শিক্ষক সঙ্কটে শিক্ষা কার্যক্রম ব্যাহত
১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

শিক্ষক সংকটসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এতে মানসম্মত শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় এক বিষয়ের শিক্ষক নিচ্ছেন অন্য বিষয়ের ক্লাস। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
সরকারি এ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৫৩টি পদ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ রয়েছে শূন্য। সহকারী শিক্ষকদের পদ শূন্য আছে ২১টি। গণিত, ইংরেজি, পদার্থ, রসায়নসহ বিভিন্ন বিষয়ের নেই পর্যাপ্ত শিক্ষক। এছাড়া একজন শিক্ষকও নেই আইসিটি ও হিসাব বিজ্ঞান বিষয়ের। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। হুমকির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। দ্রুত শিক্ষক সংকট দূরীকরণের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের।
খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়টি ১৮৯৮ সালে নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। এরই মধ্যে শতবর্ষী এই বিদ্যালয়টি লক্ষ্মীপুরে মেয়েদের জন্য স্বনামধন্য বিদ্যাপীঠ হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়টি প্রতি বছরই ভালো ফলাফল করে আসছিল। কিন্তু শিক্ষক সংকটসহ নানা সমস্যায় এখন সাফল্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, শিক্ষক স্বল্পতায় আমাদের ক্লাসগুলো ঠিকমতো না হওয়ায় অনেকাংশেই পিছিয়ে পড়ছি আমরা। অথচ ২০২৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আমাদের। এমন নির্মম বাস্তবতায় পরীক্ষার পূর্ব প্রস্তুতি থেকে বঞ্চিত হচ্ছি আমরা। এতে আমাদের শিক্ষা জীবন নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী তাবাসসুম বলেন, অনেক আশা নিয়ে আমি বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছি, ভবিষ্যতে ডাক্তার হবো। কিন্তু শিক্ষক সংকটের কারণে পদার্থ ও রসায়ন বিষয়ের ক্লাসগুলো ঠিকমতো না হওয়া ও ব্যবহারিক ক্লাস থেকে বঞ্চিত হওয়ায় সে লক্ষ্য অর্জন পূরণ হবে কিনা, তা নিয়ে শংকায় আছি। দ্রুত শিক্ষক সংকটের সমাধান না হলে ভেস্তে যেতে পারে আমার স্বপ্ন।
বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে এক বিষয়ের শিক্ষক নিচ্ছেন অন্য বিষয়ের ক্লাস। এতে মানসম্মত পাঠদান কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছি আমরা। এতে করে হুমকির মুখে পড়েছে আমাদের শিক্ষা জীবন।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী গোলাম মোস্তফা বলেন, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব থাকার কারণে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীরা মানসম্মত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় ব্যাহত প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ। এতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দুই দিকেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রধান শিক্ষকসহ বিষয়ভিত্তিক শিক্ষক পদগুলো পূরণ হলে, ফিরে আসবে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম। এতে উপকৃত হবে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের আরেক সিনিয়র সহকারী শিক্ষক মাসুম রাব্বানী বলেন, বিজ্ঞান শাখার শিক্ষক কম থাকায় আমরা ব্যবহারিক ক্লাসগুলো করাতে পারছি না। তাছাড়া গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোসহ শেষ করা যায় না নির্ধারিত সিলেবাস। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা।
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইসমত আরা শিক্ষক সংকটের কারণে মানসম্মত পাঠদান কার্যক্রম করানো যাচ্ছেনা উল্লেখ করে বলেন, বিষয়টি বার বার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনও সমাধান মেলেনি। এতে করে শিক্ষকের অভাবে এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ের ক্লাস করাতে গিয়ে মানসম্মত পড়াশুনা ও পরিচর্যা করতে পারছি না। ক্লাস নেওয়া হচ্ছে কিন্তু বাচ্চাদের শেখানো যাচ্ছে না।
জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই শূন্যপদগুলো পূরণ করা হবে। শিক্ষক সংকট কেটে গেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে নিউক্যাসেল

জয়ের ম্যাচে এমবাপের লাল কার্ড অস্বস্তিতে রিয়াল

নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর