অভিনব কৌশলে আনোয়ারায় গরু চুরি
০৬ আগস্ট ২০২৩, ০৮:৪৩ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
চট্টগ্রামের আনোয়ারায় কৌশল পাল্টিয়ে বেড়েছে গরু চুরির ঘটনা। রাতে বিভিন্ন সময়ে গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। এতে আতঙ্কে এলাকাবাসী ও খামারীরা। একের পর এক চুরি ঘটনা ঘটলেও গরু উদ্ধার বা চোর গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। তবে গরু চুরি ঘটনা নিয়ে গত শুক্রবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় একটি জামে মসজিদে স্থানীয় এমপি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, থানার ওসিকে গরু চুরি দমনে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে গতকাল রোববার ভোর রাতে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী এলাকায় গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে এক কিলোমিটার দূরে ভোলাশাহ্ মাজার এলাকার পরিত্যাক্ত জমিতে জবাই করে গরুর মাথা ও হাঁড় রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় চোরের দলরা জবাইকৃত গরুর মাংস নিয়ে যায় এবং গরুর মালিকের জন্য দুটি গরুর মাথা ও হাঁড় রেখে যান চোরের দলরা।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক মোহাম্মদ সাইফুর রহমান জানান, ‘গরু চুরি ভয়ে রাতে ঘুমাতে পারি না। একটু আওয়াজ হলে উঠে পড়ি। রাত জেগে খামার পাহারা দিতে হয় আমাদের। কয়েকদিনের টানা বৃষ্টির মধ্যে চোর আসবে না মনে করেছিলাম। কিন্তু চোররা তাদের কৌশল পাল্টিয়ে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করে বাড়ির পাশ^বর্তীতে নিয়ে জবাই করে নিয়ে গেছে মাংস। আর রেখে গেছেন গরুর মাথা আর হাঁড়গুলো। প্রতিটি গরুর দাম এক-দেড় লাখ টাকা। সহায়-সম্বল বিনিয়োগ করে ও ঋণ নিয়ে গরু পালন করেছি। মাথা আর হাঁড়গুলো সকালে এলাকার এতিমখানায় দিয়ে দেয়া হয়েছে।’
এর আগে ১৪ জুলাই রাতে উপজেলা ৪ নম্বর বটতলী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে পূর্ব বটতলী গ্রামের সিরাজ উদ্দীন বলির বাড়ি ইয়ার মুহাম্মদ আনোয়ার (৫০) চুরি হওয়া গরুর খন্ড মাথা আর পা রেখে যাওয়ার ঘটনাও ঘটে। এরপর গত ১৮ জুলাই ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নে খান বাড়ি কৃষক কালামিয়া নামে এক ব্যক্তির আনুমানিক ১ লাখ টাকার একটি গরু চুরি করে পাশ্ববর্তী পাহাড়ি এলাকায় জবাইকৃত গরুর চামড়া, মাথা ও নাড়িভুঁড়ি রেখে যায়।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, ‘আজকে গরু চুরি ঘটনাটি শুনেছি। তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ইতোমধ্যে দুইটি গরু চুরির মামলায় চিহিৃত ৪ জন গরু চোরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি। এছাড়াও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আমরা নিয়মিত টহল আরও জোরদার করেছি। গরু চুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন