রাহুলের এমপি পদ বাতিলের প্রতিবাদে উত্তাল ভারত
২৭ মার্চ ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ এএম
কংগ্রেস নেতা রাহুল গান্ধির পার্লামেন্ট সদস্যপদ (এমপি) বাতিলের প্রতিবাদে উত্তাল রয়েছে ভারত। রোববার (২৬ মার্চ) সত্যাগ্রহ পালন করছে দলটির নেতাকর্মীরা। খবর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের। রাজধানী নয়াদিল্লির কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধির মতো শীর্ষ নেতারা। মহাত্মা গান্ধির সমাধিস্থলে তারা অবস্থান নিয়েছেন। অসন্তোষ ছড়ানোর শঙ্কায় রাজঘাটে জারি করা হয়েছে ১৪৪ ধারা। নেতাদের অভিযোগ, রাহুলের নেতৃত্বকে থামিয়ে দিতেই বিজেপির এই কূটচাল। এদিকে গুজরাটের সমাবেশ থেকে আটক হয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। গত বৃহস্পতিবার সব মোদিই চোর- এই মন্তব্যের জেরে হওয়া মানহানি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি। পান দুই বছরের কারাদ-। এরপরই লোকসভা অধিবেশনে বাতিল হয় তার সদস্যপদ। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভদ্র বলেন, আমাদের পরিবারকে ক্রমাগত অপমান করা হয়েছে। কিন্তু রাহুল গান্ধি পার্লামেন্টে উল্টো জড়িয়ে ধরেছেন নরেন্দ্র মোদিকে। ঘৃণার রাজনীতিতে সে বিশ্বাসী নয়। পরিবারতন্ত্রের নামে অনবরত অপমান করা হয়। কিন্তু ভারতের গণতন্ত্রের পেছনে রয়েছে গান্ধি-নেহরু পরিবারের রক্ত। আমরা ভয়ে পিছুপা হবো না। খবরে বলা হয়, মোদিকে চোর বলায় জেল হয় আর শহীদের ছেলেকে মীর জাফর বললে কেন মামলা হয় না...এ প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা প্রিয়াংকা গান্ধী। তিনি বলেন, ‘আমার ভাই (রাহুল গান্ধী) একজন শহীদের সন্তান। আপনি আমার ভাইকে বিশ্বাসঘাতক এবং মীরজাফর বলছেন। আপনি (মোদি) তার মাকে অপমান করেছেন। আপনার মুখ্যমন্ত্রী বলেছেন, রাহুল গান্ধী জানেন না তার মা কে। আপনি প্রতিদিন আমার পরিবারকে অপমান করেন, কিন্তু কোনও মামলা হয় না।’ তিনি আরও বলেন, ‘আপনার প্রধানমন্ত্রী ভরা পার্লামেন্টে বলেছেন, কেন এই পরিবার নেহরু নামটি ব্যবহার করে না। তিনি (মোদি) কাশ্মীরি প-িতদের পুরো পরিবারকে অপমান করেছেন।’ গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির বেপরোয়া আক্রমণের নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘কাশ্মীরি প-িত বংশকেও অপমান করেছেন মোদি’। রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির বক্তব্যের প্রতিবাদে রবিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কংগ্রেস। এতে নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে একহাত নেন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। রাহুল গান্ধীকে ‘শহীদের সন্তান’ অভিহিত করে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘বিজেপি প্রতিদিন তাকে (রাহুল) অপমান করে। এমনকি নেহরু-গান্ধী পরিবারকেও তারা রেহাই দেয়নি।’ রাহুল গান্ধীকে সংসদীয় আসন থেকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে রবিবার ভারতজুড়ে দিনব্যাপী বিক্ষোভ করছে কংগ্রেস। প্রথমে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ তা প্রত্যাখ্যান করে। পরে পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস প্রধান খারগে দিল্লির রাজঘাটের বাইরে বিক্ষোভে নেতৃত্ব দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করায় গুজরাট আদালতের দোষী প্রমাণিত হন রাহুল। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
অস্ট্রিয়ার জাতীয় দিবসে অনারারি কনস্যুলেট, ঢাকার শুভেচ্ছা!
গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ১৩ আসামিকে
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১০ এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়
আন্তর্জাতিক বিজ্ঞাপনে নজর কেড়েছে শাহরুখ খান
কেরানীগঞ্জ প্রেস ক্লাব থেকে রায়হান ও ইউসুফ বহিষ্কার
যশোর শহরে ফের ভেজাল লুব্রিকেন্ট কারখানার সন্ধান, জরিমানা ও কারখানা সীলগালা
আন্দোলনে আহত ৭ জনকে বিনামূল্যে চিকিৎসা দেবে তুরস্ক: স্বাস্থ্য উপদেষ্টা
যশোরে যৌনকর্মীর সাথে মোবাইলে কথা বলায় বাস হেল্পার বাপ্পি খুন, আটক ১
‘তুমি আমার রাজা নও’ বিতর্কিত প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিনেটরকে নিন্দা
চার ঘণ্টা পর সোনারগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
ইঞ্জিনিয়ার বায়েজিদ হত্যা মামলায় বিএনপির আহ্বায়ক চাঁদ রিমান্ডে
পরিবেশ রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের অ্যামাজন সফর
চলতি বছর শতাধিক বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সউদী আরব
৮০ বছর পর সরিয়ে নেয়া হচ্ছে জাপানি সৈন্যদের দেহাবশেষ
কারফিউ জারির পরও জ্বলছে মণিপুর
‘রাশিয়ার ভূখণ্ডে মার্কিন মিসাইল দিয়ে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে’
অস্ট্রেলিয়ার উপস্থাপক অ্যালান জোন্স যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার
এস আলমের ঋণ জালিয়াতি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব
ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মিসাইল হামলার অনুমতি দিলেন বাইডেন