২২ বছরেও সংস্কার হয়নি যে রাস্তা
০৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
আইডি না থাকায় দীর্ঘ ২২ বছরেও সংস্কার করা হয়নি জকিগঞ্জের ঐতিহ্যবাহী রারাই গ্রামের প্রধান রাস্তা। জকিগঞ্জে স্বাধীনতার ৫৩ বছরেও আইডি নম্বর হয়নি স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) অধীন অতি গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর। এতে কাঁচা রাস্তাগুলো পাকা হয়নি। যেসব সড়ক পাকা, সেগুলো জরাজীর্ণ হয়ে পড়লেও হচ্ছে না সংস্কার। দুর্ভোগ কমাতে প্রতিবছর চাঁদা তুলে সড়ক মেরামত করে চলাচল করেন স্থানীয়রা।
জকিগঞ্জ উপজেলার আইডি না থাকা রাস্তাগুলোর একটি জকিগঞ্জ সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী রারাই গ্রামের প্রধান রাস্তা। রাস্তাটি সিলেট-জকিগঞ্জ মেইন রোড থেকে শুরু হয়ে কুশিয়ারা নদীর ডাইক হয়ে পশ্চিশে মানিকপুর গ্রামের দিকে চলে গেছে। এর অপর অংশ পূর্বদিক হয়ে সেনাপতিরচক গ্রামে মিলিত হয়েছে।
এলাকাবাসী জানান, দেশের প্রায় সব জায়গায় অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগলেও তা থেকে এখনো বঞ্চিত রারাই গ্রামবাসী। শুধু আইডি নম্বর না থাকার কারণে চলাচলের অনুপযোগী জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার হয়নি। দুর্ভোগ কমাতে বাধ্য হয়ে প্রতিবছর নিজেদের অর্থায়নেই রাস্তার কাজ করতে হয় তাদের।
সরেজমিনে দেখা যায়, রাস্তার মাঝখান থেকে রাস্তার কার্পেটিং সরে গিয়ে পাথর ছিটকে পড়ে যাচ্ছে বহুদিন ধরে।
স্থানীয়রা জানান, আইডি না থাকলেও ২০০২ সালে এলজিইডি এই রাস্তাকে কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উন্নতি করেছিল। তবে এরপর ২২ বছর পেরিয়ে গেলেও আইডি নম্বরের দোহাই দিয়ে রাস্তাটির আর কোনো রিপিয়ারিং করা হয়নি। ২০০৪, ২০০৮, ২০২২ ও চলতি বছরের ৩ দফা বন্যায় রাস্তাটির অবস্তা একেবারেই জরাজীর্ণ হয়ে আছে। এই রাস্তায় সরকারের কিংবা ইউনিয়ন পরিষদের কোনো কাজ হয়নি।
রাস্তা মেরামতে বিভিন্ন সময়ে স্বেচ্ছাশ্রমে অংশ নেয়া রারাই গ্রামের মোস্তাফা, শাহীন, জামাল আহমদ ও আলাউদ্দীন পংকিসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, বর্ষায় কাঁচা রাস্তাগুলোতে হাঁটু পরিমাণ কাদা হলে দুর্ভোগে পড়তে হয় সবাইকে।খানাখন্দের কারণে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেলসহ হালকা যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এসব রাস্তা মেরামতে দফায় দফায় সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েও কাজ হয়নি।
স্থানীয় স্কুল শিক্ষক আব্দুশ শহীদ তাপাদার আক্ষেপ করে বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার হচ্ছে। অথচ তারও আগের এই রাস্তার আইডি আজও হলো না। রাস্তার কারণে রোগীদের হাসপাতালে নেয়া যায় না। বিশেষ করে প্রসূতিদের নিয়ে চরম বিপদে পড়তে হয়।’
এলজিইডির জকিগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, গত বছরের শেষের দিকে এ উপজেলার ৭০টি রাস্তার আইডির জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়। এখনো তা অনুমোদন হয়নি। একই তালিকা ২০২১ সাল থেকেই পাঠানো হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা একেএম সহিদুল ইসলাম বলেন, বর্তমান অর্থ বছরে জকিগঞ্জ উপজেলার ৮টি রাস্তা সংস্কারের জন্য তালিকা পাঠিনো হয়েছিল, তন্মধ্যে ৪টি রাস্তার সংস্কার কাজের টেন্ডার হয়েছে। রাস্তা সংস্কারের জন্য যে বাজেট আসে তা চাহিদার তুলনায় ছয়ভাগের এক অংশ হবে।
এজন্য ঢাকায় নতুন প্রজেক্ট তৈরি করা হয়েছে রাস্তা সংস্কারের জন্য।
আইডি সংক্রান্ত জটিলতার কারণে রারাই গ্রামের রাস্তা এত বছরে সংস্কার করা হয়নি কেন এবং এত পুরোনো রাস্তা এতদিনেও আইডি পায়নি কেন- এমন প্রশ্নের জবাবে সহিদুল ইসলাম কিছুই বলতে পারেননি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
দিয়াসের হ্যাটট্রিকে লিভারপুলের জয়যাত্রা অব্যাহত
নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
শমী কায়সার গ্রেপ্তার
শের এ বাংলা মেডিকেল কলেজের ৫৬তম প্রতিষ্ঠঅ বাষির্কী উপলক্ষে মিলনমেলা ২০ নভেম্বর
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন
সাভারে অভিযানের পর বন্ধ করে দেওয়া হয়েছে ভেজাল শিশু খাদ্য তৈরী কারখানা
সম্মান বজায় রেখে কাজ করুক সেনাবাহিনী প্রত্যাশা সাধারন মানুষের
যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মাসেতু রেলপ্রকল্প!
আপনার প্রেমিকা খুব দামি গিফট চান! তাঁকে কী ভাবে সামলে নেবেন?
টেকনাফে ৫০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক।
ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে
কোনো পরাশক্তি নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের মূল শক্তি
হৃদয়ে তাঁর নাম লেখা হয়ে আছে
শিল্প প্রতিষ্ঠান চালু রাখার পদক্ষেপ নিতে হবে
প্রত্যেক বন্দীর জন্য মিলিয়ন ডলার দিতে প্রস্তুত নেতানিয়াহু
অন্তর্বাস পরে হাঁটা সেই ইরানি তরুণী মানসিকভাবে অসুস্থ
মৃত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়েছিলেন প্রেসিডেন্ট
মণিপুরে এবার নাগাদের সাথে সংঘাত মৈতৈদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার বাংলা ব্যালট পেপার সংযুক্ত