সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২৬ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৭ এএম
ইয়েমেনে নিহত ১৫
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অবিস্ফোরিত একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। এদের অধিকাংশ একই পরিবারের সদস্য। এছাড়া দেশটিতে পৃথক দুটি বোমা হামলায় সাত সৈন্য নিহত হয়েছে। বুধবার ইয়েমেনের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, যুদ্ধের সময় বাড়ির ভেতরে ফেলে যাওয়া একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার সময় সেটির বিস্ফোরণে আটজনের প্রাণহাণি ঘটে। এ বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ভেতরে থাকা আরেক ব্যক্তি প্রাণ হারায়। এএফপি।
বলছে যুক্তরাষ্ট্র
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আকাশে রাশিয়ার যুদ্ধবিমান একটি মার্কিন ড্রোনকে ফ্লেয়ার দিয়ে আঘাত করে সেটির প্রপেলার ‘গুরুতরভাবে’ ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসে সিরিয়ার আকাশে মার্কিন আকাশযানগুলোর সঙ্গে বিপজ্জনক মোকাবেলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়ার যুদ্ধবিমানগুলো। সিরিয়ার উভয় দেশের বাহিনীই নিজ নিজ মিত্রদের সঙ্গে মিলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রুশরা কী কারণে সিরিয়ার আকাশে আক্রমণাত্মক আচরণ বৃদ্ধি করে চলছে তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন মার্কিন কর্মকর্তারা। রয়টার্স।
জ্বলল বুদ্ধমূর্তি
ইনকিলাব ডেস্ক : হঠাৎ করে আগুন! মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে মন্দিরের সব জায়গায়। আগুনের লেলিহান শিখা থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধিমূর্তিটি। দাউ দাউ করে জ্বলতে থাকে এটি। আর পুড়তে থাকে হাজার বছরের পুরোনো মন্দিরের মহামূল্যবান জিনিসপত্র। সোমবার সকালে চীনের গানসু প্রদেশের সান্দন গ্রেট বুদ্ধমন্দিরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, মন্দিরের ভেতরের বিশাল একটি বুদ্ধমূর্তি আগুনে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় মূর্তিটি কিছুটা অক্ষত আছে। তবে মন্দিরের অবকাঠামোর বেশিরভাগই ধসে পড়েছে। বিবিসি, মেট্রো, রয়টার্স।
চন্দ্রযান ৩
ইনকিলাব ডেস্ক : চাঁদে পৌঁছনোর পথে আরও একধাপ এগোল চন্দ্রযান ৩। পৃথিবীর চতুর্থ কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করল ইসরোর যান। মঙ্গলবার দুপুর ২টো ৪৫ নাগাদ পঞ্চম কক্ষপথে প্রবেশ করেছে যানটি। উল্লেখ্য, এর আগে ১৫ জুলাই, ১৬ জুলাই, ১৮ জুলাই এবং ২০ জুলাই কক্ষপথ পরিবর্তন করেছে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে প্রবেশের প্রক্রিয়াটি সম্পন্ন হবে ১ আগস্ট। সেদিন রাত ১২টা থেকে ১টার মধ্যেই পৃথিবীর একমাত্র উপগ্রহের কক্ষপথে প্রবেশ করার কথা চন্দ্রযানের। রয়টার্স।
কুড়ি বছরে প্রথম
ইনকিলাব ডেস্ক : কুড়ি বছরে প্রথমবার কোনও মহিলাকে ফাঁসি কাঠে ঝোলাতে চলেছে সিঙ্গাপুর সরকার। মাদক পাচার মামলায় মৃত্যুদ- দেওয়া হয়েছে অভিযুক্তকে। উল্লেখ্য, সিঙ্গাপুরে খুন, অপহরণের মতো অপরাধে মৃত্যুদ- দেওয়া হয়। এছাড়া সেখানে মাদক সংক্রান্ত বিষয়েও কয়েকটি আইন প্রচলিত আছে। গাঁজার ক্ষেত্রে ৫০০ গ্রাম এবং ১৫ গ্রামের বেশি হেরোইন পাচারে মৃত্যুদ- দেয়া হয়। এই মাদক পাচার মামলাতেই ওই মহিলা-সহ আরও এক ব্যক্তিকে ফাঁসি দেয়া হবে। রয়টার্স।
ডুবল ৪শ’ গাড়ি
ইনকিলাব ডেস্ক : ছাদ পর্যন্ত ডুবে আছে চার শতাধিক গাড়ির! ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি অংশ থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও। হিন্দোন নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে এই অবস্থা হয়েছে। গ্রেটার নয়ডার সুথিয়ানা গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভয়ঙ্কর ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সারি সারি সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। এক গলা পানিতে ডুবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার দুপুর ৩টার পর হিন্দোন নদীতে পানির স্তর আচমকাই হু হু করে বেড়ে যায়। নিউজ ১৮।
মহড়া বাতিল
ইনকিলাব ডেস্ক : তাইওয়ান উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডাকসুরি’। ফলে বৃহত্তম সামরিক মহড়ার কিছু অংশ বাতিল করেছে দেশটি। গত চার বছরে প্রথমবার দ্বীপটিতে এমন শক্তিশালী টাইফুন আঘাত হানতে যাচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক হান কুয়ান মহড়া শুরু করেছে তাইওয়ানের সামরিক বাহিনী। ভবিষ্যৎ-এ চীনের সম্ভাব্য আক্রমণ থেকে সুরক্ষার অংশ হিসেবে এই মহড়া। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে