উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু টানেল

প্রস্তুত আনোয়ারা-কক্সবাজার সংযোগ সড়ক

Daily Inqilab নুরুল আবছার তালুকদার, আনোয়ারা (চট্টগ্রাম) থেকে

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম

উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেল উদ্বোধন করবে। সরকারের সেতু মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখন চলছে টানেল ও সংযোগ সড়কের সৌন্দর্য্য বর্ধনের কাজ। তবে টানেলের সুফল নিয়ে শঙ্কায় রয়েছে অনেকে। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার তথ্য অনুযায়ী, টানেল চালু হওয়ার পর ২০২৫ সালে গড়ে প্রতিদিন ২৮ হাজার ৩০৫টি যানবাহন চলাচল করবে। এ ছাড়া ২০৩০ সালে যানবাহন চলাচলের প্রাক্কলন করা হয়েছে ৩৭ হাজার ৯৪৬টি এবং ২০৬৭ সালে যানবাহনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতিদিন গড়ে ১ লাখ ৬২ হাজার। কিন্তু এই গাড়ি চলাচলের সড়ক নিয়েই চিন্তিত স্থানীয়রা। তবে সড়ক ও জনপদ বিভাগ জানান- টানেল থেকে কক্সবাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন আসলেই কাজ শুরু হবে।

টানেল নির্মাণের ফলে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এটি চালু হলে শিল্পায়ন, পর্যটনশিল্পের বিকাশ এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানি বাড়বে। ফলে দারিদ্র্য দূরীকরণসহ দেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে। সহজ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিল্পকারখানার বিকাশ এবং পর্যটনশিল্পের উন্নয়নের ফলে কর্ণফুলী টানেল প্রকল্প বাস্তবায়িত হলে, বেকারত্ব দূর করাসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে।

কিন্তু টানেল সংযোগ সড়ক এখনো আনোয়ারা থেকে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং পর্যন্ত ছয় লেনের কাজ হলেও শিকলবাহা থেকে পটিয়া দিয়ে কক্সবাজার অথবা আনোয়ারা কালাবিবির দিঘি থেকে বাঁশখালী-পেকুয়া- চকরিয়া দিয়ে অথবা চন্দনাইশ হয়ে কক্সবাজার পর্যন্ত সড়কের কোন সম্প্রসারন হয়নি। এসব সড়ক এখনো এক লেনেই চলছে। এতে করে টানেল থেকে বের হয়ে এসব গাড়ির গতিপথ ও যানজট নিয়ে শঙ্কায় রয়েছে বিশিষ্টজনরা। এসব সড়কের উন্নয়ন না হলে টানেলের সুফল পাওয়া যাবেনা বলেও জানান তারা। যাতায়াতের সুফল না পাওয়ার শঙ্কা থাকলেও অন্যদিকে টানেলকে ঘিরে ইতিমধ্যে আনোয়ারা কর্ণফুলীর ব্যাপক পরিবর্তণ লক্ষ্যকরা গেছে। সড়কের মোড়ে মোড়ে গড়ে উঠেছে বেসরকারী ব্যাংক-বীমা-কারখানা, বৃদ্ধি পেয়েছে জমিজমার দাম।

এদিকে টানেলের ছয় লেন সড়কের পাঁচ স্থানে ভূমি জটিলতার কারণে এখনো ছয় লেনের মধ্যে এক লেন সড়কের কাজ সম্পন্ন হয়েছে। এ কারণে টানেল উদ্বোধনের পর এ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ে সংশয় দেখা দিয়েছে। টানেলের প্রবেশ দ্বার চাতরী চৌমহনী বাজারের দক্ষিণে এখনো দাড়িয়ে আছে পাঁচটি দোকানসহ একটি একতালা মার্কেট। এ জাগায় সড়কের এক লেনের কাজ সম্পন্ন হয়েছে মাত্র। এছাড়া সড়কের কালাবিবির দিঘি চাতরী চৌমহনী বাজার, ডাকপাড়া, মিয়ারহাট ও ফাজিল খাঁর হাট এলাকায় কোথাও এক লেন আবার কোথাও দুই লেন আবার কোথাও চার লেনের কাজ সম্পন্ন হয়েছে। তবে দশ কিলোমিটার সড়কের পুরো অংশে ছয় লেনের কাজ হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, টানেল থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক নির্মাণের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন আসলেই কাজ শুরু হবে। এছাড়া ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে বর্তমানে সংযোগ সড়কের কয়েকটি অংশে চার লেনের কাজ করা সম্ভব হচ্ছেনা। খুব দ্রুত এই জটিলতা সমাধানের চেষ্ঠা করা হচ্ছে। তবে সড়ক যে পরিমাণ প্রশস্তকরণ করা হয়েছে তাতে এক লেনে গাড়ি চলতে আশা রাখি কোন সমস্যা হবেনা।
বঙ্গবন্ধু টানেল প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বলেন, টানেলে বড় আর কোনো কাজ নেই। দুটি টিউবই প্রস্তত করা হয়েছে। উদ্বোধনের জন্য আমরা প্রস্তত তবে বিষয়টি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পতেঙ্গা থেকে আনোয়ারামুখী প্রথম বা উত্তর সুড়ঙ্গের খননকাজের উদ্বোধন করেন। ২ হাজার ৪৪৬ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গের খননকাজ শেষ হয় ২০২০ সালের ২ আগস্ট। দ্বিতীয় বা দক্ষিণ সুড়ঙ্গের (আনোয়ারা থেকে পতেঙ্গামুখী) খননকাজ শুরু হয় ২০২০ সালের ১২ ডিসেম্বর। গত বছরের ৭ অক্টোবর এই খননকাজ শেষ হয়।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস

শেখ পরিবার একটি চোরের কারখানা’

শেখ পরিবার একটি চোরের কারখানা’

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি

শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি