গাজা সঙ্কটের একমাত্র সমাধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র : সিসি
২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
মধ্যপ্রাচ্যে শান্তি এবং গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিষয়ে আলোচনা করতে কায়রোতে ‘সামিট ফর পিচ’ নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরাইলের তীব্র বিমান হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। প্রাণ বাঁচাতে সেখানকার সাধারণ ফিলিস্তিনিরা ছুটছেন মিসর সীমান্তের দিকে। লক্ষ্য রাফাহ ক্রসিং পেরিয়ে মিসরে প্রবেশ করা। কিন্তু ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য রাফাহ ক্রসিং খুলতে রাজি নয় মিসর। মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি জোর করে গাজার বাস্তুচ্যুতদের সিনাই উপদ্বীপে প্রবেশ করতে দেওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হামাসের অতর্কিতে নজিরবিহীন হামলার পর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজার উপর তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সেই সঙ্গে গাজায় পানি, খাবার, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানকার ফিলিস্তিনিরা তীব্র মানবিক সংকটে পড়েছে। শনিবার ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও ওষুধ নিয়ে ২০টি ট্রাক রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে। যদিও জাতিসংঘ বলছে, সেখান যে পরিমাণ ত্রাণের প্রয়োজন তার তুলনায় ওই ২০ ট্রাক ত্রাণ ‘সমুদ্রে এক বিন্দু জলের সমান’। ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ৫০০টি ট্রাক ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করতো বলে জানায় জাতিসংঘ। গাজার প্রায় ২১ লাখ বাসিন্দার মধ্যে ১২ লাখই ত্রাণের উপর নির্ভর করে জীবন নির্বাহ করে আসছিল। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে শান্তি এবং রাফাহ ক্রসিংয়ে জড়ো হওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিষয়ে আলোচনা করতে কায়রোতে ‘সামিট ফর পিচ’ নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সিসি বলেন, তার দেশ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের রাফাহ ক্রসিং পেরিয়ে মিশরে প্রবেশের অনুমতি দেবে না। সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ তার ওই বক্তব্যে সমর্থন জানান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এতে সায় দিয়ে বলেন, ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা যাবে না। “আমরা কখনো স্থানান্তর মেনে নেব না। যে সংকটই আসুক না কেনো আমরা আমাদের ভূমিতেই থেকে যাব।” যৌথ কোনো বিবৃতি ছাড়াই ওই সম্মেলন শেষ হয় বলে জানায় বিবিসি। ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা ওই সম্মেলনে উপস্থিত ছিলেন না। সম্মেলনে আরব এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদও ছিলো চরম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আরব কূটনীতিক সাংবাদিকদের বলেন, ইউরোপের প্রতিনিধি এ যুদ্ধের সব দায় হামাসের উপর চাপিয়ে সংগঠনটির বিরুদ্ধে একটি স্পষ্ট নিন্দা প্রস্তাব আনার দাবি করেছিল। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের সভাপতি হেলেনা-সম্পাদক বায়েজিদ
নতুন বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে : ঢাকার ডিসি
হাসিনা সরকারের অনিয়ম-দুর্নীতিতে শক্তি জুগিয়েছে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবির প্রশংসা
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালক মনিরুজ্জামানকে বদলি
জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার
বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা
যে কোনো জাতির জন্য সামনে এগিয়েযাওয়াটা হচ্ছে মূখ্য বিষয় -উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন -ইসলামী ঐক্যজোট
ভারতীয়দের গভীর ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দিবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ
পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় ৬ জন গ্রেফতার
সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান
নুনেসের শেষের ম্যাজিকে জিতল লিভারপুল