কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের পিটুনিতে যুবলীগ নেতা নিহত
১৩ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাত থেকে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে গতকাল শনিবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।
এরআগে শুক্রবার রাতে চরপার্বতী ২নং ওয়ার্ডের রহিমিয়া এতিমখানার পাশে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। নিহত আবদুল কাদের মিলন চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের ছেলে এবং পেশায় একজন ঠিকাদারী ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারী ব্যবসার সাথে যুক্ত ছিলেন। গত ৫ আগস্টের পর অনেকটা গা ঢাকা দিয়ে থাকতেন। গত সপ্তাহে ওমরাহ শেষ করে এক নিকট আত্মীয় স্ট্রোকরোগীকে দেখতে গত শুক্রবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। চৌধুরীহাট-আমতলী রোডের ২৪ ঘণ্টা এলাকায় ওৎ পেতে থাকা ২০-২২ জনের সন্ত্রাসীদল পথ রোধ করে সিএনজি থেকে নামিয়ে মিলনকে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ দুই দফায় গেলেও তাকে উদ্ধার করতে পারেনি। এক পর্যায়ে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে গত শনিবার সকালে ঢাকার অদূরে কাঁচপুর এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই আব্দুর রহীম রাকিব বলেন, রাত ৯টার দিকে আমার ভাই মিলনের ফোন পেয়ে দাগনভূঞা থেকে নিজ সিএনজি যোগে ফেরার পথে চুয়ানির টেক এলাকায় আমাদের সিএনজিকে অনুসরণ করে ২-৩টি মোটরসাইকেল। বিষয়টি আমার ভাই মিলন বুঝতে পেরে তার মামা শ^শুর যুবদল নেতা মাইন উদ্দিনকে মোবাইলে অবগত করেন। এরমধ্যে মোটরসাইকেল আরোহীরা আমাদের সিএনজির গতিরোধ করে এবং আমার ভাই মিলনকে ছিনিয়ে নিয়ে রহিমিয়া এতিমখানার সামনে নিয়ে যায়। সেখানে তাকে লোহার পাইপ দিয়ে ৪ ঘণ্টা আটকে রেখে দফায় দফায় পিটিয়ে গুরুতর জখম করে। যুবদল নেতা মাইন উদ্দিন তাকে বাঁচাতে গেলেও হামলাকারীদের তোপের মুখে পড়ে তিনি চলে যান। পুলিশ নিয়ন্ত্রণ না করলে আমাকেও হত্যা করতো সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা বলে, দুটো ব্যাগে অস্ত্র ছিল সেগুলো কি করছিস, এটা বলে কাপড়চোপড় ও মালামালের দুটো ব্যাগও নিয়ে যায়। নিহতের ভাই আবদুর রহিম রাকিব বাদী হয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন। নিহতের স্ত্রী বিবি জুলেখা বলেন, জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই। তবে বারবার তাকে প্রশ্ন করলেও হতাকান্ডের সাথে কারা কারা জড়িত তাদের নাম বলতে পারেনি। নিহত মিলনের ব্যবহৃত মুঠোফোনটিও নিয়ে গেছে হত্যাকারীরা। ওই মুঠোফোনে সব ধরনের তথ্য সংরক্ষিত রয়েছে বলে তিনি দাবি করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। রাতে তাকে আটকের খবর পেয়ে পুলিশের দু’টি দল ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

রামুতে টহল পুলিশের গাড়ীতে ডাকাতিকালে এক ডাকাত আটক

ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার সংগ্রামে পূর্ণ সমর্থন রয়েছে--ফিলিস্তিনি সংহতি কমিটি বাংলাদেশ

বাংলাদেশে বিশ্বখ্যাত ৪ এআইওটি ব্র্যান্ড নিয়ে এলো আকিজ টেলিকম

এশিয়াটিকের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি ক্ষুদ্র উদ্যোগের বিকাশ

কিছুটা কমল স্বর্ণের দাম

৩ বছর পর ময়মনসিংহ জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময়

৩৬ কোম্পানির নিবন্ধন বাতিল

আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে ঘোষণার আগ পর্যন্ত রাজপথে থাকবো : এনসিপি নেতৃবৃন্দ

‘ইউএমপি’ ব্যবহারে ফিরবে গতি

ঘুষ কেলেঙ্কারীর অভিযোগে লালমনিরহাট চীফ জুডিশিয়াল আদালতের নাজিরকে বহিস্কারের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ

কুলাউড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ আটক- ২

রাজউককে আর হাউজিং করতে দেয়া যাবে না: রিজওয়ানা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই- উপাচার্য

দৌলতপুরে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী শতভাগ অনুপস্থিত

শ্রীমঙ্গলে অবৈধ বালু ও মাটি উত্তোলন অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কুয়েট শিক্ষার্থীরা চাইছেন পদত্যাগ, ভিসি বললেন আমার ওপর নির্ভর করছে না

ফের দেশকে অস্থিতিশীল করার নীলনকশায় ফ্যাসিস্ট জাহাঙ্গীর

কাশ্মীরে হামলার ঘটনায় সন্দেহভাজন তিন জনের স্কেচ প্রকাশ

ভারতের বিরুদ্ধে ক‚টনৈতিক যুদ্ধ ঘোষণা করুন ভারতীয় হাইকমিশনে গণমিছিল কর্মসূচিতে মাওলানা মামুনুল হক