রাইসির মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকের ছায়া
২০ মে ২০২৪, ০৬:৪২ পিএম | আপডেট: ২০ মে ২০২৪, ০৬:৪২ পিএম
ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে মুসলিম দেশগুলোতে।
রাইসির মৃত্যুর খবর আসতেই মুসলিম বিশ্বের নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানাতে থাকেন। সোশাল মিডিয়ার সকল প্লাটফর্মই যেন গভীর শোক বার্তায় ভেসে যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার এক্স অ্যাকাউন্টে আবেগঘন একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি আমার এক ভাই হারালাম। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন আমার প্রিয় একটি ভাই। তাকে হারিয়ে আমি গভীর শোকাহত।
তিনি আরও লেখেন, এই শোকের দিনে তুরস্কের মানুষ ইরানি ভাইদের সঙ্গে আছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণ গভীরভাবে শোকাহত। এটি কি নিছকই দুর্ঘটনা, না-কি এর পিছনে অন্য কিছু আছে, তা খুঁজে বের করতে ইরানি কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগীতা করবে তুরস্ক।
সৌদি আররের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে জানায়, এই কঠিন পরিস্থিতিতে আমরা ইরানের পাশে রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করে এক্সে পোস্টে দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় পাকিস্তান একদিনের জন্য শোক পালনের ঘোষণা দেন তিনি।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা এবং নিহতদের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব।
এ ছাড়া ইরাক, সিরিয়া, আজারবাইজান, আফগানিস্তান, ফিলিস্তিন, মিশর, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, কুয়েত, ইয়েমেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিব শোকপ্রকাশ করেছে।
গভীর শোক জানিয়েছেন ইয়েমেনের হুথি সুপ্রিম রেভোলুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি। নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফেসবুকে শোক জানিয়ে শিলা আহমেদ জামান লিখেছেন, মুসলিম বিশ্বের বীর আপনি চিরকাল মুসলমানদের পাশে আছেন অমর হয়ে। আপনাকেই আঁকড়ে ধরে সারা দুনিয়ার মুসলিম এগিয়ে যাবে বিশ্বের হাতিয়ার হয়ে। সারা দুনিয়ার মুসলমান জেগে উঠুক মহান আল্লাহর হুকুমে।
মুসলিম বিশ্বের এই রহবারের মৃত্যুতে সাগর আশরাফ নামে একজন ব্যবহারকারী লিখেছেন, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!ইব্রাহীম রইসি..শাহাদাত বরণ করেছেন।আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, আমিন।আমরা গভীর ভাবে শোকাহত।মুসলিম বিশ্ব একজন সাহসী নেতাকে হারালাম।
অনেকের মতই সন্দেহ পোষণ করে তাহের লিখেছেন, ইসরাইল সরাসরি ইব্রাহীম রাইসি হত্যার সাথে জড়িত। ইয়াসিন আরাফাতকে যেমন করে মোসাদ সুপরিকল্পিত ভাবে বিষ প্রয়োগে হত্যা করে, তেমনি বর্তমান মুসলিম বিশ্বের সবচেও শক্তিশালী প্রেসিডেন্টকেও হত্যা করলো।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাষক কে হারালাম..যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেন নি..আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন।
মীর ইরফান হোসেন ইমন লিখেছেন, বিশ্বের মুসলিম জাতির এক মহা নায়কের বিদায়। তিনি ছিলেন মুসলিম বিশ্বের অন্যতম এক অভিভাবক যাকে আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বড় বড় নেতারাও ভয় পেতেন।মুসলিম বিশ্ব একজন সাহসী ও সৎ নেতাকে হারালো। তবে ইরানের প্রত্যেকটা ব্যক্তিই রাইসী, যে এরপর প্রেসিডেন্ট হবে সেও রাইসীর মতই হবে ইনশাআল্লাহ।আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী।
আনসার আলী নাজিম উদ্বেগ জানিয়ে লিখেছেন, বতর্মান যুগে সবকিছু র্ভাচুয়াল উদ্বোধন করা হয়।যা আমাদের প্রধানমন্ত্রী করে থাকেন।কাতারের আমির এসেও সেই ভাবে উদ্বোধন করেছে।এখন কথা হলো এতো একটা দুর্গম এলাকায় যাওয়া কতটা যুক্তিযুক্ত।আর তার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতারা এক বিমানে। আবার তার মধ্যে ৫০ বছরের আমেরিকার পুরানো হেলিকপ্টারে।এখানে অবশ্যই কিন্তু আছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া