রাতের খুলনা সিটি যেন ভুতুড়ে নগরী
২৫ মার্চ ২০২৫, ০১:০৭ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:০৭ এএম

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের সড়কগুলোতে রাত নামলেই নেমে আসে ঘোর অন্ধকার। সড়কবাতি না থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে হাতে টর্চ লাইট জ্বালিয়ে পথ চলছেন, যেন কোনো গ্রামীণ জনপদে বসবাস করছেন তারা!
খুলনা নগরীর ফুলবাড়ি গেট, মহেশ্বরপাশা, তেলীগাতী, মানিকতলা এলাকাবাসীর অভিযোগ, বহু আগেই এসব সড়কে বৈদ্যুতিক খুঁটি বসানো হলেও সেখানে বাতি লাগানো হয়নি। ফলে সন্ধ্যার পরই এসব এলাকা এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে যায়। পথচারীরা আতঙ্কে থাকেন, কখন কী ঘটে যায়! বিশেষ করে অফিস ফেরত চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়।
মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন বলেন, আমাদের এলাকায় খুঁটি থাকলেও বাতি নেই। রাত হলে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে। কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছুই বোঝা যায় না।
একই কথা বললেন তেলীগাতী এলাকার সেলিমা বেগম, আমাদের বাসার সামনে খুঁটি আছে, কিন্তু বাতি নেই। রাত হলে ছেলে-মেয়েদের নিয়ে বের হওয়া খুবই ভয়ংকর হয়ে ওঠে।
অন্যদিকে, পাবলা এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাতি না থাকায় রাতে দোকান বন্ধ করেই বাড়ি ফিরতে হয়। সন্ধ্যার পর এলাকাটা ভূতুড়ে হয়ে যায়।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) বলছে, এসব এলাকা মূল নগরীর সীমানার মধ্যে থাকলেও মফস্বল লাগোয়া হওয়ায় কিছু জায়গায় এখনো সড়ক বাতি সংযোজন করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের ভাষ্য, অনেক বাসিন্দার বসতবাড়ি নগর সীমানার বাইরে হলেও তারা কেসিসির বাতির দাবি করছেন, যা বাস্তবায়ন করা কঠিন।
এ বিষয়ে কেসিসির নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) চলতি দায়িত্ব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা প্রতিনিয়ত নতুনবাতি সংযুক্ত করছি এবং সড়কবাতি স্থাপনের কাজ সব সময় চলমান। অনেক বাসিন্দার বসতবাড়ি নগর সীমানার বাইরে হলেও তারা কেসিসির বাতির দাবি করছেন। নগরীতে আমাদের কোন এলাকায় বাতি সংকট নেই। তবে সুনির্ষ্টি কোন তথ্য পেলে আমরা তাৎক্ষনাৎ ব্যবস্তা গ্রহন করি।
নগরীর মানিকতলার বাসিন্দা তাছলিমা আক্তার বলছেন, অন্ধকারাচ্ছন্ন সড়কের কারণে তারা রাতে জরুরি কাজ থাকলেও একা বের হতে ভয় পান।
একই এলাকার কলেজছাত্রী রিমা আক্তার বলেন, ‘প্রাইভেট শেষ করে ফিরতে রাত হয়। কিন্তু রাস্তায় এতটাই অন্ধকার যে ভয় লাগে।’
একই এলাকার গৃহিণী শারমিন সুলতানা বলেন, ‘এলাকার মেয়েরা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পায়। আমরা চাই, দ্রুত সড়ত বাতির ব্যবস্থা নেয়া হোক।’
সড়ক বাতির অভাবে খুলনার এই এলাকাগুলো যেন এক অদ্ভুত অন্ধকারে বন্দি হয়ে আছে। স্থানীয়দের দাবি, দ্রুততম সময়ের মধ্যে সড়ক বাতি স্থাপন করা হোক। অন্যথায় নিরাপত্তাহীনতা আরও প্রকট হয়ে উঠবে এবং অপরাধ প্রবণতা বাড়তে পারে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অবশেষে চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল,স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য উপজেলা নির্বাহী অফিসার ১০টি বৈদ্যুতিক ফ্যান উপহার

সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইরান

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বদরগঞ্জে বিএনপির ৬ নেতা বহিস্কার

ইন্দুরকানীতে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিলেটে সন্ত্রাসী কায়দায় বয়কটের নামে হামলা, সন্দেহের তীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দিকে

‘হত্যাকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে’

নাসিরের ফেরার ম্যাচে গাজীর হার

ইজরাইল বিরোধী বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ময়মনসিংহ

আদমদীঘিতে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

”ময়মনসিংহ নগরীর খাল খনন, পকেট ভরছে কর্মকর্তাদের; দুর্ভোগ জনসাধারণের”

মুন্সীগঞ্জে ইসরায়েলী বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযঙ্গের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

গাজাবাসীদের সমর্থনে হরতালে বিক্ষোভে সারা দেশ উত্তাল জনতার ঢল নেমেছিল মিছিলে

মিছিলে মিছিলে উত্তলা রংপুর মহানগরী

কেরানীগঞ্জে জুবায়ের হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চবি মিনারের বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে সিলেটের রাজপথে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল