ঘুম নেই কোটচাঁদপুরের দর্জিপাড়া কারিগরদের
২৩ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম

ঘুম নেই ঝিনাইদহের কোটচাঁদপুরে দর্জিপাড়ার কারিগরদের। ঈদে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। যেন দম ফেলার ফুরসত নেই। নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে অনেক দোকানি।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, সরগমর কোটচাঁদপুর পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দর্জি দোকান। কাপড় কাটার টেবিল, সেলাই মেশিনের খটখট শব্দ, আর সুই-সুতার কাজে ব্যস্ত কারিগরা। পাঞ্জাবি, কুর্তা, শাড়ি, লেহেঙ্গা, গাউন সব ধরনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এক্সপ্রেস সার্ভিসের জন্য অনেকে বাড়তি টাকা দিয়ে দ্রুত পোশাক বানিয়ে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাপড় কাটা, সেলাই ও কারুকাজ। ১০ রমজানের পর থেকে দর্জিরা পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছেন।
বিশেষ করে ১০-১৪ রমজানের মধ্যে অধিকাংশ দোকান অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। এখন কাজের চাপ অনেক বেশি। দর্জিরা দিনে ১৫-১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করছে। পৌর শহরের হাজী সুপার মার্কেটের কালাম ফিটিং এন্ড কাটিং টেইলার্সের মালিক কামাল হোসেন জানান, এখানকার দর্জিদের আলাদা খ্যাতি রয়েছে।
আশপাশে ৩-৪টি ইউনিয়নের মানুষ এ বাজারে চলাচলের কারণে এখানে পোশাক তৈরি করাতে আসেন। পোস্ট অফিস মোড়ের মডেল স্কুলের সামনের আক্কাস নামে এক দর্জি বলেন, ঈদের আগে ঘুমানোরও সময় নেই। সবাই চায় তাদের পোশাক সময় মতো হাতে পেতে, তাই দিনরাত কাজ করে যাচ্ছি। চাঁদরাত পর্যন্ত তাদের ব্যস্ততা থাকবে। এরপর কিছুটা স্বস্তি মিলবে। তবে তাদের পরিশ্রমের ফল হাজারো মানুষের ঈদের আনন্দে ফুটে উঠবে। মেইন বাজারে নিউ ফ্যাশান দর্জি দোকানের মালিক কবির হোসেন বলেন, বাচ্চাদের ও বড়দের সব ধরনের পোশাক তৈরি করছি। ঈদের মৌসুম ভালোই যাচ্ছে। গতবারের তুলনায় এবার কাজের চাপ বেশি। শবে বরাতের পর থেকে দোকানে অর্ডারের লাইন লেগে গেছে। কলেজ বাস স্ট্যান্ডের আলামিন টেইলার্সের মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, এবার অনেক কাজের চাপ। এরই মধ্যে অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছি। এবার বিশেষ করে থ্রিপিস, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও হিজাবের চাপ বেশি।
তিনি আরোও বলেন, প্রতিটি থ্রিপিস বানাতে আমরা নিচ্ছি ২৫০ থেকে ৩০০ টাকা। এছাড়া শার্ট ৩৫০, প্যান্ট ৪০০ ও পাঞ্জাবি ৫০০ টাকা। আলাদা ডিজাইনের বাড়তি টাকা দিতে হচ্ছে। তবে খরচ আগের মতোই আছে। আসাননগর কুল্লগাছা এলাকার তাইজুল ইসলাম বলেন, ঈদে ছেলে ও ভাইজির জন্য জামা বানাতে এসেছি। এখন এসে শুনি অর্ডার নেওয়া বন্ধ। পাশের এক দোকানি পরিচিত ছিলেন, তিনি নিলেন, কিন্তু মুজুরি বেশি টাকা ধরলেন। ৩টি থ্রিপিস বানাতে মজুরি নিয়েছেন ১৩শ’ টাকা। গত বছরও এ মজুরি ছিল ৯শ’ টাকা। একই কথা বলছেন বকশিপুর গ্রাম থেকে আসা তানিয়া বেগম। তিনি বলেন, এবার দর্জিরা অনেক আগে থেকে অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন। আমরা নিম্নআয়ের মানুষ যার কারণে একটু বিপাকে পড়েছি। আগে থেকে অর্ডার দিলে একটু ভালো হতো কম খরচে পাওয়া যেত। বেশি হলেও তৈরি করতে হবে বাচ্চাদের আনন্দ বলে কথা।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য উপজেলা নির্বাহী অফিসার ১০টি বৈদ্যুতিক ফ্যান উপহার

সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইরান

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বদরগঞ্জে বিএনপির ৬ নেতা বহিস্কার

ইন্দুরকানীতে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিলেটে সন্ত্রাসী কায়দায় বয়কটের নামে হামলা, সন্দেহের তীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দিকে

‘হত্যাকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে’

নাসিরের ফেরার ম্যাচে গাজীর হার

ইজরাইল বিরোধী বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ময়মনসিংহ

আদমদীঘিতে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

”ময়মনসিংহ নগরীর খাল খনন, পকেট ভরছে কর্মকর্তাদের; দুর্ভোগ জনসাধারণের”

মুন্সীগঞ্জে ইসরায়েলী বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযঙ্গের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গাজাবাসীদের সমর্থনে হরতালে বিক্ষোভে সারা দেশ উত্তাল জনতার ঢল নেমেছিল মিছিলে

মিছিলে মিছিলে উত্তলা রংপুর মহানগরী

কেরানীগঞ্জে জুবায়ের হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চবি মিনারের বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে সিলেটের রাজপথে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

আমিকর্তি আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে ১০টি ইরানি চলচ্চিত্র

গাজায় ইসরাইলের বর্বর গনহত্যার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ