ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্পে ধস
২৭ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের পিচিংয়ের নিচে ব্লকপিচিং-এ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরেরহাট জকরিটারী এলাকায় ডানতীর পিচিংয়ের নিচে ডাম্পিং করা স্থানে দু’জায়গায় প্রায় ৩শ’ মিটার এলাকা ভেঙে গেছে। প্রায় ২ সপ্তাহের মাথায় দুই জায়গায় ভাঙনকে ঘিরে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক দেখা দিলেও কর্তৃপক্ষের সারা নেই বলে তাদের অভিযোগ।
জানা যায়, ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাস থেকে চিলমারীকে রক্ষার জন্য ডানতীর রক্ষা প্রকল্পের মাধ্যমে নদের ডানতীর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাস্তাটি ব্লকপিচিং করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা থেকে রমনা ইউনিয়নের জোড়গাছহাট বাজার পর্যন্ত এলাকার কাজ সম্পন্ন করা হয় কয়েক ধাপে। পরবর্তীতে কয়েক দফা পিচিংয়ে ধস দেখা দিলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে তা মেরামত করা হয়।
সম্প্রতি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট ঘাটের দক্ষিণে জকরিটারী এলাকায় ব্লক পিছিংয়ের নিচে গত শনিবার প্রায় দেড়শ’ মিটার জায়গা নদীতে ভেঙে যায়। দুই সপ্তাহ আগে তার উত্তরে প্রায় দেড়শ’ মিটার জায়গা ভাঙাসহ দুই স্থানে প্রায় ৩শ’ মিটার জায়গায় ভাঙন দেখা দেয়। অপরদিকে গত একমাস আগে উপজেলার রমনাঘাট (চিলমারী বন্দর) থেকে দক্ষিণে সোনারিপাড়া এলাকার দৌলা মিয়ার বাড়ি হতে টোনগ্রাম জামে মসজিদ পর্যন্ত প্রায় ৪শ’ মিটার এলাকায় ডানতীর ব্লক পিচিংয়ের নিচে ডাম্পির করা ব্লকে ধস দেখা দিয়েছিল। এক মাসের ব্যবধানে ৩ জায়গায় পিচিংব্লকে ভাঙন দেখা দেয়ায় চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বার বার নদী ভাঙনের শিকার হওয়া নদী তীরবর্তি এলাকার মানুষ।
সরেজমিনে, গত শনিবার বিকেলে ফকিরেরহাট জকরিটারী এলাকায় দেখা যায়, সেখানে প্রায় দেড়শ’ মিটার জায়গা ব্লকসহ নদীতে ভেঙে গেছে। তার ঠিক ২০০ ফুট উত্তরে দুই সপ্তাহ আগে আরও দেড়শ’ মিটার নদীতে ভেঙে যায়। এসময় ওই এলাকার আব্দুর মজিদ, আ.আজিজ, মজির উদ্দিন, গয়ছুদ্দিন ও নাসির মাস্টারসহ অনেকে জানান, দুই সপ্তাহ আগে একদিন রাত ২টার দিকে নদী ভাঙনের শব্দ শুনে বের হয়ে দেখি ব্লকপিচিংসহ মাটি নদীতে ভেঙে যাচ্ছে।
শনিবার দিনের বেলায় একইভাবে পাশে আবার ভাঙন দেখা দেয়। তারা জানান, ভাঙন দেখা দেয়ার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের কোন পদক্ষেপ দেখা যায়নি। এখনই এটি সংস্কারের উদ্যোগ না নিলে চৈত্র মাসের ঢলে ডানতীর ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন তারা।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের-এর সাথে কথা হলে তিনি বলেন, উপ-সহকারী প্রকৌশলী কে পাঠিয়ে বিষয়টি খোঁজ নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ফকিরেরহাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ফকিরেরহাট এবং রমনাঘাট দুই এলাকার ভাঙন সম্পর্কে জেলা সমন্বয় সভায় বলেছি। বিষয়টি জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন
ভোলা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ সচিব
পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা
আসছে ইব্রাহিম-খুশির 'নাদানিয়ান; সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে : আফরোজা খান রিতা
মুসলমানদের বিভিন্ন দলে ভাগ করার চক্রান্ত চলছে: ধর্ম উপদেষ্টা
লাইফ সাপোর্টে পথ শিশু রোমান পাশে নেই জন্মদাতা পিতা!
মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন। উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পরিদর্শন
বরাদ্দকৃত শ্রেণিকক্ষের দাবিতে ইবির ফিজিক্যাল এডুকেশন বিভাগের মানববন্ধন
নাটোরে বিদ্যুৎপিস্ট হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু
বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে: সংস্কৃতি উপদেষ্টা
১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি
'নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধান সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়'
স্বৈরাচারী দোসরদের অপসারণসহ ৯ দফা দাবি ইবি ছাত্রদলের
এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী