অঙ্গ পাচারের মামলায় সস্ত্রীক দোষী নাইজেরিয়ার সিনেটর
২৪ মার্চ ২০২৩, ০৮:৩১ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৩:৪১ এএম
ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, নাইজেরিয়ার সিনেটর আইক একওয়েরেমাডু, তার স্ত্রী এবং একজন মেডিকেল মধ্যস্থতাকারীকে কিডনি প্রতিস্থাপনের লক্ষ্যে এক ব্যক্তিকে ব্রিটেনে পাচার করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। একওয়েরেমাডু এবং তার স্ত্রী বিয়েট্রিস ঐ লোকের কিডনি তাদের মেয়ে সোনিয়াকে দেয়ার পরিকল্পনা করেছিলেন, যিনি কিডনি রোগে ভুগছেন। ব্রিটিশ সরকারি কৌঁসুলিরা বলছেন, লেগোসের ২১-বছর বয়সী হকার এই ভুক্তভোগীকে আট হাজার ডলার এবং ব্রিটেনে সুন্দর জীবনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। ঐ ব্যক্তি বলছেন, হাসপাতালে ডাক্তারদের সাথে দেখা হওয়ার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে কী ঘটতে চলেছে। ব্রিটেনের আধুনিক দাসত্ব-বিরোধী আইনের আওতায় একওয়েরেমাডু দম্পতি এবং একজন ডাক্তার, যিনি তাদের সাহায্য করেছিলেন, তারাই প্রথম ব্যক্তি যারা অঙ্গ পাচারের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী মে মাসে তাদের সাজা ঘোষণা করা হবে। একওয়েরেমাডু ২০০৩ সাল থেকে নাইজেরিয়ায় একজন নির্বাচিত সিনেটর ছিলেন। তিনি একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসরেরও দায়িত্ব পালন করেছেন। লন্ডনে ওল্ড বেইলি আদালতের শুনানি থেকে জানা যায়, ঐ কিডনি একওয়েরেমাডু দম্পতির মেয়ে সোনিয়ার জন্য জোগাড় করা হচ্ছিল। কিন্তু তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে। মামলার শুনানি থেকে জানা যাচ্ছে, লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে ৮০ হাজার পাউন্ড ব্যয়ে প্রাইভেট ট্রান্সপ্লান্টের জন্য ভুক্তভোগীকে গত বছর ব্রিটেনে আনা হয়। কৌঁসুলিরা বলছেন, তাকে ৭,০০০ পাউন্ড পর্যন্ত নগদ অর্থ দেয়ার প্রস্তাব দেয়া হয়। অভিযোগ করা হয় যে, মামলার আসামীরা কোন পারিবারিক সম্পর্ক না থাকলেও রয়্যাল ফ্রি হাসপাতালের ডাক্তারদের বোঝানোর চেষ্টা করে যে ঐ ব্যক্তি সোনিয়ার চাচাতো ভাই। কিডনি জটিলতার জন্য সোনিয়াকে প্রতি সপ্তাহে হাসপাতালে ডায়ালাইসিস নিতে হয়। ব্রিটেনে কিডনি দান বৈধ হলেও কোন অর্থ বা অন্যান্য বৈষয়িক সুবিধা দেয়া হলে সেটা অপরাধের তালিকায় পড়ে। কয়েকটি কারণে রয়্যাল ফ্রি হাসপাতালের কনসালট্যান্ট ড. পিটার ডুপন্ট সিদ্ধান্ত নেন যে, কিডনি দাতা ঐ ট্রান্সপ্লান্টের জন্য অনুপযুক্ত। কারণগুলোর মধ্যে অন্যতম ছিল, অপারেশনের ঝুঁকি সম্পর্কে ভুক্তভোগী কোন কাউন্সেলিং বা পরামর্শ পান নি, এবং আজীবন সেবা যতেœর জন্য তার কাছে প্রয়োজনীয় অর্থ নেই। আদালতের শুনানি থেকে জানা যায়, এরপর একওয়েরেমাডু দম্পতি তুরস্কে গিয়ে এই অপারেশনের জন্য অন্য একজন কিডনি দাতা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। যুবকটি লন্ডন থেকে পালিয়ে গিয়ে সারে কাউন্টির শহর স্টেইনসে পুলিশ থানায় গিয়ে এব্যাপারে কান্নাকাটি করার পর এবিষয়ে তদন্ত শুরু হয়। দু’হাজার একুশ সালে একওয়েরেমাডু তার মেয়ের জন্য একজন কিডনি দাতা খুঁজে বের করার দায়িত্ব দেন তার ভাই ডিওয়ে একওয়ারেমাডুকে, কারণ তার মেডিকেল প্রশিক্ষণ রয়েছে। ডিওয়ে একওয়ারেমাডু, যিনি নাইজেরিয়াতে থাকেন, তখন দক্ষিণ লন্ডনের সাদার্কে তার একজন প্রাক্তন সহপাঠী ডা. ওবেটার কাছে যান, যিনি সম্প্রতি একজন নাইজেরিয়ান দাতার কাছ থেকে রয়্যাল ফ্রি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেছিলেন। ডা. ওবেটা এরপর একটি মেডিকেল ট্যুরিজম কোম্পানি ভিনটেজ হেলথ গ্রুপের ডাক্তার ক্রিস অ্যাগবো এবং অন্য একজন এজেন্টের মাধ্যমে কিডনি দাতার জন্য ভিসার ব্যবস্থা করেন বলে আদালতকে জানানো হয়। ডা. ওবেটাকে যিনি কিডনি দিয়েছিলেন ঐ ব্যক্তিকে ভুক্তভোগী চিনতেন। এই ব্যক্তি লেগোসের একটি স্ট্রিট মার্কেটে মোবাইল ফোনের অ্যাকসেসরিজ বিক্রি করতেন। সেখান থেকে এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তার সাথে যোগাযোগ করা হয়। একওয়েরেমাডু দম্পতি এবং ডা. ওবেটা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী