আর কত লোকসান গুনবে জিল বাংলা সুগার মিলস
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিলস লিমিটেড ৬৬ মাড়াই মৌসুমের ৪৮ মাড়াই মৌসুম লোকসান গুনেছে। এতে লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৬৫৬ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৩৬৫ টাকা। আর কতো লোকসানের পর লাভের মুখ দেখবে জিল বাংলা চিনি কল? নাকি লোকসান গুনতে গুনতে একসময় বন্ধ হয়ে যাবে। এমন প্রশ্ন বহু আগে থেকেইে উঠেছে মিলপাড়ায়। তবে চিনি কলটিকে বহুমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে লোকসান ঠেকানো সম্ভব বলে মনে করেন মিলের বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ।
১৯৫৮ সালে পাকিস্তান ও নিউজিল্যান্ডের যৌথ কারিগরি সহায়তা ও অর্থায়নে মিলটি স্থাপিত। মিলের বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা ১০,১৬০ মেট্রিক টন। দৈনিক আখ মাড়াই ক্ষমতা ১,০১৬ মেট্রিকটন। দৈনিক আখ মাড়াই সম্ভব হয় ৮৭৪.৯৭ মেট্রিক টন পর্যন্ত। মিলটির সর্বোচ্চ কার্যদিবস ছিলো ১৯৯৪-৯৫ মৌসুম ২১১ দিন। সর্বনি¤œ কার্যদিবস ২০২২-২৩ মৌসুম ৪১ দিন। সর্বশেষ ২০১৮-১৯ মৌসুম ১০১ দিন কার্যদিবস ছিলো। মিলের ইতিহাসে দেখা যায় ২৭ মৌসুম ১০০ দিনের উপর, ৯ মৌসুম ১৫০ দিনের উপর এবং ১টি করে মৌসুম ১৯০ ও ২০০ দিনের উপর কার্যদিবস সম্পন্ন হয়েছে। কিন্তু গত পাঁচ বছর ধরে কোন ভাবেই ১০০ কার্যদিবসে পৌঁছাতে পারছে না। কার্যদিবস কমে আসার অন্যতম কারন হিসাবে দেখা গিয়েছে আখ সংকট।
মিল জোন এলাকা হিসেবে আছে ৬টি উপজেলা। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, বকশিগঞ্জ উপজেলা আংশিক হ জামালপুর সদর। এখানে ইক্ষু চাষির সংখ্যা ১২ হাজার। মোট ইক্ষু কেন্দ্র ২৯টি। ইক্ষু আবাদযোগ্য জমির পরিমাণ ১৮ হাজার একর। আখ চাষ হচ্ছে ৩-৪ হাজার একর জমিতে। অথচ এক সময় ১২ হাজার একর পর্যন্ত আখ চাষ সম্ভব ছিলো এই অঞ্চলে।
মিল কর্তৃপক্ষ আখ চাষে চাষিদের উদ্ভুদ্ধ করতে এ পর্যন্ত আখের মূল্য বৃদ্ধি করেছে কয়েক ধাপে। ২০২২-২৩ মৌসুম প্রতি কুইন্টাল ক্রয় মূল্য ছিলো ১৮০ টাকা, ২৩-২৪ মৌসুম ৪০ টাকা বড়িয়ে ২২০ টাকা, সর্বশেষ আরো ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। তবুও আখ চাষ পূর্বের লক্ষ্যমাত্রায় ফিরানো সম্ভব হচ্ছেনা।
লোকসানের প্রভাবে প্রশাসনিক দপ্তরে জনবল কমেছে। মিলটিতে চার শ্রেণির জনবল রয়েছে। যেখানে কর্মকর্তা, স্থায়ী কর্মচারী, মৌসুমী কর্মচারী, স্থায়ীশ্রমিক, মৌসুমী শ্রমিক ও চুক্তিভিত্তিক। ২০০২ সাল পর্যন্ত জনবল ছিলো ৯৮৯ জন। ৩৪২ জন ছাটাই হয়ে বর্তমানে কর্মরত আছে ৬৪৭ জন।
আখ সংকট ও কার্যদিবস কমে আসার সাথে লক্ষনীয় হয়েছে মিলের মেশিনারিজগুলো সেকেলে, আধুনিকায়নে প্রয়োজন উদ্যোগ। নয়তো একসময় উভয় সংকটের সম্মুখীন হতে হবে মিল কর্তৃপক্ষকে।
জিল বাংলা চিনি কল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রায়হানুল হক রায়হান বলেন, মিলটিতে বাই প্রডাক্ট চালু করা সম্ভব। যেমন: কয়লা হতে বিদ্যুৎ, সফট ড্রিকস, স্পিরিট বার্নিশ, কম্পোস্ট সার, পানি বোতল জাতকরণ ইত্যাদি উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হলে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এখন প্রান্তিক চাষির চেয়ে বর্গা চাষির সংখ্যা এখন বেশি। প্রান্তিক চাষিরা আখ চাষ বেশি করতো। বর্গা চাষিরা বেশি আখ চাষ করে না। তবে কৃষকদের আখ চাষ বাড়াতে বিভিন্ন সুযোগ সুবিধাসহ উদ্বুদ্ধ করা হচ্ছে। মিলটিতে বাই প্রডাক্ট চালু করার বিষয়ে কোন পরিকল্পনা বা প্রস্তাবনা হয়নি।
উল্লেখ্য, আগামীকাল ৬ ডিসেম্বর মিলটির ৬৭তম (২০২৪-২৫) মাড়াই মৌসুমের শুভ উদ্ভোধন। উৎপাদন পূর্বাভাসে মিল কর্তৃপক্ষ ৭৯ কার্যদিবসে ৭১ হাজার মেট্রিক টন আখ মাড়ই করে ৭ রিকোভারিতে ৪৯৭০ মে.টন চিনি উৎপাদন লক্ষমাত্রা ধার্য করেছে। এ মৌসুমে লাভ না হলে লোকসানের তালিকা আরো এক ধাপ বৃদ্ধি হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
অবারও এমবাপের পেনাল্টি মিস, হেরে রিয়ালের সুযোগ হাতছাড়া
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে এক ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগীর গলায় ফাঁস লাগনো ঝুলন্ত লাশ উদ্ধার
যুদ্ধ কি সত্যিই কখনও থামে? মুক্তি কি আদতেই ঘটে জীবনের?
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি