনন করা হয়েছিল আবার দীর্ঘ ৩০ বছর পর ২০২০ সালে এটি আবার খনন কাজ শুরু ২০২২ সালের জুন মাসে এর সমাপ্তি করা হয়।
জয়পুরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন এ নদীগুলো খনন না করার কারণে এদের গতিপথ ও নাব্যতা ছিল না। এখন চারটি নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১২৭.০৮ কোটি টাকা বরাদ্দে খনন করা হয়েছে। বাকি একটি নদী বরেদ্র কর্তৃক আট সপ্তাহ আগে এর খনন কাজ শুরু হয়েছে। অনেকদিন পর নদীগুলো এর আসল রূপ ফিরে পেয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন জয়পুরহাটে প্রধান নদীর তুলসীগঙ্গাতে বিভিন্ন কারণে এখন পর্যাপ্ত পানি নেই।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কান্নায় রয়েছে যেসব উপকারিতা
জাতিসংঘের বিশেষায়িত সংগঠন ‘ইউএনআরডাব্লিউএ' এর সাথে সম্পর্ক ছিন্ন করলো ইসরাইল
দিনাজপুরের খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি'র কার্যালয় ভাংচুরের মামলা
চাঁদপুরে ডিম ছাড়ার পর ইলিশের গবেষণা
নিষেধাজ্ঞা শেষ পদ্মা নদীতে ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা
বগুড়ায় ২০ টাকায় পঁচা পেয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি, কেজিতে লাভ ৬০ টাকা
আন্দোলনে বিরোধীতা ও ছাত্রলীগের পক্ষ নেয়ায় জবি শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা
ইরানের স্যাটেলাইট ‘কোসর ও হুদহুদ’ উৎক্ষেপন করবে রাশিয়া
মৃত্যুর আগে ৭২ ঘন্টা কিছুই খাননি হামাস নেতা সিনওয়ার
যানজটমুক্ত কক্সবাজার শহর গড়তে জেলা পুলিশ প্রশিক্ষণ দিচ্ছে ড্রাইভারদের
ইসিকে সরকারের ৯ সতর্কতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত
কী কারণে স্যোশাল ইসলামী ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
গর্ভবতী না হয়েও মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন নারী ইউপি সদস্য
মন্দিরে ‘এসি’র পানি ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা!
সঞ্চয়পত্র থেকে সাড়ে ৮ হাজার কোটি টাকা ঋণ নিল সরকার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, যা বলছেন নেটিজেনরা
'মিডিয়ায় মাফিয়া তাপসের উত্থান এবং হেরেমখান বৃত্তান্ত'
স্কুল-কলেজে নতুন ফি নির্ধারণ করল সরকার
ট্রাম্পকে সমর্থন জানালেন মার্কিন পডকাস্টার জো রোগান