উখিয়ায় ভারী বর্ষণ ভূমি ধস শঙ্কা ও খাদ্য সংকট

লোকালয়ে বুনো হাতির পাল

Daily Inqilab উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা

০৩ জুলাই ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৩ জুলাই ২০২৪, ১২:১৭ এএম

প্রায় সপ্তাহব্যাপী প্রবল ভারী বর্ষণে, পাহাড় ও পাহাড়ের পাদদেশে অবস্থানরত বুনো হাতির দলের নিরাপত্তাহীনতা ও খাদ্য সংকটের সম্মুখীন হয়ে লোকালয়ে চলে এসেছে। এদিকে গত কিছুদিন ধরে কক্সবাজারসহ সারা দেশের ওপর দিয়ে ভারী বৃষ্টি হচ্ছে। কখনো থেমে আবার কখনো অঝোর ধারায় এই বৃষ্টিতে এবার বন থেকে খাবারের খোঁজে বেরিয়ে এলো বুনো হাতির পাল। ইতোমধ্যে পাহাড়ি ঢালু জনপদ পিচ্ছিল, ভঙ্গুর ও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাহাড়খেকো ও বনখেকো মানুষের পাহাড় কর্তন ও বনভুমি বেদখল এবং বন্যপ্রাণির অভয় অরণ্য উজাড় করে মানুষের আবাসস্থল নির্মাণের কারণে অত্র অঞ্চলে প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস হবার উপক্রম হয়ে পড়েছে। অন্যদিকে রোহিঙ্গাদের আবাসস্থল তৈরিতে বন বিভাগের ভূমি ব্যবহৃত হওয়ায় বনভূমি সংকুচিত ও সীমিত হবার কারণে হাতির পালসহ অন্যান্য বন্যপ্রাণি লোকালয়ে চলে আসছে।

গত রোববার এমনই এক ঝড়ো বৃষ্টির দিনে, উখিয়া পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলখোলা নামক স্থানে পাহাড়ি দুর্গম এলাকায় একদল বুনো হাতির দেখা মিলেছে। হাতির পাল দেখার সঙ্গে সঙ্গেই স্থানীয় যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে ব্যাপক সাড়াপায় নেটিজেনরা।

জানা গেছে, ঝাঁকে ঝাঁকে খাবারের সন্ধানে ও নিরাপদ আশ্রয়স্থলের খুঁজে প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসে হাতিগুলো। এ সময় বিভিন্ন আকারের হাতির বাচ্চা হাতির পালের সাথে দেখা মেলে। স্থানীয় নকীবের বরাতে জানা যায়, ‘ইতিপূর্বেও কয়েকবার এই হাতির পালটি দেখা গেছে। মাঝেমধ্যে হাতির আনাগোনা লক্ষ্য করা যায়। অনেক সময় খাবারের খুঁজে ঘুরতে ঘুরতে লোকালয়ে চলে আসে।অনেক সময় কাঙ্খিত খাবার না পেয়ে তান্ডব চালায় খেত খামার, বাড়িঘর, পানের বরজ, কলা বাগান, মাঠের ধান খেতে।

অন্যদিকে, আন্তর্জাতিক অভিভাসন সংস্থা (আইওএম) এর তথ্যমতে, রোহিঙ্গা আশ্রয়ে প্রায় ৭০০০ হেক্টর বনাঞ্চল নষ্ট হয়েছে, কিন্তু জাতীয়ভাবে হিসেবে তা ১২ হাজার একর বলে জানা যায়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় হাতি চলাচলের ১১টি করিডোর রয়েছে। এসব করিডোরের বেশিরভাগই এখন রোহিঙ্গা ক্যাম্প ও দেশি বিদেশি বিভিন্ন সংস্থার কার্যালয়ে পরিণত হয়েছে। বন্যপ্রাণীদের আবাসস্থল ক্রমশ সীমিত হওয়ায় ও বন্যপ্রাণী চলাচলে প্রতিবন্ধকতার কারণে মানুষ ও হাতির সংঘর্ষে গত একবছরে প্রান গেছে প্রায় ১১ জনের।

অনুসন্ধানে জানা যায়, গত ১১-ডিসেম্বর-২২, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেলখোলার চাদরখোলা নামক গহীন অরন্যে হাতীর পায়ে পৃষ্ট হয়ে স্থানীয় আবুল কালামের স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৫) নামক এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সিরাজ মিয়া বলেন, ছেনোয়ারা তার ২ সন্তানকে নিয়ে ঐদিন রাতে স্বামী আবুল কালামসহ এক আত্মীয়ের বাড়ি থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটু রাতের অন্ধকারে হাতে টর্চের আলো জ্বালিয়ে চাদর খোলা নামক সরু স্থানে পৌঁছে। হঠাৎ করে একটি বন্য হাতি কোনকিছু বুঝে উঠার আগেই তেড়ে আসলে সাথে থাকা ১ ছেলে ও উনার স্বামী দৌড়ে পার্শ্ববর্তী ঢালুতে পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়। কিন্তু ভিক্টিমের কোলে থাকা ছেলেসহ তিনি হাতির সামনে পড়ে যান। তৎক্ষনাৎ ভিক্টিমে উনার কোলে থাকা শিশুকে পার্শ্ববর্তী স্থানে ছুড়ে মারেন, উনি নিজে হাতির সামনে থেকে হাতির কাছে আত্মসমর্পণ করেন। কোন কিছু বুঝে উঠার পুর্বেই হাতির শুড় দিয়ে ভিক্টমকে প্যাচিয়ে উপরে তুলে আছাড় মারে এবং পরে পায়ে পিষ্ট করে দ্রুত হাতিটি স্থান ত্যাগ করে। এখানে উল্লেখ্য যে, ভিক্টিম মা-তার কোলে থাকা শিশুকে এক পাশে ছোড়ে মেরে নিজকে একপ্রকার আত্মাহুতি দিয়ে পুত্রস্নেহের কাছে মায়ের প্রাণ বিসর্জন দেন। ভিক্টিম মা আবারো প্রমান করলেন সন্তানের প্রতি মায়ের চিরন্তন অকৃত্রিম ভালোবাসা।

লোকালয়ে হাতি আসার ব্যাপারে পালংখালী ইউনিয়নের স্থানীয় ৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি কামাল মেম্বার বলেন, ‘অনেকদিন পরে আবারো বন্য হাতি লোকালয়ে চলে এসেছে। এভাবে বনের হাতি লোকালয়ে চলে আসায় স্থানীয়রা মারাত্মক জীবন জীবিকার হানির সম্মুখীন। অনেকেই প্রানের ভয়ে প্রাত্যহিক কাজ কর্মে যেতে পারছেনা। সন্ধ্যার পরে কেউ বাইরে যেতে পারছে না’।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, ‘২০১৭ সালের রোহিঙ্গা আগমনের পর থেকে উখিয়া রঞ্জের বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্টির জন্য বনের জায়গা ছেড়ে দেবার পরও, উখিয়া থাইংখালী বিটের অধীনে প্রায় ২৩০ হেক্টর জমিতে সফল সবুজ বনায়ন হয়েছে। বনবিভাগের কর্মকর্তা, কর্মচারি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সবুজ হওয়ায় বন্যপ্রাণিগুলো আবারো তাদের জায়গায় ফিরতে শুরু করেছে’।

বন্যহাতিগুলো লোকালয় চলে আসার কী কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বন্য হাতি লোকালে আসেনি, বরং বন্যহাতির আবাসস্থলে লোকালয় সৃষ্টি হওয়ায়, তারা এলাকা ছেড়ে দূর গহীণ অরণ্যে চলে গেছিল। এখন নতুন করে বনবিভাগের সবুজ বনায়ন করার কারণে বন্য হাতিগুলো তাদের পুরনো আবাসস্থলে ফিরে আসছে’।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সরওয়ার আলম বলেন, ‘শীত ও বর্ষা মৌসুমে ধান, খেত খামারের শস্যাদি খাওয়ার জন্য পাহাড় থেকে হাতি নেমে আসে লোকালয়ে। যেখানে হাতির বসবাস ছিলো সেখানে মানুষের আনাগোনা বাড়ায় এ সমস্যা সৃষ্টি হয়। এখন জনসংখ্যা বাড়ার সাথে বসবাসের স্থানের স্বল্পতার কারনে মানুষ বন্যপ্রাণীর অভয়ারণ্যে বসবাস শুরু করায় তারা বাস্তসংস্থান সংকটে পড়ছে।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কোটা আন্দোলন, গভীর রাতে উত্তাল ঢাবি

কোটা আন্দোলন, গভীর রাতে উত্তাল ঢাবি

গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

কেরানীগঞ্জে ভুয়া দাতা সেজে দলিল করার সময় আটক ৩

কেরানীগঞ্জে ভুয়া দাতা সেজে দলিল করার সময় আটক ৩

ফ্রান্সে রোববার চূড়ান্ত দফা ভোট, নিয়োজিত থাকবে ৫০ হাজার পুলিশ

ফ্রান্সে রোববার চূড়ান্ত দফা ভোট, নিয়োজিত থাকবে ৫০ হাজার পুলিশ

পরবর্তী কর্মসূচি ঘোষণার পর শাহবাগ ছাড়লেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

পরবর্তী কর্মসূচি ঘোষণার পর শাহবাগ ছাড়লেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা

ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত ৫১ হাজার ২০০ বছরের পুরনো চিত্রকর্ম

ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত ৫১ হাজার ২০০ বছরের পুরনো চিত্রকর্ম

মিথ্যাচার করাই বিএনপি'র স্বভাব: একেএম এনামুল হক শামীম

মিথ্যাচার করাই বিএনপি'র স্বভাব: একেএম এনামুল হক শামীম

সরকারি টাকায় বিদেশ সফর বন্ধ, গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

সরকারি টাকায় বিদেশ সফর বন্ধ, গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

মাতারবাড়িতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

মাতারবাড়িতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

কাস্টমস কমিশনার এনামুলের ৯ তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের হুকুম

কাস্টমস কমিশনার এনামুলের ৯ তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের হুকুম

আমিরাতে ব্রেন স্ট্রোক করে দু-মাস চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশির মৃত্যু

আমিরাতে ব্রেন স্ট্রোক করে দু-মাস চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশির মৃত্যু

পশ্চিম সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ব্যাপক গোলাগুলি, হতাহত ৩২

পশ্চিম সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ব্যাপক গোলাগুলি, হতাহত ৩২

ভারতের ভূখন্ড ব্যবহার করে নেপাল- ভূটানে বাণিজ্য করার সুবিধা দিতে হবে সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ

ভারতের ভূখন্ড ব্যবহার করে নেপাল- ভূটানে বাণিজ্য করার সুবিধা দিতে হবে সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ

প্রশ্ন : প্রেম করে পালিয়ে বিয়ে করা প্রসঙ্গে।

প্রশ্ন : প্রেম করে পালিয়ে বিয়ে করা প্রসঙ্গে।

মালয়েশিয়াগামী ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী প্রতিমন্ত্রীর

মালয়েশিয়াগামী ১৭ হাজার কর্মীর টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসী প্রতিমন্ত্রীর

‘প্রগতি’ প্রথম সংখ্যা

‘প্রগতি’ প্রথম সংখ্যা

বর্ষাকাল

বর্ষাকাল

আজ ব্রিটেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে : কেয়ার স্টারমার

আজ ব্রিটেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে : কেয়ার স্টারমার

অসমাপ্ত সমীকরণ

অসমাপ্ত সমীকরণ