মনোহরগঞ্জে মুঘল আমলে নির্মিত মসজিদটি স্থাপত্যের অনন্য এক নিদর্শন
১৫ মার্চ ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:২২ এএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর শাহী জামে মসজিদ। পৌনে ৪০০ বছর আগে নির্মিত মসজিদটি মুঘল আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। মসজিদের পাশে বিশাল আকারের নাটেশ্বর রাজার দিঘি। দিঘির পাড়ে আছে এক ধর্ম গুরুর মাজার। দিঘির শান্ত জলরাশির সঙ্গে মসজিদের নান্দনিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিদিনই দূর-দুরান্তের মানুষ এখানে ভিড় করেন।
কুমিল্লা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে মসজিদের অবস্থান হলেও কালের সাক্ষী হিসেবে ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনাটি মূলত তিন জেলার মিলনস্থলে পড়েছে। উত্তর-পশ্চিমে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা এবং দক্ষিণ-পশ্চিমে কিছু দূর এগোলেই নোয়াখালীর চাটখিল উপজেলা।
মসজিদের সৌন্দর্য বাড়িয়েছে নাটেশ্বর দিঘি। ৩৫ দশমিক ২৯ একর আয়তনের সুবিশাল দিঘির পাড়ে পূর্ব-উত্তর কোনে মসজিদের অবস্থান।
মনোহরগঞ্জের বাসিন্দা আবু ইউসুফ বলেন, এখানে মানুষের ভিড় করার আরেকটি কারণ হলো, দিঘির পূর্ব পাড়ে হজরত সৈয়দ শাহ শরিফ বাগদাদি নামের এক ধর্মগুরুর মাজার আছে। মসজিদ, দিঘি ও মাজার ঘিরে প্রতিনিয়ত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে।
প্রতœতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে ১৬৫৭ সালে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়। ৩৬৮ বছর আগে নির্মাণ করা হলেও মসজিদটির সৌন্দর্য এখনো অটুট। চুন-সুরকির মসজিদটি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করেন। অনেকে দূর-দূরান্ত থেকে এসে নামাজ আদায় করেন। মুঘল আমলে নির্মিত মসজিদটি তৎকালীন স্থাপত্যের অনন্য এক নিদর্শন। মসজিদটির বাইরের দৈর্ঘ্য ১৪ দশমিক ৪৮ মিটার ও প্রস্থ ৫ দশমিক ৯৪ মিটার। মসজিদের ওপরে তিনটি গম্বুজ আছে। আয়তাকার মসজিদটির পূর্ব দিকে তিনটি খিলানযুক্ত দরজা আছে, যার মধ্যে কেন্দ্রীয় দরজাটি অপেক্ষাকৃত বড়। দরজাগুলোর বিপরীত দিকে পশ্চিমে তিনটি মেহরাব আছে। কেন্দ্রীয় মেহরাবটি অন্য মেহরাব দুটির তুলনায় বড়।
মসজিদের চার কোণে চারটি বড় অষ্টভুজাকার মিনার আছে। এ ছাড়া কেন্দ্রীয় প্রবেশপথের ওপরে দুটি অষ্টভুজাকার মিনার আছে। কেন্দ্রীয় গম্বুজটি অপেক্ষাকৃত বড়। গম্বুজের ভেতরের অংশ পাতার নকশা। বাইরের অংশে চক্র নকশার কাজ। মসজিদের সামনের দেয়ালে ফারসি ভাষার শিলালিপি আছে। সেখানে মসজিদের প্রতিষ্ঠাতা হায়াতে আবদুল করিমের নাম লেখা আছে। এলাকাবাসীর কাছে তার পরিচয় নিয়ে দুই ধরনের মত প্রচলিত। একটি হলো, হায়াতে করিম দিঘি খননকারী নাটেশ্বর রাজার কর্মকর্তা ছিলেন। অন্যটি হলো, তিনি দিঘির পাড়ে থাকা মাজারের ধর্মগুরুর মুরিদ ছিলেন।
মসজিদ দেখতে আসা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্যামপুর গ্রামের আবদুল্লাহ আল মামুন বলেন, কয়েকবার মসজিদটি দেখতে এসেছেন। বিশেষ করে দিঘির পাড়ে মসজিদ হওয়ায় খুব সুন্দর লাগে। এখানে এলে মসজিদ ও দিঘির শান্ত জলরাশি দেখে মনটা শান্ত হয়ে যায়।
কুমিল্লায় ১৬৫৮ সালে প্রথম ঐতিহাসিক শাহসুজা মসজিদটি নির্মিত হয়। সেই বিবেচনায় শরীফপুর ও শাহসুজা মসজিদ দুটি সমসাময়িক বলে মনে করেন কুমিল্লার ইতিহাস গবেষক আহসানুল কবীর। তিনি বলেন, মুঘল শাসনামল থেকেই কুমিল্লা অঞ্চলে ইসলামের বিকাশ ঘটে। তখনই মনোহরগঞ্জের শরীফপুর ও কুমিল্লার শাহসুজা মসজিদ নির্মিত হয়। শরীফপুর মসজিদটি মুঘল আমলের স্থাপত্যের অনন্য নিদর্শন। নাটেশ্বর দিঘির পাড়ে একজন ধর্মগুরুর মাজার আছে। ধারণা করা হয়, তিনি বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য এ অঞ্চলে আসেন। এখনো ধর্ম-বর্ণ নির্বিশেষে তার অনেক ভক্ত আছে।
শরীফপুর শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সামছুদ্দোহা বলেন, ‘প্রতিদিনই অনেকে মসজিদটি দেখতে আসেন। বিশেষ করে শুক্রবার অনেক দূরের মানুষও এখানে নামাজ পড়তে আসেন। আমরা চেষ্টা করি মসজিদের সৌন্দর্য যেন নষ্ট না হয়।’
মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মোতাহার হোসেন চৌধুরী বলেন, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতœতত্ত্ব অধিদপ্তরের। তারা ইমাম-মুয়াজ্জিনের বেতনসহ সার্বিক বিষয় দেখাশোনা করেন। ছয় বছর আগে প্রতœতত্ত্ব অধিদপ্তর মসজিদে সংস্কারকাজ করেছিল। বর্তমানে মসজিদের সৌন্দর্য রক্ষায় জরুরি কিছু সংস্কার দরকার। কিন্তু প্রতœতত্ত্ব অধিদপ্তরের নিষেধ থাকায় তারা নিজস্ব উদ্যোগে কিছু করছেন না। প্রতœতত্ত্ব অধিদপ্তরে বিষয়টি জানিয়েছেন।
প্রতœতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের (কুমিল্লা কার্যালয়) আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান বলেন, শরীফপুর শাহী জামে মসজিদটি প্রতœতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করা। মসজিদের কিছু সংস্কার দরকার। তারা চেষ্টা করছেন। তিন জেলার সীমান্ত এলাকায় মসজিদ, দিঘি ও মাজার ঘিরে একটি প্রতœ পর্যটনকেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা আছে। তারা মসজিদের নান্দনিক সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করছেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য উপজেলা নির্বাহী অফিসার ১০টি বৈদ্যুতিক ফ্যান উপহার

সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইরান

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বদরগঞ্জে বিএনপির ৬ নেতা বহিস্কার

ইন্দুরকানীতে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিলেটে সন্ত্রাসী কায়দায় বয়কটের নামে হামলা, সন্দেহের তীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দিকে

‘হত্যাকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে’

নাসিরের ফেরার ম্যাচে গাজীর হার

ইজরাইল বিরোধী বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ময়মনসিংহ

আদমদীঘিতে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

”ময়মনসিংহ নগরীর খাল খনন, পকেট ভরছে কর্মকর্তাদের; দুর্ভোগ জনসাধারণের”

মুন্সীগঞ্জে ইসরায়েলী বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযঙ্গের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গাজাবাসীদের সমর্থনে হরতালে বিক্ষোভে সারা দেশ উত্তাল জনতার ঢল নেমেছিল মিছিলে

মিছিলে মিছিলে উত্তলা রংপুর মহানগরী

কেরানীগঞ্জে জুবায়ের হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চবি মিনারের বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে সিলেটের রাজপথে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

আমিকর্তি আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ১০টি ইরানি চলচ্চিত্র

গাজায় ইসরাইলের বর্বর গনহত্যার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ