ফের অগ্নিগর্ভ ভারতের মনিপুর, নিহত ১, আক্রান্ত মন্ত্রীর বাড়ি
ফের জ্বলছে মনিপুর। বুধবার বিকেল থেকে রাজধানী ইমফলের সংঘাত ছড়িয়ে পড়েছে রাজ্যে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলেছে মনিপুরের বিভিন্ন প্রান্তে উপজাতি মেইতেই সম্প্রদায় এবং নাগা, কুকি এবং ঝমো উপজাতিদের মধ্যে। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক যুবক। -এই সময়, গণশক্তি
রাজধানী ইমফলে রাজ্যের পূর্তমন্ত্রী কেথজম গোবিন দাসের বাসভবন আক্রান্ত হয়েছে। বাড়িটিতে লুটপাট চালানোর পর আগুন লাগিয়ে দেওয়া হয়। গোটা মনিপুরেই...