ঢাকা   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১

অতি বৃষ্টিতে নাঙ্গলকোটের ৪০ হাজার মানুষ পানিবন্দি

Daily Inqilab নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

২১ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে টানা পাঁচ দিনের অবিরাম বৃষ্টিতে ডাকাতিয়া নদী তীরবর্তী ৭টি ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি। উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবিরাম বৃষ্টিতে বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বৃষ্টিতে ভেসে গেছে পুকুর ও মৎস্য প্রজেক্টের মাছ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ডাকাতিয়া নদীর পরিকোট অংশে একটি স্টিল সেতুর উপর আরেকটি সেতু নির্মাণ, মাছ ধরার জন্য নদীতে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ, অপরিকল্পিত মৎস্য প্রজেক্ট এবং রাস্তার কালভার্ট বন্ধ করে নতুন বাড়িঘর তৈরি করার ফলে এই পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, টানা পাঁচদিনের বৃষ্টিতে উপজেলার জলাঞ্চল খ্যাত বাঙ্গড্ডা, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, মৌকরা, ঢালুয়া, বক্সগঞ্জ, সাতবাড়িয়া, পেড়িয়া, মক্রবপুর, হেসাখাল, আদ্রা উত্তর ও দক্ষিণ, জোড্ডা পশ্চিম ও দৌলখাঁড় ইউপির অধিকাংশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে ডাকাতিয়া নদী তীরবর্তী বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট পূর্বপাড়ার ৬০০টি পরিবারের প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া গান্দাছি, শ্যামপুরেও বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে।

সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া পূর্ব, পশ্চিম, দক্ষিণ, নাইয়ারা, তপোবন এবং সাজেনপুরের বাড়িঘর এবং রাস্তাঘাটে হাঁটু ও কোমর পানি উঠে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। রায়কোট উত্তর ইউনিয়নের গাসিয়াল, খাঁড়ঘর, শ্রীরামপুর, দাসনাইপাড়া, রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া, চান্দপুর, তুলাতুলী, মৌকরা ইউনিয়নের নারানদিয়া, পরকরা, গঙ্গারচর, গোরকমুড়া, পৌছির, মোড়েশ^র, ঢালুয়া ইউনিয়নের বেরলা, পুঁটিজলা, চৌকুড়ী, চিলপাড়া, চরজামুরাইল, বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা, মদনপুর, শুভপুর, অষ্টগ্রাম, বড়কালি, কদমতলী, হেসাখাল ইউনিয়নের পাটোয়ার, দায়েমছাতি, আদ্রা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের আদ্রা, চাটিতলা, মগুয়া, ভোলাইন, পুজকরা, মেরকোট, আটিয়াবাড়ি, মক্রবপুর ইউনিয়নের ভুলুয়াপাড়া মক্রবপুর গ্রামের বিভিন্ন বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে।

উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা-গান্দাছি সড়ক, বক্সগঞ্জ-সাতবাড়িয়া-গুনবতী সড়কের সাতবাড়িয়া সেতু থেকে সাতবাড়িয়া বাজার পর্যন্ত, চৌকুড়ি-সাতবাড়িয়া সড়কে পানি উঠেছে। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট-বড় রাস্তায় পানি উঠায় মানুষজনকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জোড্ডা পূর্ব ইউনিয়নের বাহুড়া, জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া, মানিকমুড়া, মান্দ্রা পানি উঠেছে।

এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য প্রজেক্টের মাছ ভেসে গেছে। রায়কোটউত্তর ইউনিয়নের হক মৎস্য বীজ উৎপাদন খামারের পাড় ভেসে ৫০টি পুকুরের ছোট ও বড় মাছ ভেসে গেছে। এতে করে এক কোটি টাকার মাছ ভেসে গেছে বলে জানান, মৎস্য প্রজেক্টের মালিক ওবায়েদুল হক মজুমদার। চারিজানিয়া গ্রামের আবুল কাশেম গাফুরী মৎস্য খামারের ১০টি পুকুরের প্রায় ৫০ লাখ টাকার মাছ চলে গেছে। মৌকরা ইউনিয়নের গোরকমুড়ায় জে. কে এবং ভাই-ভাই মৎস্য খামারের ৪০ একরের ১০টি মৎস্য প্রজেক্ট ভেসে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মৎস্য প্রজেক্টের মালিক কলিমউল্লাহ চেয়ারম্যান জানান। এছাড়া ভূঁইয়া মৎস্য প্রজেক্টেও প্রায় ২ কোটি এবং আনোয়ার হোসেনের মুকুলের প্রায় এক কোটি টাকার মাছ ভেসে গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট-বড় অনেক মৎস্য প্রজেক্টের মাছ ভেসে গেছে। এতে করে মাছ চাষিদের কোটি-কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মাছ চাষিরা এ প্রতিবেদককে জানান।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, নাঙ্গলকোটের প্রায় এলাকায় পানি উঠেছে। বিভিন্ন সড়কের পাশে কালভার্টের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ভুক্তভোগীরা অভিযোগ দিচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিভিন্নস্থানে পানি বন্দি মানুষকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। আশা করছি বৃষ্টি কমে গেলে পরিস্থিতির উন্নতি হবে।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

দুই পুলিশ সদস্যকে রিমান্ড শেষ না হতেই কারাগারে প্রেরণ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

গেঞ্জির পেছনে নাম দেখে সনাক্ত হয় দগ্ধ কামালের লাশ

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

দেশের শিক্ষা ব্যবস্থাকে বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস ও ঐতিহ্যের আলোকে ঢেলে সাজাতে হবে

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

আদানি পাওয়ার বিদ্যুতের দাম বেশি নিচ্ছে কি না, তা পর্যালোচনা করবে বাংলাদেশ

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

প্রাথমিক শিক্ষার ‘এডহক’ কমিটির ১১ সদস্যের

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণঅভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে অস্থিরতা ও দীর্ঘসূত্রিতা কোনটাই কাম্য নয় -এবি পার্টি

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের সাথে আলোচনা করে কমিশন করা হবে : তথ্য উপদেষ্টা

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

ওরসের নাম ভাঙিয়ে কিছু কুচক্রি মহল দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্ন ও মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

মাওলানা হাজী ইউছুফের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হলে পড়াশুনার ব্যাপক মানোন্নয়ন হবে: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের পদত্যাগ

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর,  আহত ১০

রাজবাড়ীতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ সভায় হামলা-ভাংচুর, আহত ১০

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

মুরাদনগরে মাদক, চাঁদাবাজি ও ভুমি দখলদারদের বিরুদ্ধে বিএনপির মাইকিং

বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ

বিপ্লব কুমারকে ভারতে পাচারের দাবিদার শুভকে খুঁজছে পুলিশ

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল

সাইবার মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা আলাল

গণতন্ত্র দিবসে র‌্যালী ও সমাবেশ সফলের আহ্বান জানালো সিলেট মহানগর বিএনপি

গণতন্ত্র দিবসে র‌্যালী ও সমাবেশ সফলের আহ্বান জানালো সিলেট মহানগর বিএনপি

টার্গেট ছিল আলেম সমাজ -ওলামা মাশায়েখ সম্মেলনে মুফতী ফয়জুল করীম

টার্গেট ছিল আলেম সমাজ -ওলামা মাশায়েখ সম্মেলনে মুফতী ফয়জুল করীম