ডোমারে নতুন নতুন জাতের বীজআলু উৎপাদনে রেকর্ড
১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ নীলফামারীর ডোমার বিএ ডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে যান্ত্রিকরণের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে গুনগতমানের নতুন-নতুন জাতের বীজ আলু উৎপাদনে রেকর্ড করেন। ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারটি জাতীয় গুরুত্বপূর্ণ একটি খামার। বর্তমানে খামারের আওতায় চলমান বীজ উৎপাদন কার্যক্রমে পটেটো প্লান্টার দ্বারা বীজআলু রোপণ করে পটেটো ডিগার/হার্ভেস্টার দ্বারা বীজ আলু সংগ্রহ শেষে পটেটো গ্রেডার মেশিন দ্বারা বীজ আলু যথাক্রমে গ্রেডিং করে হিমাগারে রাখা হয়। চলতি উৎপাদন মৌসুমে বিভিন্ন জাতের মোট ৪০৫ একর জমিতে বীজআলু চাষ করা হয়। ভিত্তি বীজ সর্বসাকুল্যে এখানে যে,বীজ উৎপাদিত হবে তার পরিমান প্রায় ২২শ’ থেকে ২৩শ’ মেট্রিকটন নীলফামারীর ডোমার বিএ ডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন করে সারাদেশে কৃষকদের বীজ আলুর চাহিদা মিটাচ্ছে এবং কৃষকরাও অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ১৯৫৭-৫৮ সালে হুকুম দখলের মাধ্যমে সরকার ডোমার খামারটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন কৃষি বিভাগের তত্ত্বাবধানে খামারটির কার্যক্রম শুরু হয়।
বীজআলু উৎপাদনে অধিক উপযোগী মনে করে ১৯৮৯-৯০ সালে খামারটি আলু বীজ খামারে অন্তভুক্ত করা হয়। যার জমির পরিমান ৬০০.৭৪ একর। চলতি মৌসুমে বিভিন্ন জাতের প্লান্টলেট হতে মিনিটিউবার, মিনি টিউবার হতে প্রাকভিত্তি, প্রাক ভিত্তি হতে ভিত্তি। এছাড়া বিএডিসির ১৬টি নতুন জাতের বীজ আলুর কর্মসূচি রয়েছে। বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ নীলফামারীর ডোমার বিএ ডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামার দীর্ঘদিন থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন-নতুন জাতের বীজ আলু উৎপাদন করে সারাদেশে কৃষকদের মাঝে বীজ আলু সরবরাহ করে আসছে। ফলে বাংলাদেশের কৃষকরা আলু উৎপাদনে সফলতা অর্জন করেন। অত্র খামারে প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। এতে খামারটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।শ্রমিক নাসির বলেন, নীলফামারীর ডোমার বিএ ডিসি ভিত্তি বীজআলু উৎপাদন খামারে অনেক শ্রমিক কাজ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। শত-শত শ্রমিক খামারে কাজ করে প্রতিদিন ৫শ’ টাকা মজুরি পেয়ে স্বাবলম্বী হয়েছেন। অনেকের ছেলে-মেয়ে স্কুল কলেজে লেখা-পড়া করছে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের, উপ-পরিচালক, আবু তালেব মিঞা ইনকিলাবকে বলেন, ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে ৪০৫ একর জমিতে মিনি টিউবার ব্রিডার, ভিত্তি বীজআলু প্রায় ২০ লক্ষ প্লান্টলেট ৩২টি জাতের মিনিটিউবার উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এবছর ২৪টি জাতের প্রাকভিত্তি, ব্রিডার বীজ উৎপাদিত হচ্ছে। পাশাপাশি ভিত্তি বীজ সর্বসাকূল্যে এখানে যে বীজ উৎপাদিত হবে তার পরিমান প্রায় ২২শ’ থেকে ২৩শ’ মেট্রিকটন। এ খামারটি হলো একটি গুরুত্বপুর্ণ খামার এখানে আমরা ৩ ধরনের আলু জাত নিয়ে কাজ করছি। একটি হলো খাবার উপযোগী জাত যে গুলোতে একক পরিমান জমিতে অধিক ফলন হবে।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের যে, প্রচলিত জাতগুলো আছে ডায়মন্ড, কার্ডিনাল, এ্যাসটারিস এগুলো হেক্টরে ২০ থেকে ২৫ মেট্রিকটন সবোর্চ্চ ৩০ মেট্রিকটন হতে পারে। নরমাল জাতগুলো ৩০ মেট্রিকটন হচ্ছে, সেখানে সানসাইন হচ্ছে ৬০ মেট্রিকটন। অথাৎ একজন চাষি ১শ’ টাকা খরচে যা পেতেন এখন তার ডবল ফলন পাবেন। বাংলাদেশে ৫ লাখ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়। ৩ লক্ষ হেক্টর জমিতে চাষ করে আমাদের চাহিদা মিটিয়ে বাকি ২ লক্ষ হেক্টর জমিতে অন্যান্য ফসল উৎপাদন করতে পরবো বলে জানান খামারের উপ-পরিচালক। আমাদের রপ্তানি ও খাবার এবং শিল্পে ব্যবহার উপযোগী জাত রয়েছে তার প্রয়োজন অনুযায়ী এবং বাজার ব্যবস্থাা অনুযায়ী জাতগুলো নির্বাচিত করে তারা যদি সচেতন ভাবে আলু চাষে এগিয়ে আসেন তাহলে আমাদের সারা দেশে প্রতি ২-৩ বছর পর পর বাজার ব্যবস্থাাপনায় যে একটা ধস নামে সে ধস থেকে কৃষক ভাইয়েরা সফলভাবে উত্তরণ পেয়ে তারা আর্থিকভাবে লাভবান হবে।এই বীজের অর্জিনাল বাজার মূল্য ২০ কোটি পার হয়ে ২৫ কোটি এতে ২ থেকে ৩ কোটি টাকা আমাদের আয় হয়। সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো সাধারণ চাষি পর্যায়ে একদম সহজ মূল্যে যেন বীজ সরবরাহ করা যায় এবং বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে তারা যে বাজারে অতিরিক্ত মুনাফা লাভ করতে না পারে বাজারের ভারসাম্য রাখার জন্য সরকারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে নিউক্যাসেল

জয়ের ম্যাচে এমবাপের লাল কার্ড অস্বস্তিতে রিয়াল

নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর