সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
মুদ্রার মানে ধস
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের সংঘাতের মধ্যে ইসরাইলি মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে শেকেলের দর নেমে গেছে আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। সোমবার বার্তা সংস্থা জানিয়েছে, সংঘাতের মধ্যে শেকেলের প্রায় তিন শতাংশ দরপতন হয়েছে। মার্কিন মুদ্রার বিপরীতে ইসরাইলি মুদ্রার সবশেষ মান ছিল ৩ দশমিক ৯৫। ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মুদ্রাবাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে তিন হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রা বিক্রি করা হবে। এছাড়া, তারল্য বাড়াতে প্রয়োজনে আরও দেড় হাজার কোটি ডলার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে তারা। রয়টার্স।
অস্বীকার ইরানের
ইনকিলাব ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। রবিবার জাতিসংঘে ইরানের মিশন বলেছে, “ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় তেহরান জড়িত নয়।” তবে ইরানি জাতিসংঘ মিশন হামাসের এই হামলাকে সমর্থন করে বলেছে, “আমরা ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন ব্যক্ত করছি; তবে, আমরা ফিলিস্তিনের প্রতিক্রিয়ায় জড়িত নই, কারণ এটি শুধুমাত্র ফিলিস্তিন কর্তৃক নেওয়া একটি পদক্ষেপ।” ইরানি মিশন আরও বলেছে, “ফিলিস্তিনের গৃহীত এই পদক্ষেপ অবৈধ ইহুদিবাদী শাসকদের দ্বারা সংঘটিত সাত দশকের নিপীড়নমূলক দখলদারিত্ব এবং জঘন্য অপরাধের বিরুদ্ধে সম্পূর্ণ বৈধ আত্মরক্ষামূলক ব্যবস্থা।” রয়টার্স।
বাড়ল তেলের দাম
ইনকিলাব ডেস্ক : ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই যুদ্ধ শুরুর পর সোমবার তেলের দাম ৪ শতাংশেরও বেশি বেড়েছে। বিশ্বের মোট তেলের চাহিদার বড় অংশ পূরণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ায় তেল সরবরাহে বিঘœ ও সংকট দেখা দিতে পারেÑ এমন আশঙ্কা থেকেই এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। সোমবার এশিয়ার বাজারে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৬৫ ডলার হয়েছে। অপরদিকে ওয়েস্ট টেক্সাসের ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ দশমিক ৩৯ ডলার। আল-জাজিরা।
একই পরিবারের ১৯
ইনকিলাব ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন। গত শনিবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালানোর পরÑ গাজাকে লক্ষ্য করে টানা তিনদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। একসঙ্গে পরিবারের ১৯ সদস্যকে হারানো ৫৭ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধ নাসের আবু কুতা বার্তাসংস্থা এপিকে বলেছেন, তার চারতলা বাড়িতে বোমা হামলা চালায় ইসরাইল। ওই সময় বাড়িতে নারী ও শিশুরা ছিল। তিনি জানিয়েছেন, হামলার আগে তাকে কোনো সতর্কতাবার্তা দেওয়া হয়নি। গাজায় কোনো ভবনে হামলা চালানোর আগে ইসরাইল সাধারণত আগেই সতর্কতা দেয় এবং বাসিন্দাদের সরে যেতে বলে। এপি।
২ ইসরাইলি নিহত
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির আঁচ পড়ল মিসরেও। সেদেশের এক পুলিশকর্মীর গুলিতে মৃত্যু হল দুই ইসরাইলি পর্যটকের। একজনের আহত হওয়ারও খবর মিলেছে। প্রসঙ্গত, শনিবার থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইসরাইলের পরিস্থিতি। গাজা থেকে রকেট হামলা চালায় হামাস, জবাবে ভয়াবহ বিমানহামলা শুরু করে ইসরাইল। এমন পরিস্থিতিতেই মিশরে খুন হলেন দুই ইসরাইলি পর্যটক। অনেকের অনুমান, এই খুনের সঙ্গে ইসরাইলের যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ যোগ রয়েছে। রবিবার মিশরের আলেকজান্ড্রিয়ায় ঘুরতে গিয়েছিল ইসরাইলি পর্যটকদের একটি দল। রয়টার্স।
একই পরিবারের ৫
ইনকিলাব ডেস্ক : ঘরের মধ্যেই লুকিয়ে বিপদ। বাড়ির মধ্যেই ফ্রিজের কম্প্রেসর ফেটে মৃত্যু হল একই পরিবারে পাঁচ সদস্যের। তার মধ্যে রয়েছে তিন শিশুও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে। জানা গিয়েছে, ফ্রিজে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় গোটা বাড়িতে। সেখানেই পুড়ে মৃত্যু হয় পাঁচ জনের। কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা নিয়ে আপাতত তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোনও মতে বাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই তিন শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব