ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণ লুট
১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

ঢাকার সাভারে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ব্যাগ ভর্তি স্বর্ণের গহনা ও নগদ টাকা লুটে নিয়েছে ডাকাত দল। প্রাইভেটকার যোগে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত দিলীপ দাস (৪৭) পাথালিয়া ইউনিয়নের গুপিনাথপুর দামপাড়া এলাকার মৃত দুলাল দাসের পুত্র। সে আশুলিয়ার নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের মালিক।
নিহতের ফুফাতো ভাই খোকন সরকার বলেন, তার ভাই দিলীপ দাস স্বর্ণের ব্যবসায়ী। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ব্যাগে করে নগদ টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণের গহনা নিয়ে বাড়িতে যাওয়ার সময় দোকানের সামনেই পেছন থেকে ডাকাত দলের সদস্যরা ব্যাগ ধরে টান দেয়। তখন দিলীপ পেছনে ঘুরে তাকালে চাপাতি দিয়ে মুখে, বুকেসহ বিভিন্ন স্থানে কুপিয়ে স্বর্ণের ব্যাগটি নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে মুমুর্ষ অবস্থায় দিলীপকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী স্বরস্বতি দাস বলেন, তাদের বাসা থেকে দোকান প্রায় এক কিলোমিটার দূরে। দোকানের শার্টার বন্ধ করে বাসার উদ্দেশ্যে বের হওয়ার সময় ডাকাতরা চাপাতি দিকে কুপিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে যায়। ব্যাগে স্বর্ণ ছাড়াও নগদ টাকা ছিল। তবে কি পরিমান টাকা ছিল তা বলতে পারেননি তিনি।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রেহান পারভেজ বলেন, রাত ৯টা ৪৫মিনিটে স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে হাসপাতালে নিয়ে আসে। তখন সে অজ্ঞান অবস্থায় ছিল। হাল্কা শ্বাস চলছিল। প্রাথমিক ট্রিটমেন দেওয়ার ২ থেকে ৩ মিনিটের মধ্যে সে মারা যায়।
তিনি আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে দিলীপের মৃত্যু হয়েছে। চাপাতির কোপে তার ফুসফুস, হার্ট বেরিয়ে যায়। ডান পাশের গাল সম্পূর্ণ কেটে যায়। পিঠেও গভীর ক্ষত ছিল।
এদিকে ডাকাতির ঘটনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পেলাম ৪ জন লোক স্বর্ন ব্যবসায়ী দিলীপ দাস যখন দোকান বন্ধ করে বের হচ্ছিলেন তখন পিছন থেকে আঘাত করে। পরবর্তীতে সে সামনে ঘুরলে সামনেও তাকে আঘাত করে। তার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগটি নিয়ে যায়। যাওয়ার সময় ধোঁয়া দেখা গেছে, এতে মনে হচ্ছে তারা ককটেল বিস্ফোরন ঘটিয়েছিল। এ ঘটনার পর নয়ারহাট বাজারের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পরেছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষ চারে নিউক্যাসেল

জয়ের ম্যাচে এমবাপের লাল কার্ড অস্বস্তিতে রিয়াল

নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

র্যাংগস ই-মার্টে শুরু হলো এসি কার্নিভাল

ঈদুল ফিতরে ২১ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল রূপান্তরে সহায়তা করলো জাতিকইজি

‘মঙ্গল’ নাম বদলে ক্ষোভ, ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা

এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে চীন

২১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বৈশাখের কালো ঘোড়া

কালবৈশাখী

বৈশাখ

আচানক এইসব দৃশ্য

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জে আরসা প্রদানসহ ছয় জনের ফের আট দিনের রিমান্ডে

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ সরদার বকুলের বিরুদ্ধে

ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি

কবিতায় বৈশাখ

দ্রুত সময়ে ময়মনসিংহে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

নববর্ষ ও বিজাতীয় আগ্রাসন

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর