জি২০ সম্মেলনে চীনকে গঠনমূলক ভূমিকা রাখার মার্কিনি আহ্বান
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ইস্যুগুলোকে একপাশে সরিয়ে রেখে জি২০ শীর্ষ সম্মেলনে গঠনমূলক ভূমিকা রাখার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, এটা চীনের বিষয় যে, তারা এমন ভূমিকার পরিবর্তে ভ-ুল করার ভূমিকা রাখতে চায় কি-না। নয়া দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত হবেন না, এটা নিশ্চিত হওয়ার পর এমন মন্তব্য করেছেন জ্যাক সুলিভান। ৯ ও ১০ই সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়া দিল্লিতে হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। এতে শি জিনপিং উপস্থিত হচ্ছেন না, এটা চীনের তরফে স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, তার পরিবর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। কিন্তু কী জন্যে শি জিনপিং সম্মেলনে আসছেন না তার প্রকৃত কারণ ভারত বা চীন কেউই দিচ্ছে না। তবে এই দুটি দেশের মধ্যে কুয়াশাচ্ছন্ন সম্পর্ক আছে। ২০২০ সালের পর থেকে তাদের মধ্যকার উত্তেজনা বেড়েছে। সম্প্রতি এর অবনতি হয়েছে। ২০২০ সালে দুই দেশের সেনারা লাদাখে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হন। দুই দেশের মধ্যে বিরোধের প্রথম কারণ বিরোধপূর্ণ প্রায় ৩৪৪০ কিলোমিটার সীমান্ত এলাকা। এই অঞ্চলটি নাজুকভাবে চিহ্নিত করা হয়েছে। যেকোনো পয়েন্টে তাই এক দেশের সেনারা অন্যদেশের সেনাদের মুখোমুখি অবস্থানে পড়েন। গত সপ্তাহে চীন একটি অফিসিয়াল ম্যাপ প্রচার করে। এতে ভারতের কিছু ভূখ-কে চীনের অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। এর জবাবে বেইজিং থেকে বলা হয়, এ ইস্যুতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকা উচিত দিল্লির। সংবাদ সম্মেলনে জ্যাক সুলিভানের কাছে একজন সাংবাদিক প্রশ্ন রাখেন। তিনি জানতে চান, চীন ও ভারতের মধ্যকার উত্তেজনা কি এই সামিটে কোনো ছায়া ফেলবে? জবাবে জ্যাক সুলিভান বলেন, এটা চীনের বিষয়। যদি চীন আসতে চায় এবং ভ-ুল করার ভূমিকা পালন করতে চায়, তাহলে অবশ্যই তাদের জন্য সেই সুযোগ আছে। তিনি আরও যোগ করেন এই সামিটের চেয়ার হলো ভারত। যুক্তরাষ্ট্র ও জি২০ ভুক্ত সব সদস্যই চীনকে এই সম্মেলনে জলবায়ু, বহুপক্ষীয় ব্যাংকের উন্নয়ন সংস্কার, ঋণের বিষয়ে রিলিফ, প্রযুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা করতে আহ্বান জানায়। এক্ষেত্রে তাদের ভূ-রাজনৈতিক প্রশ্নকে দূরে সরিয়ে রাখতে হবে। বাস্তব দৃষ্টি হবে সমস্যার সমাধান এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছু করা। জি২০ হলো বিশ্ব অর্থনীতির একটি বড় প্লাটফর্ম। সেখানে অর্থনীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। নিজেদের মধ্যে জি২০ ভুক্ত দেশগুলোতে আছে বিশ্বের অর্থনীতির শতকরা ৮৫ ভাগ এবং বাণিজ্যে আছে শতকরা ৭৫ ভাগ। এখানে আছে বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দাবানলে আবাসন হারালেন হলিউড হিলের যেসব তারকারা
শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়ালো ইবি 'তারুণ্য'
আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান
হাসিনার উৎখাতে যুক্তরাষ্ট্রের হাত নেই এটা ভারতও বিশ্বাস করে : জ্যাক সুলিভান
আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩
সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড
হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন
ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে
রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে পুলিশের তদন্তে প্রকাশ : প্রেস উইং
নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা