গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল
২২ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২৫ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। একইসময়ে সেখানে আহত হয়েছে আরও ৬২ হাজার ৬৮১ জন। গতকাল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরাইলি বাহিনীর আক্রমণ এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২৯৩ জন। এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। অন্যদিকে তেল আবিব জানিয়েছে, হামাসের হামলায় তাদের প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে। জাতিসংঘের মতে, ইসরাইলি আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির সম্মুখীন হয়ে বাস্তুচ্যুত হয়েছে। ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এদিকে, গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ৬,১৭০ ফিলিস্তিনি গ্রেপ্তার করেছে ইসরাইল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এবং বর্তমান ও সাবেক বন্দি বিষয়ক কমিশনের বরাত দিয়ে আপডেট করা পরিসংখ্যান জানিয়েছে। দুটি সংস্থা একটি যৌথ বিবৃতি জারি করে বলেছে যে, শনিবার রাতে এবং গতকাল সকালে ইসরাইলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে সাবেক বন্দিসহ কমপক্ষে আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে। জেনিন, নাবলুস, রামাল্লা, হেব্রন এবং জেরুজালেম সহ বেশ কয়েকটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
হামাস প্রধানের মুখপাত্রের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার মুখপাত্রের সঙ্গে গাজা উপত্যকার বর্তমান অগ্রগতি এবং চলমান সংঘাতের নিষ্পত্তির উপায় নিয়ে আলোচনা করেছেন, একটি তুর্কি কূটনৈতিক সূত্র তাসকে জানিয়েছে।
‘পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হামাসের পলিটব্যুরোর চেয়ারম্যান ইসমাইল হানিয়াহকে গ্রহণ করেছেন,’ সূত্রটি জানিয়েছে। ‘সাক্ষাতের সময়, তারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাব্য এবং দ্রুততম বাস্তবায়ন, মানবিক সহায়তা বাড়ানোর উপায়, জিম্মিদের মুক্তি এবং স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য দুটি রাষ্ট্র গঠনের ভিত্তিতে সংঘাতের নিষ্পত্তির বিষয়ে আলোচনা করেছেন,’ সূত্র জনিয়েছে। সূত্র : আল-জাজিরা, তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উৎপাত বাংলাদেশের দূতাবাস গুলোতে, এ দায় কার?

কলাপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

যে কারণে ম্যাচ বয়কটের হুমকি রিয়াল কোচের

পাংশায় বৈদেশিক মুদ্রা সহ এক চোরাকারবারী গ্রেপ্তার

দ্রুত রায় কার্যকর চান আবরার ফাহাদের বাবা

‘আবরার ফাহাদ হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা’

পর্তুগালে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে গুতেরেসের ফোন, যা বললেন

একদিন বন্ধের পরে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাউফলে পিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে

ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ করার সুপারিশ সিপিডির

ট্রাম্পের আদেশে তিন গণমাধ্যমের কার্যক্রম বন্ধ

ইসরায়েলের সমর্থন বন্ধ করুন, ইয়েমেনে হত্যা থামান: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

হঠাৎ বুকে ব্যাথা, হাসপাতালে এ আর রহমান

মশার কয়েল থেকে আগুন লেগে স্কুলছাত্রীর মৃত্যু

মাগুরায় সেনা বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

ভয়েস অব আমেরিকার ১৩ শতাধিক কর্মীকে পাঠানো হলো ছুটিতে

মে মাসে রাজধানীতে অনুষ্ঠিত হবে 'ভয়েস অব জুনুন'

রাজশাহীর নিউমার্কেটে আগুন, ফায়ার সার্ভিস কর্মী আহত

আজ বিএনপি'র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪ তম মৃত্যুবার্ষিকী