যত চ্যালেঞ্জই আসুক, নিজেদের ভূমি ছাড়ব না : আব্বাস
২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
ইসরাইলি হামলায় গাজাজুড়ে নিরন্তর রক্তপাতের মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা নিজের ভূমি ছাড়বে না। ইসরাইল ও গাজার কট্টরপন্থী শাসক হামাস গোষ্ঠীর মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে মিসরের কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষও বলেছে, গাজায় যে পরিমাণ ত্রাণ পৌঁছেছে, তা দিয়ে বর্তমান মানবিক বিপর্যয় মোকাবেলা সম্ভব নয়। এছাড়া ইসরাইল বলেছে, শুধু দক্ষিণ গাজায় এ ত্রাণ বিতরণ করা যাবে। দৃশ্যত উত্তরে এখনো থেকে যাওয়া ফিলিস্তিনিদের চাপে ফেলতেই এ অবস্থান নিয়েছে ইসরাইল। তবে উত্তরের অনেকেই বলেছে, তারা দক্ষিণে যাবে না। কারণ কোন জায়গাই নিরাপদ নয়। ইসরাইলের অনুমতি সাপেক্ষে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের সময় রাফা ক্রসিংয়ে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিক রুশদি আবু আলউফ। তার দেখা একটি ট্রাকে ছিল মৃতদেহ রাখার কফিন। বাকিগুলোতে ছিল পানি, খাদ্য ও ওষুধ। তবে কোনো ট্রাকেই জ্বালানি তেল ছিল না। কারণ ইসরাইল জ্বালানি প্রবেশের অনুমতি দেয়নি। ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশের সময় সীমান্তের মিসর অংশে লোকজনকে উল্লাস করতে দেখা যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শনিবার যে পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করেছে, তা দিয়ে দৈনিক প্রয়োজনের মাত্র ৩ শতাংশ পূরণ সম্ভব হবে। জ্বালানি প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি রোগী ও আহতদের ক্ষেত্রে মারাত্মক হুমকি হয়ে উঠবে। আলো ছাড়াও হাসপাতালের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানোর জন্য জেনারেটরের তেল খুবই জরুরি এখন। কায়রোর শান্তি সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া ও জাপানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তবে লক্ষণীয়ভাবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের কোনো প্রতিনিধি এতে অংশ নেননি। ইসরাইলের অব্যাহত বোমা হামলা সত্ত্বেও ফিলিস্তিনিরা গাজার বাইরে স্থানান্তর মেনে নেবে না উল্লেখ করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা কখনোই স্থানান্তর মেনে নেব না। যত চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা নিজেদের ভূমিতেই থাকব।’ আব্বাস আরো বলেন, ‘আমরা পশ্চিম তীর ও জেরুজালেমে নিজের ঘরবাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরোধিতা করছি।’ ইসরাইলের উত্তর গাজা থেকে দশ লাখের বেশি অধিবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশের মধ্যে অনেকেই অতীতে ফিলিস্তিনিদের গণহারে উচ্ছেদ করে ভূমি দখলের মিল দেখতে পাচ্ছেন। উত্তর গাজার ফিলিস্তিনিরা সরে গেলে ইসরাইল তা স্থায়ীভাবে দখলে নেবেÑ এমন কথাও বলাবলি হয়েছে। তবে দৃশ্যত মার্কিন চাপের মুখে ইসরাইলি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এমন কোনো পরিকল্পনা তাদের নেই। হাসপাতাল, স্কুল ও আশ্রয়শিবিরে বিমান হামলার মাধ্যমে ইসরাইল বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে সম্ভাব্য সব ধরনের মানবিক আইন লঙ্ঘন করেছে মন্তব্য করে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘আমরা যুদ্ধের প্রথম দিন থেকেই এই নৃশংস আগ্রাসন বন্ধ করতে এবং মানবিক করিডর খুলে দেওয়ার কথা বলে আসছি।’ ফিলিস্তিনিদের মূলধারার প্রধান দল পশ্চিম তীরের শাসকগোষ্ঠী ফাতাহ পার্টির নেতা আব্বাস বলেন, ‘আমরা উভয় পক্ষের বেসামরিক লোকজনকে হত্যার বিরোধিতা করছি এবং জিম্মি হওয়া বেসামরিক লোকজনকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সহিংসতার বিরুদ্ধে এবং জাতীয় লক্ষ্য অর্জনের জন্য শান্তিপূর্ণ ও আইনি পন্থা অবলম্বনের পক্ষে।’ সংকট সমাধানে ফিলিস্তিনিদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে বক্তব্যের শেষ দিকে মাহমুদ আব্বাস তিনবার বলেন, ‘আমরা (ভূমি ছেড়ে) যাব না।’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার বক্তব্যে ইসরাইল ও হামাসের মধ্যে ‘মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানান। ফিলিস্তিনি ভূমিতে ৫৬ বছরের ইসরাইলি দখলদারির কোনো অবসান দেখা যাচ্ছে না মন্তব্য করে গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণের অভিযোগগুলো বৈধ। তবে কোনো কিছুই বেসামরিক ইসরাইলিদের ওপর হামাসের হামলাকে ন্যায্যতা দিতে পারে না। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। একই সঙ্গে ফিলিস্তিনিদের মৃত্যু ও দুর্দশা নিয়ে ‘বৈশ্বিক নীরবতার’ নিন্দা জানিয়েছেন তিনি। বিবিসি, এএফপি, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ
রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের সভাপতি হেলেনা-সম্পাদক বায়েজিদ
নতুন বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে : ঢাকার ডিসি