বাঁশের সাঁকোই ২০ গ্রামের ভরসা
২৮ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
ঠাকুরগাঁও জেলায় টাঙ্গন নদী পারাপারে ২০টি গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। তবে সেটিও নিজেদের উদ্যোগে তৈরি করে নিয়েছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ও মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদী পারাপারেই এই সেতু তৈরি করে নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, ৫০ বছর ধরে এভাবেই নিজ উদ্যোগে নদী পার হচ্ছেন তারা। প্রতিবার নির্বাচনের আগেই সেতু নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সেতুটি আর বাস্তবে রূপ নেয় না। তাই নিজেরাই সেতু তৈরি করে নেন, নিজেরাই সংস্কার করেন আর প্রতিদিন ঝুঁকি নিয়ে এলাকার বিভিন্ন বয়সী শিক্ষার্থী সহ হাজারো নারী-পুরুষ মাতৃগাঁও ঘাটের এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন।
সেতুটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ফুট। এর পূর্ব দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এবং পশ্চিম দিকে মোহাম্মদপুর ইউনিয়ন। স্থানীয়রা জানান, এই সাঁকো থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে একটি সেতু আছে। কিন্তু সেখান দিয়ে যাতায়াতে এলাকাবাসীর এক ঘণ্টারও বেশি সময়ের অপচয় হয়ে যায়।
মাতৃগাঁও গ্রামের বাসিন্দা আলিম বলেন, প্রায় ৫০ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নারগুন ইউনিয়নের পোকাতি, উত্তর বোচাপুকুর, দক্ষিণ বোচাপুকুর, পূর্ব নারগুন সহ ১০টি গ্রাম ও মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও, রামপুর, মোহাম্মদপুর মধ্যপাড়া, বটতলি, পূর্ব মাতৃগাঁওসহ ১০টি গ্রামের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এবং মোটরসাইকেল ও সাইকেল এভাবেই চলাচল করছে।
প্রত্যেক বছর নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বাঁশের এই সাঁকো ভেসে যায়। বন্যার পানি নেমে গেলে আবারও তা তৈরি করেন স্থানীয়রা।
কথা হয় সাঁকো ব্যবহার করে মোটরসাইকেল নিয়ে পার হওয়া পোকাতি গ্রামের আব্দুলের সঙ্গে। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ২ ইউনিয়নের মধ্যে সহজে যোগাযোগের আর কোনো পথ নেই। তাই এই সাঁকো ব্যবহার করতেই হয়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী আলমগীর জানান, একবার ১ জন শিক্ষার্থী সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে গিয়েছিল। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে। তারপরেও এই পথেই রোজ পারাপার হতে হয় তাদের। মোহাম্মদপুর মধ্যপাড়া ও মাস্টারপাড়া গ্রামের প্রবীণব্যক্তি হামিদুর রহমান বলেন, এই বাঁশের সাঁকো বদলে এখানে একটি ব্রিজের দাবি আমাদের দীর্ঘদিনের। ভোটের সময় জনপ্রতিনিধিরাও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো আশার আলো দেখেনি। তাই চরম দুর্ভোগ পোহাচ্ছেন ২ ইউনিয়নের ২০ গ্রামের মানুষ লাখো মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেরেকুল ইসলাম বলেন, এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য সরকারি দপ্তরে যোগাযোগ করা হয়েছে। আশা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ব্রিজ নির্মাণ হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের জানান, স্থানীয়দের দুর্ভোগ নিরসনে এরই মধ্যে টাঙ্গন নদীর মাতৃগাঁও ঘাটে ৩০০ মিটার অর্থাৎ ৯৮৪ ফুট দৈর্ঘের একটি সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই এই সেতু নির্মাণের কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আজহারীর মাহফিলে স্বর্ণালংকার-মোবাইল চুরি, থানায় জিডির হিড়িক
কুমিল্লায় সরকারী অফিসে সিটিজেন চার্টার না থাকায় নাগরিক সেবা ব্যাহত
সরকার পরিবর্তনের সাথে পাঠ্যবইয়ের ইতিহাস কেন বদলায়?
এবার নড়াইলে কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
আজও দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, সতর্ক থাকার পরামর্শ
সাদপন্থি শীর্ষ নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, শিবিরকে ঘিরে বিবাদের আভাস
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি
সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি, নতুন ভাসমান চৌকি স্থাপন
ঘনকুয়াশায় বন্ধ আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস
বাইডেনের স্ত্রীকে ‘সবচেয়ে দামি’ উপহার দিলেন মোদি
বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে
বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান লুৎফে সিদ্দিকীর
বগুড়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রদীপ কুমার গ্রেফতার
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি