ধামরাইয়ে একযুগেও সেবা চালু হয়নি ট্রমা সেন্টারে
১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
দীর্ঘ একযুগ পেরিয়ে গেলেও চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়নি ঢাকার ধামরাইয়ে স্থাপিত ট্রমা সেন্টারে। শুধু তাই নয় ট্রমা সেন্টারটি বুঝিয়ে দেওয়া হয়নি উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে। অবহেলায় পড়ে আছে ভবনটি। ভবনের দেয়ালের ভেতর এবং বাইরের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। সেই সঙ্গে জানালা ও লোহার গেটগুলোতে মরিচা ধরেছে। এভাবেই নষ্ট হচ্ছে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরেই তৈরি করা হয়েছে ট্রমা সেন্টারটি। ভবনের মূল ফটকে ঝুলছে তালা। ফটকের সামনে কয়েকটি ভাঙা চেয়ার ও একটি টেবিল নোংরা অবস্থায় পড়ে আছে।
সামনে জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ। লোহার কলাপসিবল গেটে ধরেছে মরিচা। ভবনটির ভেতরের বিভিন্ন অংশে ধুলোবালির পুরো আস্তরণ জমে আছে। ভবনের ভেতর ও বাইরের দেয়ালে লতাপাতা গজিয়ে উঠেছে। ছাদে বেড়ে উঠেছে ছোট আকৃতির গাছ। ভবনটির দ্বিতীয়তলার কার্নিশে ৫টি এসির বাইরের অংশে জমেছে ধুলোবালি। সন্ধ্যা নামতে না নামতেই ভবনের পেছনে মাদকসেবীদের আড্ডা বসে বলে জানান স্থানীয়রা। দেখভালের লোক না থাকায় ট্রমা সেন্টারটি এখন যেন নিজেই ভাঙ্গাচোরা রোগী হয়ে গেছে।
জানা গেছে, ২০০৮ সালের মার্চ মাসে প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে ৩ তলা বিশিষ্ট ট্রমা সেন্টারটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০১২ সালে। কিন্তু এই সময় এর সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়নি, দেওয়া হয়নি বৈদ্যুতিক সংযোগ। লিংক করিডোরের কাজ এখনো অসমাপ্ত। ভবনের সামনের সড়কে কার্পেটিং করা হয়নি। সেই অবস্থায় ভবনটি বুঝে নেওয়ার জন্য ওই সময়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানায় গণপূর্ত বিভাগ। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কাজ সমান্ত করে হস্তান্তরের জন্য অনুরোধ জানান। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে গণপূর্ত বিভাগকে একাধিকবার অসম্পন্ন কাজ শেষ করে ভবনটি হস্তান্তরের অনুরোধ জানানো হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি গণপূর্ত বিভাগ।
অপরদিকে ট্রমা সেন্টারটিতে প্রায় ১২ বছর আগেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অথচ বিদ্যুৎ ব্যবহার না করেই বিল আসে কয়েক লাখ টাকার মতো। একদিকে ট্রমা সেন্টারটি হাসপাতাল কর্তৃপক্ষ বুঝে পায়নি, অপরদিকে বিদ্যুৎ ব্যবহার না করে বিলের মোটা অঙ্কের টাকা বকেয়া রয়েছে।
হাসপাতালের পাশে লোকজন বলছেন ১২ বছর ধরে ট্রমা সেন্টারটি নির্মাণ করে ফেলে রেখেছে। সমস্যা কী আমরা জানি না। ট্রমা সেন্টারটিতে চিকিৎসা সেবা চালু হলে দুর্ঘটনায় আহত বাজিদের আর ঢাকায় যেতে হবে না। এখানেই চিকিৎসা নিতে পারবে।›
ট্রমা সেন্টারটি বুঝে পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠিয়েছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা মতো বেশ কয়েক সাবেক কর্মকর্তা। স্বাস্থ্য বিভাগ বিষয়টি গণপূর্ত বিভাগকে জানাবেন বলে কেটে যায় বছরের পর বছর।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‹ট্রমা সেন্টারটি চালু করতে বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের একত্রে কাজ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। স্বাস্থ্য বিভাগের উদর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারটি চালু করার জন্য ভাবছেন। দ্রুত এটি চালু করার জন্য চেষ্টা করে যাচ্ছি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীদের হৈচৈ নিষেধ করায় আটঘরিয়া কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগ
বগুড়ায় সড়কে কিশোর বাইক চালকের মৃত্যু
যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা
এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান :-ডা.একেএম মাহবুবুর রহমান
মৌলভীবাজাররে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ
মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির লাখ টাকা জরিমানা
‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ