দৌলতদিয়া পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক সরদার (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ফারুক দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মÐলপাড়ার পল্লী চিকিৎসক শহিদ সরদারের ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। গত শনিবার দিনগত রাত ৯ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোবাইল ফোনে বাকবিতন্ডার জের ধরে উত্তেজিত হয়ে ফারুক হোসেন ও অপর যুবক আলামিন যৌনপল্লী এলাকায় আসে। এসময় অপর পক্ষ তাদের ওপর হামলা চালিয়ে ফারুক হোসেন ও আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর দৌলতদিয়া যৌনপল্লীতে হামলা, লুটপাট, মারধর করাসহ মাদক, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলে আসছে। পুজা উপলক্ষে মেলার জুয়া ও চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে ফারুক ও রিপনের মধ্যে বেশ কয়েকদিন ধরে দ্ব›দ্ব চলছিল। এ দ্ব›েদ্বর জেরে দুদিন আগে দু’গ্রæপের মধ্যে মারধরের ঘটনা ঘটে। গত শনিবার রাতে ফারুক লোকজন নিয়ে রিপনের দোকানে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে রিপনের লোকজন।
নিহত ফারুকের ভাই মনিরুজ্জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজা শুরুর দিন থেকে দৌলতদিয়া রেলস্টেশনের পাশে মেলা বসেছে। ওই মেলায় জুয়ার আসর বসায় রিপন ও তার লোকজন। মেলার বিভিন্ন দোকান থেকে প্রতিদিন তারা চাঁদাও তুলে আসছিল। তাদের জুয়ার আসর বসানো ও চাঁদাবাজির প্রতিবাদ করছিল ফারুক।
তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে রিপনের মুদি দোকানে গিয়ে আবারও তাকে চাঁদাবাজি ও জুয়ার আসর বন্ধ করতে বলে। এতে রিপন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ফারুকের মাথা, পিঠ, দুই পা ও বাম হাতে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে দ্রæত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, চাঁদা তোলাকে কেন্দ্র করে দুগ্রæপের মধ্যে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা থেকে এ হত্যাকাÐ ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটন সহ অভিযুক্ত রিপনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত
নির্বাচন যত দ্রুত হবে, জনগণের কাছে তত গ্রহনযোগ্য হবে- মির্জা ফখরুল
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী