সীতাকুণ্ডে নতুন পদ্ধতিতে দেশি মুরগি পালনে সাফল্য
সীতাকুণ্ডে নতুন পদ্ধতিতে দেশি মুরগি পালনে লাভের মুখ দেখছেন মুরাদপুর ইউনিয়নের খামারি শাহানা বেগম। শাহানার স্বপ্ন ছিল একটি দেশি মুরগি খামার গড়ার। সেই লক্ষ্যে তিনি বাড়ির আঙিনায় খালি জায়গায় দেশি মুরগি খামার নির্মাণের সিদ্ধান্ত নেন। দেশি মুরগি উৎপাদনের উপর ইপসার একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
সেখানে ইপসার প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম সরোয়ারের সাথে তার দেশি মুরগির প্যারেন্টস্টক খামারের কথা শেয়ার করেন। ইপসার...