মরক্কোয় তিন দিনের রাষ্ট্রীয় শোক, প্রাণহানি ছাড়ালো ২ হাজার

২৫ বছরে প্রাণ গেছে ৫ লাখ মানুষের

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম

পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুই দশকে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে পাঁচ লাখের বেশি মানুষ। আহত হয়েছেন লাখ লাখ। আর বা¯ুÍচ্যুত হয়েছেন কোটি কোটি মানুষ। সম্প্রতি মরোক্কায় এক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দুইদিন পরও নিহতের সংখ্যা বেড়ে চলেছে। যা শেষ দুই দশকে ভয়াবহ প্রাণহানির ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এবার আরো কিছু ভূমিকম্পের তথ্য জেনে নেয়া যাক। ৮ সেপ্টেম্বর ২০২৩ : ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছে দুই হাজারের বেশি মানুষ। এখনো পর্যন্ত আহত এক হাজার ৪০০ ছাড়িয়েছে। ৬ ফেব্রুয়ারি ২০২৩ : ইউরেশিয়ার দেশ তুরস্ক ও সিরিয়ার এ ভূমিকম্পে মারা যায় ২১ হাজার ৬০০ মানুষ। এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে আরেক ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়। ২৫ এপ্রিল ২০১৫ : নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ৮ হাজার ৮০০ জন। ১১ মার্চ ২০১১ : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ জাপানে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক শূন্য। এই দুর্যোগে প্রাণ হারায় ১৮ হাজার ৪০০ জন। ১২ জানুয়ারি ২০১০ : হাইতিতে ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে মারা যান লক্ষাধিক মানুষ। ধারণা করা হয়েছিল, এ সংখ্যা তিন লাখেরও বেশি হবে। ১২ মে ২০০৮ : চীনে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মারা যান ৮৭ হাজার ৫০০ মানুষ। ২৬ ডিসেম্বর ২০০৪ : ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ায়। এর ফলে সৃষ্ট সুনামিতে এক ডজন দেশের ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। এর দুই বছর পর ২০০৬ সালের ২৭ মে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আরো ৫ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হন। ৮ অক্টোবর ২০০৫ : কাশ্মিরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকেম্পে মৃত্যু হয় প্রায় ৮০ হাজার মানুষের। ২৬ ডিসেম্বর ২০০৩ : ইরানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান। এছাড়া ২০০১ সালের ২৬ জানুয়ারি ভারতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়। অপর এক খবরে বলা হয়, মরক্কোর ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। উদ্ধারকারীরা ধ্বংস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৬০ বছরের মধ্যে এটিই ছিল মরক্কোর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। গত শুক্রবার গভীর রাতের ৬.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০১২ জনে। আহত হয়েছে ২,০৫৯ জন। বিপুলসংখ্যক লোক গৃহহীন হয়ে পড়েছে। মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক মারাকেশ অঞ্চল। এখানকার অনেক ঐতিহাসিক স্থাপনা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হযেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থ ছিল পার্বত্য গ্রাম তাফেঘাঘতে। এখানে কার্যত একটি ভবনও এখন দাঁড়িয়ে নেই। এই অঞ্চলের ঐতিহ্যবাহী বারবার গোত্রের লোকজন কাদা দিয়ে বাড়ি নির্মাণ করত। খবরে বলা হয়, ভূমিকম্পে চারদিকে এত ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর মিছিল নিজ চোখে কবে দেখেছে মনে পড়ে না মরক্কোবাসীর। এবারের ভূমিকম্পে তাসের ঘরের মতো ধসে পড়েছে জাতিসংঘের ঐতিহাসিক স্থাপনাসহ হাজারও আবাসিক ঘর-বাড়ি। ভবনের নিচে প্রাণের সন্ধান না মিললেও বেরিয়ে আসছে লাশের পর লাশ। সবশেষ ব্রিফিংয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। আহত দেড় হাজার। দ্বিতীয় দিনের মতো খোলা আকাশের নিজে আতঙ্ক আর অনিশ্চিত ভবিষ্যৎ চোখে নিয়ে রাত কাটিয়েছে বহু মানুষ। সব হারিয়ে নির্বিকার তারা। সরকারের পক্ষ থেকে আপাতত শুকনো খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করা হলেও তা সীমিত। শুক্রবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি হতাহত হয়েছে মারাকেশের দক্ষিণে প্রদেশে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাতে আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকা। গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। ১১টা ১১ মিনিটে জোরালো কম্পন অনুভূত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত আল হাউজ প্রদেশে সবচেয়ে বেশি মারা গেছে। তারপর তারউদান্ত প্রদেশে। আর মারাকেশে মৃত্যু কম হলেও ইউনেস্কো স্বীকৃতি ঐতিহাসিক পুরনো শহরটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির ষষ্ঠ রাজা মোহাম্মদ। রাজ প্রাসাদ বিবৃতিতে জানিয়েছে, সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাজা উদ্ধারকারী দলকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বেঁচে যাওয়াদের জন্য আশ্রয়, খাবার এবং অন্যান্য সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি। দেশটির এমন বিপদে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, রাশিয়া, ইউক্রেনসহ অধিকাংশ দেশ। বিবিসি, আল-জাজিরা।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

বেতাগী দরবারে ওরশ আজ

বেতাগী দরবারে ওরশ আজ

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুষ্টিয়ায় বছরে পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা জমিতে

কুষ্টিয়ায় বছরে পাটের আবাদ কমেছে ৯০ হাজার বিঘা জমিতে

ভাঙন আতংকে যমুনা পাড়ের মানুষ

ভাঙন আতংকে যমুনা পাড়ের মানুষ

দীর্ঘ পানিবদ্ধতায় হাকালুকি হাওর তীরের ৩ উপজেলা

দীর্ঘ পানিবদ্ধতায় হাকালুকি হাওর তীরের ৩ উপজেলা

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদরাসাছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

সাভারে নৈরাজ্য সৃষ্টিকারী কেউ ছাত্র ছিল না

সাভারে নৈরাজ্য সৃষ্টিকারী কেউ ছাত্র ছিল না