ভাঙা দেয়ালে ছবি আঁকেন কাবুলের অ্যাসিড আক্রান্ত তরুণী
১২ মে ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম
তালেবানের হানায় শহর জুড়ে যা ক্ষত তৈরি হয়েছে, তা ঢেকে দিতেই রং তুলি নিয়ে পথে নেমেছেন তরুণী। কাজটা সহজ নয়। বুলেট-বোমায় ক্ষতিগ্রস্ত দেয়ালে ছবি আঁকা, আফগানিস্তানের মতো রক্ষণশীল একটি দেশের কোনও মহিলার পক্ষে রীতিমতো দুঃসাহসের কাজ। কখনও তার দিকে ছোড়া হয় পাথর, কখনও ছুটে আসে অকথা কুকথা। এমনকি তালেবানি উগ্রপন্থীদের ছোড়া অ্যাসিডেও আহত হয়েছিলেন এই তরুণী। কিন্তু এই সবকিছু সত্ত্বেও তিনি হার মানতে নারাজ। মারের মুখের উপর দিয়ে ফুল ফোটানোর পথেই এগিয়ে চলেছেন শামসিয়া হাসানি।
তালেবান শাসনে কী অবস্থা হবে আফগানভূমের মহিলাদের, তা নিয়ে উদ্বেগ ছিল গোড়া থেকেই। আর আফগানিস্তানে নয়া সরকার প্রতিষ্ঠার পর সত্যি হয়ে গিয়েছে সেইসব আশঙ্কাই। দেখা গিয়েছে মেয়েদের সম্পর্কে মুখে উদারনীতির কথা বললেও, আদতে তাদের ঘিরে কড়া নিষেধের পাঁচিল তুলে দিতেই আগ্রহী তালেবান। তাই মেয়েদের পড়াশোনা নিয়ে যেমন একের পর এক নিষেধাজ্ঞা জারি হয়েছে, তেমনই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত শিল্পচর্চার পথ। গানবাজনার সম্প্রচার বন্ধ করার কড়া নির্দেশ জারি হয়েছে দেশে। কিন্তু এ পরিস্থিতিতে পালটা প্রতিবাদের চেষ্টা জিইয়ে রেখেছেন কেউ কেউ। শামসিয়া হাসানি তাদেরই একজন। কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই তরুণী ব্রত নিয়েছেন, তালেবানের গোলাগুলির আঘাত শহরের যেসব দেয়ালে স্থায়ী ছাপ রেখে গিয়েছে, রং তুলি দিয়েই সেইসব ক্ষত ঢেকে দেবেন তিনি।
যদিও মালালার মতোই, আফগানিস্তানের কান্দাহারে তালেবানের হাতে আক্রান্ত হয়েছিলেন এই তরুণী। ২০০৮ সালের নভেম্বরে অ্যাসিডে ঝলসে গিয়েছিলেন তিনি। কাবুল এবং দিল্লিতে দীর্ঘ চিকিৎসার পর তিনি সেরে উঠেছেন। চোখে অবশ্য রয়ে গিয়েছে চিরস্থায়ী ক্ষত। কিন্তু দেশের বুক থেকে যুদ্ধের ক্ষত মুছে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ শামসিয়া। তাই গত কয়েক বছর ধরে, কাবুলের ক্ষতবিক্ষত দেওয়ালগুলোয় নানা উজ্জ্বল রঙ ব্যবহার করে তিনি তুলে ধরেছেন যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ের নির্মমতাকে। তালেবান শাসনে মেয়েদের কী অবস্থা, সে কথাও তিনি তুলে ধরেছেন তার ছবিতে।
যদিও তালেবানি মনোভাবাপন্ন জনতার অত্যাচারে অনেকসময়ই পুরো গ্রাফিতি এঁকে উঠতে পারেন না তিনি। কিন্তু শামসিয়ার বক্তব্য, মানুষের মন থেকে যুদ্ধের সব যন্ত্রণার স্মৃতি মুছে দিতে চান তিনি। তবে মানুষের মনের উপরে তার হাত নেই। তাই মানুষের চোখে যে দেয়ালগুলি পড়ে, সেখানেই এই ক্ষত মুছে দিয়ে আনন্দের বার্তা দিতে চান শামসিয়া হাসানি। সূত্র : দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা
শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়ালো ইবি 'তারুণ্য'
আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান
হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের হাত নেই এটা ভারতও বিশ্বাস করে : জ্যাক সুলিভান
আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩
সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড
হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন
ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে
রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে পুলিশের তদন্তে প্রকাশ : প্রেস উইং
নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা