খোলা বাজারে বিক্রি হচ্ছে জাতিসংঘের ত্রাণের পণ্য
২৫ মার্চ ২০২৩, ০৮:১৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ১০:২৬ এএম
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাস্তায় দোকানগুলো বিনামূল্যে দেওয়া জাতিসংঘের ত্রাণ সামগ্রী বিক্রি করছে। সেসব পণ্যের গায়ে লেখা- বিক্রয়ের জন্য নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিক্রয়ের জন্য না হওয়ার পরও এসব পণ্য টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে। স্কাই নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তাদের একটি তদন্তকারী দল ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে এমন কর্মকা-ের প্রমাণ পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাস্তায় দোকানগুলো বিনামূল্যে দেওয়া জাতিসংঘের ত্রাণ সামগ্রী বিক্রি করছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাস্তায় দোকানগুলো বিনামূল্যে দেওয়া জাতিসংঘের ত্রাণ সামগ্রী বিক্রি করছে। ভোজ্য তেলের পাশাপাশি টাকার বিনিময়ে আটা, চালও বিক্রি করছেন দোকানিরা। এ বিষয়ে এক দোকানদারের সঙ্গে কথা বললে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। এরপরই তিনি তার দোকানে জাতিসংঘের সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-এর লোগো দেওয়া খাদ্য পণ্যের প্যাকেট লুকানোর চেষ্টা করেন। এগুলো কিভাবে আসছে জানতে চাইলে তিনি বলেন, গ্রামবাসী যারা ত্রাণ হিসেবে এসব পণ্য পেয়েছেন তারা বিক্রি করেছেন। অপর এক খবরে বলা হয়, ইয়েমেনে ৫ বছরের নিচের ৫ লাখ ৪০ হাজার শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের এজেন্সি ইউনিসেফ জানিয়েছে, প্রতি ১০ মিনিটে দেশটিতে একটি শিশুর মৃত্যু হচ্ছে, যাদেরকে বাঁচানো সম্ভব ছিল। কিন্তু যথেষ্ট ফান্ড না থাকায় ইউনিসেফের পক্ষে শিশুদের পর্যাপ্ত সহায়তা করা সম্ভব হচ্ছে না। ইয়েমেনের শিশুদের জন্য তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, ইয়েমেনে মোট এক কোটি ১০ লাখ শিশুর এখন মানবিক সহায়তা প্রয়োজন। এই বছর সহায়তা অব্যাহত রাখতে সংস্থাটির ৪৮৪ মিলিয়ন ডলার প্রয়োজন। জাতিসংঘের সকল সংস্থার এ বছরের টার্গেট ৪.৩ বিলিয়ন ডলার। অথচ এরমধ্যে নিশ্চিত হয়েছে মাত্র ১.২ বিলিয়ন ডলার। ২০২২ সাল থেকেই ইউনিসেফ তহবিল সংকটে ভুগছে। ২০২৩ সালে এসেও তার সমাধান হয়নি। সংস্থাটি এখন বলছে, যদি তারা যথেষ্ট তহবিল না পায় তাহলে তাদের কার্যক্রম সীমিত করে আনতে বাধ্য হবেন তারা। ২০১৪ সালে ইয়েমেন যুদ্ধ শুরু হয়। এসময় ইরানপন্থী হুতি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। তখন আরব দেশগুলো সামরিক জোট তৈরি করে ইয়েমেনে সেনা পাঠানো শুরু করে। এরপর থেকে টানা যুদ্ধ চলছে হুতি ও আরব জোটের মধ্যে। গত বছর থেকে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলেও উভয় পক্ষই শান্ত আছে। এই যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। স্কাই নিউজ, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম