ফ্লোরিডায় তলিয়ে গেছে রাস্তাঘাট, নিহত ৩
৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইডালিয়া। স্থানীয় সময় বুধবার সকালে হারিকেনটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানে। এটি আগে ক্যাটাগরি ৩ ঝড়ে পরিণত হয়। ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে বাতাস এবং প্রবল বৃষ্টির কারণে নিচু এলাকার বাসিন্দারা বন্যায় প্লাবিত হতে পারে। এদিকে, ঝড়ে পৃথক ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রথম ঘটনাটি ঘটে ফ্লোরিডার গেইনসভিলে। প্রচ- বৃষ্টির কারণে ৫৯ বছর বয়সী একজন ব্যক্তি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে তার মৃত্যু হয়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে পাস্কো কাউন্টিতে। ঝড়ের মধ্যে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি দ্রুত গাড়ি চালাতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারও মৃত্যু হয়। এ ছাড়া গাছ ভেঙে পড়ে আরো একজন নিহত হয়েছেন। খবরে বলা হয়, হারিকেন ইডালিয়া ঘণ্টায় ১২৫ মাইল বেগে আঘাত হেনেছে ফ্লোরিডায়। বুধবার হারিকেনের আঘাতে গাছগুলো ভেঙে পড়েছে, হোটেলের ছাদ ধসে পড়েছে এবং ছোটগাড়িগুলোকে নৌকার মতো ভাসিয়ে নিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৫ লাখ গ্রাহক। পেরির বেলন্ড থমাস বলেছেন, ‘নরকে পরিণত হয়েছে’, বিগ বেন্ড অঞ্চলের অভ্যন্তরীণ একটি মিল শহরের তীরে আঘাত হেনেছিল ইদালিয়া। টমাস তার পরিবার এবং কয়েকজন বন্ধুর সাথে একটি মোটেলে আশ্রয় নিয়েছেন এই ভেবে যে- ঝড়ের সময় বাড়ির বাইরে এটি নিরাপদ হবে। কিন্তু যখন সকাল সাড়ে ৮টা বাজল তখন ইদালিয়ার একটি উচ্চ শব্দের প্রবল বাতাস ভবনের ছাদটি ভেঙে ফেলে। এতে বিছানায় শুয়ে থাকা তার গর্ভবতী কন্যার উপর ভবনের ধ্বংসাবশেষ পড়ে। সৌভাগ্যক্রমে তিনি আহত হননি। হারিকেন ইডালিয়ার কারণে বহু উপকূলীয় শহরের রাস্তা পানিতে ডুবে যায়। ১ লক্ষ ৭০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লক্ষ লক্ষ বাসিন্দাকে ঝড়ের কারণে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ইডালিয়া বুধবার সকালে ফ্লোরিডায় আঘাত হানার সময় ‘অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি-৪’ এর তীব্রতা ধারণ করেছে। কিন্তু সকাল ৭টায় এটি কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং ক্যাটাগরি-৩ এ চলে যায়। আল-জাজিরা, রয়টার্স, এপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন