চুরি হচ্ছে তেল, ঠকছেন ভোক্তারা
অসাধু কিছু পেট্রোল পাম্প কর্মচারী ও মালিকের যোগসাজশে দুর্মূল্যের এই বাজারেও কষ্টার্জিত টাকায় কেনা তেল সঠিক পরিমাণে পাচ্ছেন না গ্রাহকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠা এসব বিভিন্ন পেট্রোল পাম্পে সুক্ষ কারসাজির মাধ্যমে অর্ডারের তুলনায় গ্রাহককে দেয়া হচ্ছে কম তেল। বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জালিয়াতি। তবে পুরো দাম নিয়েও পরিমাণে কম তেল...