লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ
০৮ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুদ্ধাজাহাজ নিয়ে লোহিত সাগরে গেছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার নৌ সেনা। পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তেহরান তেলবাহী ট্যাংকার ও জাহাজ জব্দ করার পর সেখানে নিজেদের উপস্থিত বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই সোমবার জানিয়েছে, লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ নিয়ে ৩ হাজার মার্কিন সেনা এসেছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের হুমকির কারণে বাণিজ্যিক জাহাজে অস্ত্রধারী সেনা মোতায়েন করবে তারা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরান বলেছে তারা এই অঞ্চলে স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি কখনো নিরাপত্তা সৃষ্টি করেনি। এখানে তাদের হস্তক্ষেপ সবসময় অস্থিতিশীলতা ও অনিরাপত্তা বৃদ্ধি করেছে।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তিটি নতুন করে করার চেষ্টা করা হয়েছিল। তবে সেটি আলোর মুখ দেখেনি। এরপরই ইরান নতুন করে তেলবাহী জাহাজ জব্দ করা শুরু করে। মার্কিনিদের সঙ্গে কোনো উত্তেজনা দেখা দিলেই ইরান জাহাজ জব্দ করে— যা তারা অনেক আগে থেকেই করে আসছে। গত এপ্রিলে ইরানি নৌ কমান্ডাররা কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসগামী একটি তেলবাহী জাহাজ আটক করে। ওই জাহাজটি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের ছিল। এরপর গত ৩ মে পানামার পতাকাবাহী আরেকটি জাহাজ জব্দ করে ইসলামিক বিপ্লবী কোরের সদস্যরা। ওই জাহাজটি আমিরাতের উপকূল দিয়ে যাচ্ছিল। জুলাইয়ে মার্কিন নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালীতে সরাসরি গুলি ছুড়ে দুটি জাহাজ জব্দ করার চেষ্টা করেছিল ইরানি বাহিনী। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এদিকে সোমবার লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ আসার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। তারা জানায়, অতিরিক্ত সেনা নিয়ে যুদ্ধাজাহাজ ইউএসএস বাটান এবং ইউএসএস কার্টার হল লোহিত সাগরে এসে পৌঁছেছে। যার মাধ্যমে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে দেশটি। তাদের কর্মকা- রোধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে আমাদের অবস্থান। ওয়াশিংটন জানিয়েছে, গত ৫ জুলাই জুলাই ওমানের আন্তর্জাতিক পানিসীমায় ইরান দুটি বাণিজ্যিক ট্যাংকার জব্দের চেষ্টা করে। এর প্রতিক্রিয়ায় বাহিনী মোতায়েন করা হয়েছে। এএফপি, মিডল ইস্ট আই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া