বীভৎস সন্ত্রাসের জনপদ টেক্সাস
০৮ মে ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হওয়ার একদিন পরই গাড়িচাপায় সাতজনকে হত্যা করা হয়েছে। এবারের হামলার টার্গেট অভিবাসন-প্রত্যাশীরা। টেক্সাসের একটি অভিবাসী সহায়তা কেন্দ্রের বাইরে বাস স্টপে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন মানুষ। আর এমন সময় তাদের পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি। এতে অন্তত ৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর দুদিন আগে এই অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতায় কমপক্ষে নয়জন নিহত হন। এসব ঘটনার পর মনে হচ্ছে টেক্সাস ভয়াবহ এক সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো বন্দুক রাখা এবং এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার টেক্সাসের অ্যালেন শহরের একটি শপিংমলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত নয়জন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেন প্রেসিডেন্ট বাইডেন। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, শনিবারের সর্বশেষ বন্দুক সহিংসতায় শিশুসহ ৯ জন আমেরিকান নিহত হয়েছেন। আমেরিকাকে ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন বাইডেন। ‘বন্দুক মহামারি’ থামাতে তিনি আইনপ্রণেতাদের কাছে আবারো সাহায্যের আবেদন জানান। বাইডেন বলেন, আমি আবারো কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো যে, তারা একটি বিল পাস করে আমাকে পাঠাবেন যাতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয় এবং উচ্চ ক্ষমতার ম্যাগজিনের ব্যবহার বন্ধ হয়। এই ধরনের বিল পাঠানো হলে তাতে আমি দ্রুত সই করব। আমাদের সড়কগুলোকে নিরাপদ রাখার জন্য এটি খুবই জরুরি। যেসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র হামলার কাজে ব্যবহৃত হবে তাদেরকে মোটেই আইনগত সুরক্ষা দেয়া উচিত হবে না এবং যে সমস্ত ব্যক্তি অস্ত্র কিনবে তাদের স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড চেক করার ব্যবস্থা করতে তিনি আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ট্রাফিক সিগনাল ভেঙে বাসস্ট্যান্ডে উঠে পড়ে গাড়িটি। দুর্ঘটনাস্থলে থাকা ভেনেজুয়েলার এক নাগরিক দাবি করেন, চালক গাড়ি থেকে মাথা বের করে তাদের অপমানসূচক কথাবার্তা বলছিলেন। এরপর ইচ্ছে করেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে দেন সেই চালক। এ ঘটনার সময় বাসস্ট্যান্ডে প্রায় ২৫ জন দাঁড়িয়েছিলেন। তাদের বেশিরভাগই অন্যদেশ থেকে আসা অভিবাসী। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয় গাড়ির ধাক্কায়। আরও ১০ জন গুরুতর আহত হন। সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
‘পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা’
কালিহাতীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
স্বর্ণ জিহ্বাসহ মমি আবিষ্কার
বেঁচে গেল অন্ধ বিড়ল
আইফোনোর মালিক মন্দির
শব্দদূষণ আর ধুলায় অতিষ্ঠ নীলফামারীবাসী
ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
নরসিংদীর পাঁচদোনা বাজারে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
ঘন কুয়াশায় ৩ ঘণ্টা ফেরি সার্ভিস চালু
মিথ্যা লোকসানের গল্প শোনাচ্ছে ব্রিডার ফার্মগুলো
যমুনা রেল সেতু উদ্বোধন জানুয়ারিতে
এনআইডি সার্ভার অপব্যবহারে জড়িতদের রেহাই নেই : ডিজি
সালাম মুর্শেদীর ৪ মামলায় জামিন নামঞ্জুর
তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ
আমদানিকারকদের মাঝে ব্যাপক সাড়া
পদ্মার ভাঙনে ফরিদপুর অঞ্চলের লাখ লাখ পরিবার গৃহহীন
মেট্রোরেলের একক যাত্রার টিকিট সঙ্কট কাটছে
বাড়ছে সড়ক দুর্ঘটনা আর বাইকারদের উৎপাত