নিত্যপণ্যের দামে জনভোগান্তি
১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ভোলায় বিক্রেতাদের নানান বাহানায় প্রতিদিনই বাড়ছে আলু, সবজি, মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারসাজি। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম।
বাজারে নতুন শাক সবজির আগমন ঘটলেও নিত্যপন্যনের দাম তেমন একটা কমে নাই। গত ১ সপ্তাহের ব্যাবধানে ভোলার বিভিন্ন বাজারের নিত্যপণ্যের দাম বিশ্লেষণ করে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ভোলার বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। তবে নিম্নগামী পেঁপের দাম। লাগামহীন কাঁচামরিচ, আলু, পেয়াজের দাম। বেড়েছে চাল, আলুসহ ভোজ্যতেলের দাম।
বাজারে প্রতি কেজি বরবটি ৮০/৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচাঁমরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় বরবটিতে বেড়েছে ৩০ টাকা আর কাচাঁমরিচে বেড়েছে প্রায় ১০০ টাকা। নতুন শাক সবজির বাজারে আসলে দাম তেমন একটা কমে নাই।
পটল, মুলা, করলা, ঝিঙ্গা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকার ভেতর। তবে টমেটো ও গাঁজর বিক্রি হচ্ছে ১৫০ ও ১৬০ টাকায়, যা গত সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩০ টাকা। ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে আলু দাম। আলুর দাম আকাশ চুম্বি প্রতি কেজি ৬০/৬৫ টাকা।
রসুনের দাম স্থিতিশীল। পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। বেড়েছে চায়না আদার দাম, বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৫০ টাকায়। যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৭০ টাকা।
একই চিত্র চাল ও মাছের বাজারে। প্রকারভেদে প্রতিকেজি মোটা চাল ৫৭ থেকে ৬০ টাকা ও মাঝারি চাল (আটাশ) বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৪ টাকায়।
খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতিকেজিতে ৬ থেকে ৮ টাকা। কোয়ালিটি খুচরা ১৬৫ টাকা ও সুপার সয়াবিন বিক্রি করা হচ্ছে ১৭৩ থেকে ১৭৫ টাকায়। ২২ দিন নিষেধাজ্ঞার পর ইলিশ ধরা শুরু করলেও কাঙ্খিত মাছ না পাওয়ায় সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৮০ টাকা। বেড়েছে সব প্রকার নদী ও সামুদ্রিক মাছের দাম। বাড়েনি পুকুরে চাষ করা মাছসহ গরু ও খাসির মাংসের দাম।
সাধারণ মানুষ অভিযোগের সুরে বলেন, পতিত সরকারের সময় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বেড়েছে জানতাম, কিন্তু বর্তমান সরকার কি করছে যার কারণে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে আনতে পারে না। নাকি সব সরষের ভেতরেই ভুত কাজ করছে। বাজারের নিত্যপণ্যের দাম মধ্যবিত্তদের সাধ্যের বাইরে চলে গেছে। কাচাঁবাজারসহ দিন দিন সব পণ্যের দাম বাড়ছে, ক্রয় করতে আমাদের কষ্ট হচ্ছে।
ক্রেতারা আরও জানান, ভোলার নিত্যপণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যদি প্রশাসন নিয়মিত মনিটরিং করতো তাহলে বাজার নিয়ন্ত্রণে আসতো বলেও জানান ক্রেতারা।
সবজি বিক্রেতা কামাল, আলমগীর, বাহাদুর বলেনÑ সব মালের দাম মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও টমেটো, গাজর ও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে বাইরে। বাজারে মালের সরবরাহ কম, চাহিদা বেশির কারণে দাম বাড়ে। অনেক সময় আড়ৎ থেকে যে দামে কিনে আনি সে দামেও বিক্রি করি, তারপরও কাস্টমারের সঙ্গে আমাদের মনোমালিন্য হয়। তবে আমরা খুচরা বিক্রেতারা কোনো সিন্ডিকেট করি না। আড়ৎ থেকে কেনা দামের ওপর নির্ভর করে খুচরা বাজারে বিক্রি করি। সিন্ডিকেটের কারসাজির বিষয়ে আড়তদাররা জানেন, আমরা জানি না।
সিন্ডিকেটের কারসাজির বিষয়টি অস্বীকার করে পরিবহন খরচ বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের ওপর দোষ চাপিয়ে আড়তদাররা বলছেন, বিভিন্ন জেলায় বন্যা, অতিবৃষ্টির কারণে ভোলাসহ বিভিন্ন জেলার উৎপাদিত অনেক সবজি নষ্ট হওয়ায় ভোলার বাজারে কাঁচামালের সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ বিভিন্ন জেলা থেকে আমরা কাঁচামাল মাল কিনে এনে ভোলার বাজারের খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি। তাদের দাবি, ভোলার বাজারে স্থানীয় পণ্যের জোগান বাড়লে সংকট কেটে যাবে, একই সঙ্গে দামও কমবে।
তবে ভোলা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল জানান, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাজার মনিটরিং চলমান রয়েছে। এরপরও সিন্ডিকেটের মাধ্যমে যদি কোনো ব্যবসায়ী নিত্যপণ্যের অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করেন তাহলে কৃষি বিপণন আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আজাদ জাহান বলেনÑ কোন রকম বাজার সেন্ডিকেট করতে দেয়া হবে না। নিয়মিত বাজার মনিটরিং করবে জেলা ও উপজেলা প্রশাসন। যাতে করে নিত্যপন্যের দাম বাড়তে না পারে। নিত্যপন্য নিয়ন্ত্রনে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইননুসারে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বেনাপোল পৌরসভার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন
ভারতীয় আগ্রাসী মনোভাব মোকাবেলা করবে বাংলাদেশের জনগণ: আলহাজ হাফিজ সাব্বির আহমদ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৯ জন
চাঁদপুরে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামী আটক
পার্থিব ও ওহীর জ্ঞানের সমন্বয়ে গঠিত মাদরাসা শিক্ষা: অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী
ভারত বাংলাদেশের ওপর যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
আবারো রাঙ্গুনিয়ায় বন্যহাতির তাণ্ডব : কৃষক দিশাহারা
আগাম আলুর দামে খুশি নীলফামারীর চাষিরা
দৌলতখানে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় ৩ মাস ২৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন
হাবিপ্রবিতে ৩ দিনব্যাপী কর্মশালা
দুই কোটি টাকার ব্রিজে উঠতে হয় মই দিয়ে
আমতলীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ : নিম্নমানের ইট ব্যবহার
হত্যা মামলায় ঝিনাইদহের আ.লীগ নেতাসহ দু’জনের রিমান্ড মঞ্জুর
ভারতবিরোধী স্লোগানে উত্তাল খুলনা
বর্জ্য-আবর্জনার শহর সৈয়দপুর
ছাত্র-জনতার বিপ্লবে ভারতের স্বপ্ন ভেস্তে গেছে : হাজী ইয়াছিন
ডেঙ্গু থেকে মুক্তি চাই
ভারতের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না
আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে ইসকন-বিজেপি খেল দেখাতে চাইছে