ছাগলনাইয়ায় হত্যার বিচার দাবিতে সড়কে কর্মজীবী নারীরা
০৩ জুলাই ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ছাগলনাইয়ার শুভপুরে বোনের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে নিহত রবিউল হক শাহেদ হত্যার প্রতিবাদে, আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কর্মজীবী নারীরা।
গত রোববার ছাগলনাইয়া জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। মানববন্ধনে আগতরা এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিকেও গ্রেফতারের দাবি জানায়।
জানা যায়, গত ৩০ জুন সন্ধ্যায় ছাগলনাইয়ার শুভপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত রবিউল হক শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে। পেশায় সে এস্কেভেটর চালক ছিলেন।
পুলিশ হামলাকারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বাড়ি শুভপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে।
নিহতের বোন সাথী আক্তার ও স্থানীয়দের সূত্রে পুলিশ জানায়, রবিউল হক শাহেদ তার ছোট বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উপলক্ষে গত শুক্রবার বিকেলে শুভপুর ইউনিয়নের শমসের গাজী দিঘী (এককুল্যা) এলাকায় বেড়াতে যান।
সেখানে আগ থেকে অবস্থান করা কয়েক বখাটেরা শাহেদের ছোটবোনকে উত্যক্ত করে। শাহেদ তখন প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা। এনিয়ে সেখানে তুমুল তর্কাতর্কি হয় শাহেদের সঙ্গে। তর্কের এক পর্যায়ে এক বখাটেকে চড় থাপ্পড় দেয় শাহেদ।
চড় খাওয়া ওই যুবক তার সাঙ্গদের জানালে তারা শুভপুরের ২নং ওয়ার্ড ইউপি মেম্বার ফজলুর রহমান সজীবের কাছে বিচার দাবি করে। ইউপি মেম্বার উভয় পক্ষকে সন্ধ্যায় তার কার্যালয়ে আসতে বলেন। ডাক পেয়ে আগে আসেন চম্পকনগর গ্রামের ঘটনার অভিযুক্ত যুবকরা।
শাহেদ ইউপি মেম্বারের কার্যালয়ে আসা মাত্রই আবার তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যায় বখাটেরা। মুহূর্তেই সৌরভ নামে এক বখাটে শাহেদকে ঝাপটে ধরে বুকে ছুরিকাঘাত করে। এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে যায় সে।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক শাহেদকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া করে হামলাকারী যুবকসহ ১০ জনকে আটক করে পুলিশে খবর দেয়।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত শাহেদ হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়েছে। তার বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
দিয়াসের হ্যাটট্রিকে লিভারপুলের জয়যাত্রা অব্যাহত
নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
শমী কায়সার গ্রেপ্তার
শের এ বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠঅ বাষির্কী উপলক্ষে মিলনমেলা ২০ নভেম্বর
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন
সাভারে অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানা
সম্মান বজায় রেখে কাজ করুক সেনাবাহিনী প্রত্যাশা সাধারন মানুষের
যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মাসেতু রেলপ্রকল্প!
আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?
টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।
ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে
কোনো পরাশক্তি নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের মূল শক্তি
হৃদয়ে তাঁর নাম লেখা হয়ে আছে
শিল্প প্রতিষ্ঠান চালু রাখার পদক্ষেপ নিতে হবে
প্রত্যেক বন্দীর জন্য মিলিয়ন ডলার দিতে প্রস্তুত নেতানিয়াহু
অন্তর্বাস পরে হাঁটা সেই ইরানি তরুণী মানসিকভাবে অসুস্থ
মৃত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়েছিলেন প্রেসিডেন্ট
মণিপুরে এবার নাগাদের সাথে সংঘাত মৈতৈদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত