ফুকুশিমার তেজস্ক্রিয় পানি মহাসাগরে ফেলছে জাপান, চীনের প্রতিবাদ
২৪ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ফেলা শুরু করেছে জাপান। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ৩ মিনিট থেকে ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গ দিয়ে পানি সাগরে ফেলা শুরু করে তারা। এর প্রতিক্রিয়ায় চীন তাৎক্ষণিকভাবে জাপান থেকে সব ধরনের সিফুড আমদানি নিষিদ্ধ ঘোষণা করে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়। চীন আগে থেকেই ফুকুশিমা ও আশপাশের কয়েকটি প্রিফেকচার থেকে সিফুড আমদানি নিষিদ্ধ করে রেখেছিল, এবার নিষেধাজ্ঞা বিস্তৃত করে পুরো জাপানকেই এর আওতায় নিয়ে এল। এক বিবৃতিতে চীনের এক শুল্ক কর্মকর্তা বলেছেন, “চীনে রপ্তানি করা জাপানি খাদ্য ও কৃষিপণ্যে তেজস্ক্রিয় দুষণের ঝুঁকির বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন।” ১২ বছর আগে ২০১১ সালে জাপানের পূর্ব উপকূলে দেশটিতে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা-দাইচি পারমাণবিক কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন কেন্দ্রটির পারামণবিক চুল্লি গলে গিয়ে বিশাল এলাকাজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ধ্বংস হয়ে যাওয়া কেন্দ্রটির তেজস্ক্রিয় পানি পরিশোধনের পর সেটি মহাসাগরে ফেলা ফুকুশিমা-দাইচি প্লান্ট বন্ধ করে দেওয়ার দীর্ঘ ও কঠিন প্রক্রিয়ার অন্যতম প্রধান একটি পদক্ষেপ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুই বছর আগে মহাসাগরে পরিশোধিত তেজস্ক্রিয় পানি ফেলার এই সিদ্ধান্ত অনুমোদন করেছিল জাপান সরকার, আর জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) গত মাসে এর অনুমোদন দেয়। ফুকুশিমা কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) জানিয়েছে, তারা বর্জ্য পানি ফেলা শুরু করার পর থেকে পাম্প ও আশপাশের স্থাপনাগুলোতে কোনো অস্বাভাবিকতা শনাক্ত করেনি। জাপানের পরিশোধিত তেজস্ক্রিয় বর্জ্য পানি মহাসাগরে ফেলার এই পরিকল্পনার দৃঢ় বিরোধিতা করছে চীন। নিজেদের কথা পুনর্ব্যক্ত করে করে তারা বলেছে, এই পানি মহাসাগরে ফেলার বৈধতার কোনো প্রমাণ দেয়নি জাপান সরকার। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “জাপানি পক্ষের উচিত না নিজেদের স্বার্থপর উদ্দেশ্যে স্থানীয় জনগণ এবং বিশ্ববাসীর ক্ষতি করা।” অপরদিকে ‘বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন দাবি’ ছড়ানোর জন্য চীনের সমালোচনা করেছে জাপান। এই বর্জ্য পানি সাগরে ফেলায় লোকজন ও পরিবেশের ওপর যে প্রভাব পড়বে তা ‘নগণ্য’, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থারও (আইএইএ) এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে জাপান। পানি নিষ্কাশনের পুরো বিষয়টি নিরাপদ বলে দাবি করেছে তারা। তাদের এসব দাবি সত্ত্বেও খোদ জাপানে এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় এ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি