ঢাকা   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
প্রতিরোধ কর্মসূচি থেকে অর্জিত জ্ঞান সবার সামনে তুলে ধরলো ইউএন উইমেন বাংলাদেশ

নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে করণীয় কী?

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১০ মে ২০২৩, ০৬:৪১ পিএম | আপডেট: ১০ মে ২০২৩, ০৬:৪১ পিএম

ইউএন উইমেন বাংলাদেশ আজ (১০ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) একটি লার্নিং শেয়ারিং অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ (কমব্যাটিং জেন্ডার-বেইজড ভায়োলেন্স- সিজিবিভি) প্রকল্পের সফলতা সবার সামনে তুলে ধরা হয়। কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য ছিল দেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর কৌশল নির্ধারণ করা। রিসার্চ, মনিটরিং, ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন ও ইনোভেটিভ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে এই প্রকল্পের অধীনে প্রাতিষ্ঠানিক ও আচরনগত পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে, যা সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক ভ‚মিকা পালন করছে।

বৈশ্বিক তথ্য-উপাত্ত অনুসারে, প্রায় ৭৩ কোটি ৬০ লাখ (৭৩৬ মিলিয়ন) নারী, অর্থাৎ বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ নারী জীবনে কমপক্ষে একবার হলেও শারীরিকভাবে ইন্টিমেট পার্টনার অথবা নন-পার্টনার এমন কারও কাছ থেকে যৌন সহিংসতার শিকার হয়েছেন। বাংলাদেশের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নারী তাদের পুরুষ সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন।

প্রিভেনশন প্রোগ্রামিং -এর কার্যকারিতাকে মাথায় রেখে, ইউএন উইমেন ২০১৮ সাল থেকে সিজিবিভি প্রকল্পটি পরিচালনা করে আসছে, যা লিঙ্গ-ভিত্তিক সহিংসতার মোকাবেলায় প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করে। অনুষ্ঠানে প্রোগ্রাম কোর্ডিনেটর শ্রবনা দত্ত এই প্রকল্পের ফলাফল উপস্থাপন করেন। তিনি এই প্রকল্পের একটি উলে­খযোগ্য সাফল্য হিসেবে এভিডেন্স (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২২ কে উল্লেখ করেন। ইউএন উইমেনের সহযোগিতায় সুশীল সমাজ, নারী অধিকার নিয়ে কাজ করেন এমন অ্যাক্টিভিস্ট এবং দ্য রেইপ ল’ রিফর্ম কোয়ালিশনের ৪ বছর মেয়াদি অ্যাডভোকেসির মাধ্যমে এই আইনে সংশোধনী নিয়ে আসা সম্ভব হয়েছে। যার ফলে, এখন থেকে আদালতে ধর্ষনের মামলায় ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না ও আদালতে এ সংক্রান্ত ডিজিটাল প্রমাণ উপস্থাপন করার সুযোগ থাকবে।

৫ বছরের বেশি সময় ধরে সিজিবিভি প্রকল্পটি নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে পুরুষতান্ত্রিক মানসিকতা ও বৈষম্যম‚লক আচরনের পরিবর্তন ঘটাতে পরিবার, কমিউনিটি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করেছে। এই প্রকল্পে কমিউনিটি মোবিলাইজেশন অ্যাপ্রোচ ‘সাসা! টুগেদার’ ও পরিবারভিত্তিক প্রতিরোধের উপায় ‘সম্মান ও সমতার জীবন’ সহ বৈশ্বিকভাবে সমাদৃত বিভিন্ন প্রতিরোধ মডেল প্রয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান। তিনি বলেন, “পুরুষদের যতো বেশি আমরা এ ধরনের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করবো, সমতা অর্জন ও নারীর বিরুদ্ধে সহিংসতা হ্রাস করা আমাদের জন্য ততো বেশি সহজ হবে।”তিনি আরও বলেন, “সরকার, অলাভজনক সংস্থা এবং সুশীল সমাজ সংশ্লিষ্ট সংস্থা -আমরা সবাই একসাথে কাজ করতে চাই। নারীর প্রতি সহিংসতা হ্রাসে আমরা সবাইকে সম্পৃক্ত করার ব্যাপারে প্রত্যাশী।”

২০০৯ সালে আদালত সরকারি ও বেসরকারি কর্মস্থলে যৌন হয়রানির ক্ষেত্রে জিরো-টলারেন্স নীতি বাস্তবায়নে কিছু নির্দেশনা প্রদান করে। অনুষ্ঠানে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সিজিবিভি প্রকল্প থেকে গৃহীত কিছু পদক্ষেপের ফলাফল উপস্থাপন করা হয়। যেমন- ১২টি সরকারি ও বেসরকারি কর্মস্থলে যৌন হয়রানির ক্ষেত্রে জিরো-টলারেন্স নীতি প্রাতিষ্ঠানিকীকরণ, ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অভিযোগ নিরসন কমিটি (কমপ্লেইন্ট কমিটি) প্রতিষ্ঠা ও কমপ্লায়েন্সের জন্য অতিরিক্ত ৭৮টি কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। ইউএন উইমেনের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, “এত অল্প সময়ে সাফল্য অর্জনের বিবেচনায় প্রোগ্রামটি আসাধারণ। আমাদের সামগ্রিকভাবে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করার পদ্ধতি হবে ইন্টারসেকশনাল। এর অর্থ হল পরিবর্তন আনতে আমাদের সকল লিঙ্গ ও বিশ্বাসের মানুষদের অন্তর্ভুক্ত করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সুলতানা কামাল বলেন, “আমাদের মানবতা ও বিশ্বাসের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা যদি তা করতে পারি, তবেই সংখ্যাগতভাবে নারীর প্রতি সহিংসতা আমরা কমিয়ে আনতে পারবো”

ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, “প্রতিরোধ কর্মস‚চি কার্যকর ফলাফল দেয়। এই ধরণের কর্মস‚চি বাস্তবায়নে আমাদের বিনিয়োগ বাড়ানো উচিত। এই পরিবর্তন ত্বরান্বিত করতে একযোগে কাজ করার এখনই সময়।”

তিনি বৈশ্বিক তথ্য-উপাত্তের ওপর নির্ভরশীল প্রতিরোধ কর্মস‚চির কার্যকারিতার ওপর গুরুত্বারোপ করে জানান, আফ্রিকা ও এশিয়ার ১২টি দেশে ইউকে এইডের সহায়তায় পরিচালিত ‘হোয়াট ওয়ার্কস টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’ শীর্ষক প্রোগ্রাম থেকে দেখা যায়, প্রতিরোধ কার্যক্রমের সাহায্যে নারী ও কিশোরীর প্রতি সহিংসতার হার কমিয়ে আনা যায়।

ইউএন উইমেন এশিয়া ও প্যাসিফিকের প্রোগ্রাম স্পেশালিস্ট মেলিসা আলভারাডো বলেন, “এ প্রোগ্রাম প্রিভেনশন প্রোগ্রামিং এ বেশ কিছু এভিডেন্স তৈরি করতে পেরেছে, যা নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সহায়ক ভ‚মিকা পালন করবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে লিঙ্গ সমতা অর্জনের দায়িত্ব ছেড়ে দিতে পারি না, আমাদেরই এ দায়িত্ব নেয়া উচিত। এ নিয়ে আমাদের এখনই কাজ করতে হবে।”

অনুষ্ঠানে সিজিবিভি প্রকল্প চলাকালীন অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। এসময় তৃণম‚ল থেকে আগত অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা লিঙ্গ-ভিত্তিক সহিংসতা কার্যকরভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে এর পেছনের ম‚ল কারণগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান; ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং; ইউএন উইমেনের এন্ডিং ভায়োলেন্স এগেনস্ট উইমেন বিশেষজ্ঞ মেলিসা আলভারাদো, ব্যারিষ্টার সারা হোসেইন সহ বিশেষজ্ঞ, স্থানীয় বাস্তবায়নকারী ও তৃণম‚লের প্রতিনিধিরা।


বিভাগ : অভ্যন্তরীণ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বেতুয়া নদী পুনর্খনন কাজ উদ্বোধন
মোংলায় হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী
প্রিন্সিপালের অনিয়মের বিরুদ্ধে হাতিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
মশার উপদ্রবে অতিষ্ঠ পাকুন্দিয়া পৌরবাসী
সালথায় দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৫ বাড়িঘর ভাঙচুর
আরও

আরও পড়ুন

ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা

ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল

মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের  শুভেচ্ছা জ্ঞাপন

মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের  শুভেচ্ছা জ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার

মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন  কর্মসূচি পালিত

মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত

বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন

বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন

পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি

পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি

টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী

টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী

ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন

ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন

কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি

কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি

আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি

আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি

পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক

কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল

বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬

তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬

আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম

আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ