মিয়ানমার ইস্যুতে অনৈক্য থাকছেই আসিয়ানে
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত আসিয়ান জোটের শীর্ষ সম্মেলন। দীর্ঘদিনের মিয়ানমার সংকট এবারও সম্মেলনে প্রাধান্য পাচ্ছে। ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলা করতে চাইছেন নেতারা। আসিয়ানের বর্তমান সভাপতি স্বাগতিক ইন্দোনেশিয়া বলছে, মিয়ানমার সমস্যা সমাধানে জোটের প্রস্তাবিত পাঁচ দফা শান্তি পরিকল্পনায় অগ্রগতি যৎসামান্য। এদিকে সম্মেলনের শুরু থেকেই বলা হচ্ছে, আসিয়ান সম্মেলনে দক্ষিণ চীন সাগরকে নিজের দাবি করে প্রকাশিত চীনের নতুন মানচিত্র আলোচনার বিষয়বস্তু হতে যাচ্ছে। সম্মেলনের শেষে প্রকাশের জন্য বিবৃতির একটি খসড়া তৈরি করা হয়েছে। এতে আসিয়ানের নেতারা মিয়ানমারের সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা কমানোর আহ্বান জানান। বেসামরিক লোকজন, বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও বাজারের মতো স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে চালানো হামলা বন্ধ করার কথা বলেছেন তারা। আসিয়ান নেতারা বলেন, ‘মিয়ানমারে অব্যাহত সহিংসতার তীব্র নিন্দা জানাই আমরা।’ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের ঘাঁটি ও বেসামরিক অবকাঠামোয় বিমান হামলা চালানোর অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা এরই মধ্যে ব্যর্থ হয়েছে। দুই বছর আগের পাঁচ দফা শান্তি পরিকল্পনা উপেক্ষা এবং বিরোধীদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে পড়েছে মিয়ানমারের জান্তা। এদিকে খসড়া বিবৃতিতে মিয়ানমারসংক্রান্ত বিভাগটি ফাঁকা রাখা হয়েছে। এতে মিয়ানমারের জান্তা সরকারকে মোকাবেলায় ১০ সদস্যের জোটটির মতানৈক্যের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। তবে তার দেশের শীর্ষ কূটনীতিক বলেছেন, সহিংসতার ইতি টানতে প্রস্তাবিত শান্তিপ্রক্রিয়া আটকে আছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, পাঁচ দফা বাস্তবায়নে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তিনি জানান, ২০২৬ সালে মিয়ানমারের পরিবর্তে আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করবে ফিলিপাইন। এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক শক্তির বয়কটের কারণে ২০০৬ সালে মিয়ানমারকে আসিয়ানের সভাপতিত্ব করতে দেওয়া হয়নি। ওই বছর আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করে ফিলিপাইন। তবে ২০১৪ সালে থেইন সেইনের শাসনামলে আসিয়ান সম্মেলনে সভাপতিত্ব করে মিয়ানমার। থেইন সেইন ছিলেন ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারের প্রথম বেসামরিক রাষ্ট্রপ্রধান। পরিস্থিতি পরিবর্তন না হলে ২০২৬ সালে আসিয়ানের চেয়ার হতে পারবে না মিয়ানমার। এ ক্ষেত্রে ফিলিপাইন আগ্রহ প্রকাশ করেছে। এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন