কৌশলগত পারমাণবিক হামলার সাবমেরিন চালু উত্তর কোরিয়ার
০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ এএম
উত্তর কোরিয়া তার প্রথম কর্মক্ষম ‘কৌশলগত পারমাণবিক হামলার সাবমেরিন’ চালু করেছে এবং কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী পানিসীমায় টহলরত নৌবহরের কাছে এটি হস্তান্তর করেছে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। উত্তর কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্বের নামানুসারে সাবমেরিন নম্বর ৮৪১-এর নাম হিরো কিম কুন ওকে রাখা হয়েছে। বুধবার উৎক্ষেপণ অনুষ্ঠানে দেশটির নেতা কিম জং উন এটি উত্তর কোরিয়ার ‘নৌবাহিনীর পানির নিচে আক্রমণাত্মক মাধ্যম’-এর একটি হবে বলে জানিয়েছেন। বিশ্লেষকরা বলেছেন, সাবমেরিনটি সোভিয়েত যুগের রোমিও-শ্রেণির একটি পরিবর্তিত সাবমেরিন বলে মনে হচ্ছে। এটি উত্তর কোরিয়া ১৯৭০-এর দশকে চীন থেকে পেয়েছিল এবং অভ্যন্তরীণভাবে উৎপাদন শুরু করেছিল। বিশ্লেষকরা বলেন, ১০টি লঞ্চ টিউব হ্যাচসহ এটির নকশায় দেখা যায় যে- এটি সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত। কিন্তু এই ধরনের অস্ত্রগুলো উত্তর কোরিয়ার আরও শক্তিশালী স্থলভিত্তিক পারমাণবিক শক্তির জন্য খুব বেশি মূল্য যোগ করবে না। কারণ নতুন নকশার মূল হিসেবে ব্যবহৃত পুরনো সাবমেরিনগুলো তুলনামূলকভাবে শব্দযুক্ত, ধীর এবং সীমিত পরিসরের। এর অর্থ এগুলো যুদ্ধের সময় বেশিদিন কার্যকর থাকবে না। যুক্তরাষ্ট্র সরকারের সাবেক অস্ত্র বিশেষজ্ঞ ভ্যান ভ্যান ডিপেন একথা বলেন। তিনি ওয়াশিংটনে থার্টি এইট নর্থ প্রকল্পে কাজ করেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, সাবমেরিনটি স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না এবং উত্তর কোরিয়া এটির সক্ষমতাকে অতিরঞ্জিত করে বলার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং জাপান উত্তর কোরিয়ার সাবমেরিন উৎক্ষেপণের নিন্দা করেছে। অপরদিকে, উত্তর কোরিয়ার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির শীর্ষ নেতা কিম জং উনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। পাশাপাশি সর্বক্ষেত্রে পিইংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। কিমকে দেওয়া পুতিনের বার্তার উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন জানিয়েছে, ‘আমি বিশ্বাস করি এবং ধন্যবাদ জানাই, যৌথ প্রচেষ্টার জন্য। আমাদের সম্পর্ক আরও জোরদার করতে হবে। সর্বক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা উচিত।’ পুতিন আরও বলেন, ‘এটি সম্পূর্ণরূপে আমাদের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করে।’ উত্তর কোরিয়াকে সার্বভৌম দেশ হিসেবে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দিয়েছে জানিয়ে এক নোট বার্তায় পুতিন বলেন, ‘এরপর থেকে আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। বন্ধুত্ব, ভালো প্রতিবেশি এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সম্পর্ক।’ ওই নোটে উত্তর কোরিয়ার জনগণের দীর্ঘায়ু ও শান্তি কামনাও করেন পুতিন। মস্কো ও পিইয়ংইয়ংয়ের সম্পর্ক বেশ পুরোনো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু থেকেই মস্কোকে সমর্থন করে আসছে পিয়ংইয়ং। আর চলতি মাসেই মস্কো যাওয়ার কথা রয়েছে কিমের। এই সফরে রুশ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুদেশের শীর্ষ নেতার বৈঠকে অস্ত্র নিয়ে আলোচনা করা হবে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। রয়টার্স, এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস