২৪ ঘণ্টায় ইউক্রেনের ৯১০ সেনা নিহত
০৯ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম
রাশিয়ার সশস্ত্র বাহিনী ন্যাটো দেশগুলোর দ্বারা কিয়েভের কাছে হস্তান্তর করা ড্রোন বোটগুলির পাশাপাশি দুটি এস-৩০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম এবং একটি পি-১৮ নজরদারি রাডার সহ একটি গুদাম ধ্বংস করেছে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ‘রাশিয়ান বাহিনী ন্যাটো দেশগুলির দ্বারা ইউক্রেনের কাছে হস্তান্তর করা ড্রোন বোট, দুটি এস-৩০০ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, একটি পি-১৮ নজরদারি এবং লক্ষ্যবস্তু রাডার সহ একটি গুদাম ধ্বংস করেছে, সেইসাথে ১০৭ এলাকায় ইউক্রেনীয় জনশক্তি এবং সামরিক সরঞ্জামকে পরাজিত করেছে, বিবৃতিতে বলা হয়েছে।
‘এছাড়াও, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘন্টায় ২৯৩টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে এবং চারটি হিমারস ও উরাগন রকেট প্রতিহত করেছে। গত ২৪ ঘন্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডোনেটস্কে ৩৭০ জন সেনা সদস্য ও একটি ট্যাঙ্ক, দক্ষিণ ডোনেটস্কে ১৩৫ জন সেনা, একটি ট্যাঙ্ক, ছয়টি যান ও একটি ১৫৫-মিমি এম৭৭৭ হাউইটজার, আভদেয়েভকা এলাকায় ৩৭৫ জন সেনা, দুটি পদাতিক যুদ্ধের যান, তিনটি সাঁজোয়া যুদ্ধ যান, ১১টি যানবাহন, একটি এম৭৭৭ হাউইটজার ও একটি গভোজডিকা হাউইটজা এবং কুপিয়ানস্কে ৩০ জন সেনা, একটি ট্যাঙ্ক, দুটি সাঁজোয়া যুদ্ধ যান ও দুটি গাড়ি হারিয়েছে,’ প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে। এছাড়া, জাপোরোজিয়ে অঞ্চলের রাবোটিনো এবং মিরনি এবং খেরসন অঞ্চলের নোভোটিয়ানকা ও ইভানভকাতে রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের ওপর আঘাত করেছে। সেখানে ইউক্রেনের ২৫ জন সেনা নিহত হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় যোগ করেছে।
পরাজয়ের আশঙ্কা করছেন জেলেনস্কি : মার্কিন সামরিক সহায়তার অভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পরাজয়ের আশঙ্কা করছেন। তার মতে, মার্কিন কংগ্রেস সেই সহায়তা প্যাকেজ অনুমোদন না করলে রাশিয়া আরো জমি দখল করতে পারে। যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ ও অস্ত্রের অভাবেই ইউক্রেন পরাজয়ের মুখ দেখতে পারে বলে মনে করছেন জেলেনস্কি। তিনি বলেন, মার্কিন কংগ্রেসে সামরিক সহায়তার প্যাকেজ আটকে থাকায় রাশিয়ার পক্ষে আরো জমি দখল সহজ হয়ে উঠছে বলে তিনি সতর্ক করে দেন। রোববার এক ভিডিও বার্তায় তিনি নির্দিষ্টভাবে মার্কিন কংগ্রেসের কাছে সেই বার্তা পৌঁছে দেবার আর্জি জানান। তার মতে, সেই সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে টিকে থাকা সহজ হবে না।
গত দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার হামলা সত্ত্বেও ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। দেশের প্রায় এক পঞ্চমাংশ দখল করতে সক্ষম হলেও রাশিয়া সাম্প্রতিক কালে নতুন করে বেশি জমি দখল করতে পারে নি। কিন্তু এবার নিয়ন্ত্রণ রেখার কাছে চারসিভ ইয়ার নামের এলাকা সে দেশের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ইউক্রেনের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ শহর ক্রামাটর্স্ক নামের শহরের ৩০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত সেই এলাকা হাতছাড়া হলে ইউক্রেন কঠিন পরিস্থিতির মুখে পড়বে বলে ধরে নেয়া হচ্ছে। রাশিয়া সেই এলাকার উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বলে সেনাবাহিনী জানিয়েছে। চারসিভ ইয়ারের বাইরে দুটি ছোট শহরের উপর সরাসরি হামলা চলছে। উত্তর পূর্বে খারকিভ শহরের উপরেও রাশিয়ার হামলা বাড়ছে। আকাশপথে হামলা প্রতিরোধ করার জন্য যথেষ্ট এয়ার ডিফেন্স সরঞ্জামের অভাবের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন।
ইউক্রেনকে ‘শান্তি’ প্রস্তাব ট্রাম্পের : কিছুটা জমি রাশিয়ার হাতে তুলে দিয়ে যুদ্ধ থামান। ইউক্রেনের জন্য় নতুন প্রস্তাব দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর দাবি, তিনি ক্ষমতায় এলে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। তবে বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই বক্তব্যকে হাতিয়ার করে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে পুতিনের ফৌজ।
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, দু বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আগ্রহী ট্রাম্প। কারণ তিনি মনে করেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে মুখরক্ষা করতে চায় রাশিয়া ও ইউক্রেন দুপক্ষই। যুদ্ধ না করে সমাধান চায় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের এক সহকারীর কথায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিজেও। সেই জন্যই নির্দিষ্ট পরিকল্পনা ছকে রাখতে চাইছেন ট্রাম্প। কী সেই পরিকল্পনা? ক্রাইমিয়া এবং ডনবাসের সীমান্ত এলাকাগুলো যোগ দিয়েছে রাশিয়ার সঙ্গে। সূত্রের খবর, ইউক্রেনকে চাপ দেয়া হবে ওই এলাকাগুলো রাশিয়ার বলে স্বীকৃতি দেয়ার জন্য। ট্রাম্প মনে করেন, ওই এলাকার বাসিন্দারা রাশিয়ার অন্তর্ভুক্ত হতে পারলে খুশিই হবেন। তাই শান্তি প্রতিষ্ঠা করতে ‘বন্ধু’ ইউক্রেনকেই সমঝোতা করতে পরামর্শ দেবেন ট্রাম্প। বিতর্কিত এলাকাগুলো রাশিয়ার হাতে তুলে দিলেই যুদ্ধ থেমে যাবে বলে মনে করছেন রিপাবলিকান নেতা। সূত্র : তাস, ডয়চে ভেলে, ওয়াশিংটন পোস্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া ছাত্রীর অবস্থান
এবার যুক্তরাষ্ট্রে থাকা আবদুস সোবহান গোলাপের সম্পদ ক্রোকের নির্দেশ
পল্লী বিদ্যুতের বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশ-এ
জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান
দেশপ্রেমিক গণমানুষের অবিসংবাদিত নেতা ছিলেন জিয়াউর রহমান: গয়েশ্বর রায়
লাকসামের যুবদলের আহবায়ক রাসেল বহিষ্কার
যেভাবে বিদেশি মিডিয়ার মুখ বন্ধ করতে চেয়েছিল হাসিনা
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
গৌরনদীতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৫
যে কারণে সফল হয়েছিলেন শহীদ জিয়াউর রহমান
মাদারীপুরে স্কুলে ল্যাব না থাকলেও শিক্ষক নিয়োগ
কৃষকের প্রয়োজন পানি: মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পেয়ে বিপর্যয়ের আশঙ্কা
দুর্যোগে নেতৃত্বহীনতায় জিয়াউর রহমানের আবির্ভাব - আবুল কালাম আজাদ সিদ্দিকী
ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত
জানুয়ারির প্রথম ১৮ দিন রেমিট্যান্স এলো ১৪,৭২৩ কোটি টাকা
জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে - খোকন