লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ এএম
আগের দুই বছর লিভারপুলের হৃদয় ভাঙা ম্যানচেস্টার সিটি এবারও লীগের মাঝপথ পেরুনোর আগেই ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। আরেক প্রতিদন্দ্বী আর্সেনালও ঢের পিছিয়ে।এই সুযোগ যে হাতছাড়া করতে চাইনা লিভারপুল।আগেই শীর্ষস্থান সুনিশ্চিত করা অলরেডসরা লেস্টার সিটিকে হারিয়ে নিজেদের নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল।
জর্ডান আইয়ুর গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান কোডি হাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নিয়ে প্রিমিয়ার লিগে শততম ম্যাচের মাইলফলক রাঙান কার্টিস জোন্স। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মোহামেদ সালাহ।
১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪২, দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৭ পয়েন্ট বেশি। তাদের হাতে ম্যাচও বেশি আছে একটি।
লেস্টারের বিপক্ষে লিভারপুলের আধিপত্যের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। প্রায় ৬৯ শতাংশ পজেশন ধরে রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে সফরকারীদের ৪ শটের একটি লক্ষ্যে ছিল।।
ম্যাচের ষষ্ট মিনিটেই ষষ্ঠ গোল হজমে পিছিয়ে পরার পরেও ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখা লিভারপুল ম্যাচে ফের প্রথমার্ধের যোগ করা সময়ে। আলেক্সিস মাক আলিস্তেরের পাস ধরে বক্সের বাইরে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ের শটে গোলটি করেন ডাচ ফরোয়ার্ড হাকপো।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। বক্সে সালাহর পাস খুঁজে পায় মাক আলিস্তেরকে। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের কাট-ব্যাকে ছয় গজ বক্সে পা ছুঁয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জোন্স।
৬২তম মিনিটে কাছ থেকে দারউইন নুনেসের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি লেস্টার গোলরক্ষক। একটু পর হাকপোর হেডও ঠেকান তিনি।
৬৫তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে হাকপো জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ভিএআরে দীর্ঘ সময় রিপ্লে দেখে ওই সিদ্ধান্ত বহাল রাখা হয়। বিল্ডআপের সময়ে সামান্য ব্যবধানে অফসাইডে ছিলেন নুনেস।
৮২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন সালাহ। হাকপোর পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড।
চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা সালাহর গোল হলো ১৭ ম্যাচে ১৬টি, দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হলান্ডের চেয়ে তিনটি বেশি।
দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে হারা চেলসি ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারানো নটিংহ্যাম ফরেস্ট
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
চুয়াডাঙ্গায় স্যালোমেশিন ইঞ্জিনচালিত অবৈধ যানবাহনের ধাক্কায় এক কৃষক নিহত
কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
সিলেটে সমাজ সংস্কারে আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছেন : আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক
বিরলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বড় পর্দায় প্রথম তাঁরা, কেমন ছিল অনুভূতি
সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: তথ্য উপদেষ্টা
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান