চুয়াডাঙ্গায় ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফসলী জমি

Daily Inqilab চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা

২৮ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

চুয়াডাঙ্গা ক্রমাগত তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের ফলে ফসলী জমির ফসল পুড়ে যাচ্ছে। ফসলী জমিতে সেচ দিয়েও কৃষকরা তাদের ফসল রক্ষা করতে পারছে না। তাপপ্রবাহে জমির ফসল পুড়লেও সে সব তথ্য নেই কৃষি বিভাগের কাছে। বারং বার এ জেলার ৪টি উপজেলায় পুড়ে যাওয়া ফসলের ক্ষতির পরিমান জানাতে ব্যার্থ হচ্ছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেয়ার কথা বললেও কৃষকরা তাদেরই ইচ্ছামত ফসলী জমির পরিচর্যা করছেন। তাপ প্রবাহের ফলে চুয়াডাঙ্গায় শুকিয়ে যাচ্ছে ধান ও সব্জি গাছ। এ কারনে এ মৌসুমে ফলন বিপর্যয় দেখা দেয়ার সম্ভবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত তাপের কারণে ধান চিটা হয়ে যাচ্ছে, লাগছে মাজরা পোকা। হেক্টরের পর হেক্টর জমির সব্জি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। করল্লা, শোসা, লালশাক, পুঁইশাক, ঢেঁড়স, বেগুন, পটল, লাউ, ঝিঙ্গে, তরমুজ, কচুসহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতির মুখে পড়েছে। চুয়াডাঙ্গা টানা প্রায় এক মাস ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা উঠা নামা করছে। যার কারনে এ বিপর্যয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের ধান চাষী আবুল চাঁদ বলেন, আমার ৬ বিঘা জমিতে বিনা-২৫ জাতের ধান চাষ করেছি। এ ধান দেড়শ মন ধান হতে পারে। ধান চাষে ৭০ হাজার টাকা মত খরচ হয়েছে। ধানে মাজরা পোকা দেখা দিয়েছে। কৃষি অফিসের লোকদের পরামর্শে ধান গাছের গোড়ায় পানি বাধিয়ে রেখেছি। এখনো কোন সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তবে খুবই ক্ষতিগ্রস্থ হবো।

একই গ্রামের চাষী দোয়াল্লিন বলেন, তাপে ফলন্ত কলা গাছের কাঁদি পড়ে যাচ্ছে, তরমুজের ফল ঝরে যাচ্ছে, বেগুন গাছে বেগুন ধরছেনা, কচু গাছ রোদে পুড়ে যাচ্ছে, শসা ক্ষেত তাপপ্রবাহে সম্প‚র্ণ পুড়ে গেছে, দেরীতে লাগানো ভ‚ট্টা ক্ষেতেরও একই দশা। কোন ভাবেই ফসল ধ্বংস ঠেকানো যাচ্ছেনা। কৃষি কর্মকর্তাদের পরামর্শে ক্রমাগত সেচ দিয়ে কিছু ফসল ঠেকিয়ে রাখা হয়েছে। জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় আর কত টাকা ব্যয় করে সেচ দেয়া যায় ? তবুও ফসল রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একই উপজেলার ভান্ডারদহ গ্রামের ধান চাষী আনসার আলী ও খাইরুল ইসলাম বলেন, বিএডিসি’র দেয়া পানি ঠিকমত পাচ্ছি। ধানে পানি নিতে এ মৌসুমে ৩ হাজার টাকা দিতে হবে। আমাদের জমির আশপাশে সকল জমিতে ঠিকমত পানি দেয়া হচ্ছে। এতে কোন সমস্যা নেই। সরকার নির্ধারিতের চেয়ে বেশী ৩ হাজার টাকা ব্যয় করে বিএডিসির সেচ পাম্প থেকে আমাদের সেচ সুবিধা নিতে হচ্ছে। নগদ টাকা দিলে ঘণ্টায় ৩০০ টাকা দিতে হয়। টাকা বেশী লাগলেও ঠিকমত সেচ সেবা পাচ্ছি। আশা করা যায় ধানের ভাল ফলন পাবো।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা জানান, চলমান তাপদাহের কারনে রবি মৌসুমে মাঠ পর্যায়ে যে বোরো ধান রয়েছে সে গুলো, সব্জি,ফল,ফসল রক্ষায় আমরা মাঠ পর্যায়ে চাষীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছি। বোরো ধান দানা পর্যায়ে চলে গেছে, কাজেই ওই ধানী জমিতে ৫ থেকে ৭ সেন্টিমিটার পানি ধরে রাখা, আম বাগানে পানি দেয়া ও গাছে পানি স্প্রে করার পরামর্শ দিয়ে যাচ্ছি। অতি তাপবাহের কি কি ফসলের ক্ষতি হচ্ছে তা আমরা এখনো নিদৃষ্ট করতে পারিনি,তবে সেটা নিরূপনের চেষ্টা চলছে। উপজেলা পর্যায়ে কাজ চলছে।

এ মৌসুমে চুয়াডাঙ্গায় কৃষকরা জেলায় ৩৫ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করছে। সব্জির আবাদ হচ্ছে ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৯৬ মেট্রিকটন। ধান ও সব্জি উৎপাদন ১ লাখ ৫৯ হাজার ৮১০ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। ৩৫ ডিগ্রির বেশী তাপমাত্রা হলে ফসল রক্ষা করা সম্ভব হয় না। ফুল পর্যায়ের ২ হাজার ৫০০ হেক্টর ধানের জমিতে সেচ দেয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। জমিতে পানি ধরে রাখার কথা বলা হচ্ছে। ফসলের জমিতে আর্দ্রতা ধরে রাখতে সেচের কোন বিকল্প নেই। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে ধান চিটা হয়ে যায়, যেটা ঠেকানো দুস্কর।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাবর বিবর্ণতার দিনে পাকিস্তানকে দাপুটে জয়ে এনে দিলেন ফখর-রিজওয়ান

বাবর বিবর্ণতার দিনে পাকিস্তানকে দাপুটে জয়ে এনে দিলেন ফখর-রিজওয়ান

ইউনাইটেডেকে হারিয়ে আপাতত শীর্ষে আর্সেনাল

ইউনাইটেডেকে হারিয়ে আপাতত শীর্ষে আর্সেনাল

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে : কৃষিমন্ত্রী

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে : কৃষিমন্ত্রী

নির্বাচন বা ভোট কেবলই নিয়মরক্ষার বিষয়

নির্বাচন বা ভোট কেবলই নিয়মরক্ষার বিষয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে মেয়রদের বাগাড়ম্বর নয়, কাজ দেখতে চায় মানুষ

ঢাকার জলাবদ্ধতা নিরসনে মেয়রদের বাগাড়ম্বর নয়, কাজ দেখতে চায় মানুষ

ডোনাল্ড লুর সফর নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: ওবায়দুল কাদের

ডোনাল্ড লুর সফর নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি: ওবায়দুল কাদের

এসএসসির ফল : খাতা চ্যালেঞ্জ করা যাবে সোমবার থেকে

এসএসসির ফল : খাতা চ্যালেঞ্জ করা যাবে সোমবার থেকে

মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নের অঙ্গীকার

মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নের অঙ্গীকার

কাপড়ে নাপাকী লাগলে কাপড় বদলে নামাজ পড়া প্রসঙ্গে।

কাপড়ে নাপাকী লাগলে কাপড় বদলে নামাজ পড়া প্রসঙ্গে।

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

মায়েদের নিয়ে আবেগঘন স্ট্যাটাসে ভাসলো সোশাল মিডিয়া

মায়েদের নিয়ে আবেগঘন স্ট্যাটাসে ভাসলো সোশাল মিডিয়া

বৃষ্টির বাধায় পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টির বাধায় পাকিস্তান-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

১২২ অডিট আপত্তি ৪৯ বছরেও নিষ্পত্তি হয়নি

১২২ অডিট আপত্তি ৪৯ বছরেও নিষ্পত্তি হয়নি

সংসদীয় কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সংসদীয় কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গোদরেজ - ইউনিয়ন বিডি ১ম বিজনেস সামিট অনুষ্ঠিত

গোদরেজ - ইউনিয়ন বিডি ১ম বিজনেস সামিট অনুষ্ঠিত

তেল আবিবের আয়লোন মহাসড়ক অবরোধ

তেল আবিবের আয়লোন মহাসড়ক অবরোধ

গভর্নরের বক্তব্যের সময় শিক্ষার্থীদের অনুষ্ঠান ত্যাগ

গভর্নরের বক্তব্যের সময় শিক্ষার্থীদের অনুষ্ঠান ত্যাগ

ইসরাইলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিসরের

ইসরাইলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিসরের

চেন্নাইয়ের জয়ে আলোচনায় রবীন্দ্রর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’

চেন্নাইয়ের জয়ে আলোচনায় রবীন্দ্রর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’

মোরেলগঞ্জে ১০ শিক্ষকের মাদ্রাসায় ১০ পরীক্ষার্থীর পাশ করেনি কেউ

মোরেলগঞ্জে ১০ শিক্ষকের মাদ্রাসায় ১০ পরীক্ষার্থীর পাশ করেনি কেউ