হাজার কোটি ডলারে আরব-ব্রাজিল বাণিজ্য
২২ আগস্ট ২০২৩, ০৮:৪৯ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম
চলতি বছরের প্রথম সাত মাসে আরব বিশ্বে ব্রাজিলের রফতানির পরিমাণ ৮ শতাংশ বেড়েছে। ২০২২ সালের একই সময় ব্রাজিলের রফতানির পরিমাণ ছিল ৯৮৩ কোটি ডলার, যা এ বছর ১ হাজার ৬১ কোটি মার্কিন ডলারে পৌঁছায়। আরব ব্রাজিলিয়ান চেম্বার অব কমার্সের (এবিসিসি) বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে। সউদী আরবে ব্রাজিলের রফতানি ২০২৩ সালের প্রথম সাত মাসে মোট ১৮৭ কোটি ডলারের বেশি ছিল। সংযুক্ত আরব আমিরাতে এর পরিমাণ ছিল ১৬৪ কোটি ডলারের বেশি। একই সময় কাতারে রফতানির পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি ডলার। কুয়েতেও ব্রাজিলের রফতানির পরিমাণ বাড়ছে। একই সময়ে মিসরে রফতানির পরিমাণ ছিল ১১৫ কোটি ডলার। এবিসিসি রিপোর্টে বলা হয়েছে আরব দেশগুলোয় শীর্ষ রফতানীকৃত পণ্য হচ্ছে মুরগি ও গবাদি পশুর মাংস, আকরিক, শর্করা, খাদ্যশস্য, তেলবীজ ও সয়াবিন, প্রাকৃতিক বা কৃত্রিম মুক্তা, মূল্যবান ধাতু, গহনা, কফি, চা ও মসলা। এবিসিসির প্রেসিডেন্ট ওসমার কোহফি বলেন, ‘ব্রাজিল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবিসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ইতিবাচক পরিসংখ্যানগুলো উভয় পক্ষের মধ্যে শক্তিশালী ও সম্প্রসারিত বাণিজ্য সম্পর্ক নির্দেশ করে।’ তিনি মনে করেন, চেম্বার আরবের বিভিন্ন কৌশলগত উদ্যোগ ও নিবেদিত প্রচেষ্টা আরব অঞ্চলে ব্রাজিলের রফতানি বাড়াতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে। আরব দেশগুলোয় ব্রাজিলের রফতানির ধারাবাহিক বৃদ্ধি পারস্পরিকভাবে উপকারী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য উভয় অঞ্চলের অটুট প্রতিশ্রুতিকে আরো জোরদার করে। এ সমৃদ্ধশালী বাণিজ্য সম্পর্ক ব্রাজিলের বিশ্ব বাণিজ্য নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আরব বিশ্বের অবস্থানকে শক্তিশালী করে। ওসমার কোহফি আরো বলেন, ‘আমরা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, ব্রাজিলীয় পণ্যগুলোর জন্য বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণের পাশাপাশি এ দুই গতিশীল ও বৈচিত্র্যময় অঞ্চলের মধ্যে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য সহজতর করে, বিনিয়োগের সুযোগের প্রচার ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার মাধ্যমে, আমরা আরব দেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার চেষ্টা করি।’ অ্যারাবিয়ান বিজনেস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন