পাশ্চাত্যের ভণ্ডামির প্রতি বিশ্ব অন্ধ নয়
২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় উদ্ভূত পরিস্থিতিকে ‘উন্মাদ’ বলে নিন্দা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে- পাশ্চাত্যের ‘ভ-ামি’র প্রতি সারাবিশ্ব অন্ধ নয় কারণ তারা বারবার ইসরাইলি আগ্রাসনের নিন্দা করতে ব্যর্থ হয়েছে। রিয়াদে জিসিসি-আসিয়ান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরব নিউজের সাথে এক কথোপকথনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে ‘বিরোধ ও ভ-ামি’ উন্মোচিত করেছে। তিনি উল্লেখ করেন, পাশ্চাত্য এক প্রান্তে মানবাধিকারের কথা বলে কিন্তু অন্যদের বিষয়ে সেই একই অধিকার অস্বীকার করে। তিনি বলেন, এই ভেবে আশ্চর্য হতে হয় যে- ‘ইতিহাস ও ভূ-রাজনীতির একজন ভালো ছাত্রের আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে এত দ্বন্দ্ব ও ভ-ামি রয়েছে।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার আগ্রাসন উল্লেখ করে পাশ্চাত্য এর নিন্দা করে কিন্তু ফিলিস্তিনিদের বৈধ জমি দখল করে নেয়ার বিষয়ে ইসরাইলি আগ্রাসনকে তারা প্রত্যাখ্যান করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো বলেন, ‘শুধু তাই নয় এই আগ্রাসনকে সমর্থন এবং রক্ষা করা হয়।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে অবশ্যই জেগে উঠতে হবে, এ ধরনের ‘ভন্ডামী’ চলতে পারে না।’ এর আগে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে মালয়েশিয়া হামাসের পাশে আছে এবং পাশ্চাত্যের কাছে মাথা নত করবে না বলে জানান আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দায় পশ্চিমা চাপের সাথে একমত নন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পার্লামেন্টকে বলেন, মালয়েশিয়ার নীতি হিসেবে হামাসের সাথে সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। অপর এক কবরে বলা হয়, কুয়ালালামপুরের ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল র্যালি আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মেয়ে ইজ্জাহ আনোয়ার। অন্য বক্তাদের মধ্যে তিনিও র্যালিতে বক্তব্য রাখছেন। মালয়েশিয়ার সংগঠন ভিভা প্যালেস্টিনা মালয়েশিয়া (ভিপিএম) এবং মাইকেয়ারের আয়োজনে এই র্যালিতে অংশ নিচ্ছেন কয়েক হাজার মানুষ। তাদের হাতে শোভা পাচ্ছে বাসায় লেখা ফিলিস্তিনপন্থি বিভিন্ন সেøাগান। এর মধ্যে আছে ‘ফিলিস্তিনকে স্বাধীনতা দাও’ ও ‘ফিলিস্তিন কখনো একা নয়’ লেখা সেøাগান। দেশটির এই দুটি সংগঠন এরই মধ্যে ফিলিস্তিনিদের জন্য জরুরি সহায়তা পাঠিয়েছে। আজ রোববারের এই র্যালি থেকে তারা কোনো অর্থ সংগ্রহ করবে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিশাল প্রতিবাদ বিক্ষোভ করেছেন কুয়ালালামপুরবাসী। এতে ইসরাইলের সেনাবাহিনীকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। আল-জাজিরা, আরব নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ