পশ্চিমাদের উপেক্ষা করে চীন সফরে যাচ্ছেন পুতিন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় ভেটো দিতে পারে হাঙ্গেরি সেভাস্তোপলে হামলা প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা

যুদ্ধে ইউক্রেনের ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৬ মে ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৬ মে ২০২৪, ১২:০০ এএম

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কিয়েভ সফর করা একটি দলিল যে বাইডেন প্রশাসন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ‘১৪-১৫ মে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সফর করেন,’ কূটনীতিক উল্লেখ করেছেন। ‘এটা সুস্পষ্ট যে ফ্রন্টলাইনে পরিস্থিতি এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক ব্যর্থতা বাইডেন প্রশাসনে আরও গুরুতর শঙ্কা সৃষ্টি করছে।’

মুখপাত্র উল্লেখ করেছেন যে, ওয়াশিংটন পোস্ট বলেছে যে ব্লিঙ্কেন কিয়েভের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহুর্তে এসেছেন, যতদিন সম্ভব ধরে রাখার আহ্বান জানিয়েছেন। ‘তিনি একটি গান গেয়েছিলেন, কিছু পিৎজা খেয়ে চলে গেলেন,’ জাখারোভা উল্লেখ করেছেন। এর আগে, ইউক্রেনের স্ট্রানা নিউজ আউটলেট জানিয়েছে যে, ইউক্রেনীয়রা এক্স (সাবেক টুইটার) সোশ্যাল নেটওয়ার্কে কিয়েভের বারে গিটার বাজানো এবং গান গাওয়ার জন্য ব্লিঙ্কেনকে তুলোধুনা করেছেন। সফরের সময়, ব্লিঙ্কেন পশ্চিম থেকে ইউক্রেনের জন্য আরও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জোর দিয়ে বলেছিলেন যে, ‘আসন্ন সপ্তাহ এবং মাসগুলো ইউক্রেনীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, ক্রেমলিন তার এ সফর সম্পর্কে সচেতন ছিল এবং ‘এখন কেবল কিয়েভেই নয়, ইউরোপের রাজধানীতেও এই অস্থিরতা অনুভূত হয়েছে।’

এদিকে, আজ বৃহস্পতিবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। পুতিনের চীন সফরের ব্যাপারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ভøাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ১৬ থেকে ১৭ মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফরে যাবেন।’
গেল ছয় মাসের মধ্যে পুতিনের এটি দ্বিতীয় চীন সফর হবে। ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে চীন। রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখায় চীন পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে। যদিও এগুলো তারা উড়িয়ে দিয়েছে। তবে মস্কোর সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক ও সামরিক সম্পর্কটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পশ্চিমা দেশগুলো। বর্তমানে চীনের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় জোগানদাতা হলো রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর চীনে রাশিয়ার তেল রপ্তানির পরিমাণ ২৪ শতাংশ বৃদ্ধি পায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেছেন, পুতিন এবং জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন খাতে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন।
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় ভেটো দিতে পারে হাঙ্গেরি : রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন যে নিষেধাজ্ঞা প্রস্তাব তুলেছে তাতে ভেটো দিতে পারে জোটের সদস্য দেশ হাঙ্গেরি। মার্কিন ম্যাগাজিন পলিটিকো এ খবর দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবে রাশিয়ার গ্যাস সেক্টরের ওপর ১৪ দফা বিধি নিষেধ আরোপ করা হবে যার কারণে রাশিয়ার কাছ থেকে ইইউভুক্ত দেশগুলোর পক্ষে গ্যাস গ্যাস আমদানি করা সম্ভব হবে না।

পলিটিকোর তথ্যমতে, গত সপ্তাহে ইউরোপীয় কমিশন রাশিয়ার এলএনজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে। এই পদক্ষেপের কারণে রাশিয়া থেকে আমদানি করা এলএনজি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কোথাও রপ্তানি করতে পারবে না। তবে হাঙ্গেরি এই নিষেধাজ্ঞা প্রস্তাবের ব্যাপারে বিশেষ রক্ষণশীল অবস্থান নিয়েছে। পলিটিকো বলছে, গত সপ্তাহের প্রাথমিক আলাপ আলোচনায় হাঙ্গেরির রাষ্ট্রদূত হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, তার দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে কারণ এতে ইউরোপের বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে যাবে। হাঙ্গেরির কূটনীতিক বলেন, এই নিষেধাজ্ঞা প্রস্তাব আমরা বিশ্লেষণ করবো তবে আমরা এমন কোন কিছু সমর্থন করবো না যা ইউরোপের গ্যাসের বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।

সেভাস্তোপলে হামলা প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা : রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সেভাস্তোপলের কাছে এবং বেলবেক এয়ারফিল্ডের কাছে সাগরের উপর দিয়ে আসা বেশ কয়েকটি প্রজেক্টাইল গুলি করে নামিয়েছে। শহরের গভর্নর মিখাইল রাজভোজায়েভ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
‘সার্ভিস সদস্যরা ইউক্রেনীয় নাৎসিদের আক্রমণ প্রতিহত করে চলেছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, বিমান প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যেই সমুদ্রের উপর দিয়ে এবং বেলবেক এয়ারফিল্ডের কাছে বেশ কয়েকটি প্রজেক্টাইল নামিয়ে দিয়েছে। শহরের সমস্ত পরিষেবাগুলিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সেভাস্তোপল উদ্ধার পরিষেবার সদস্যরা পলিউশকো গ্রামের কাছে প্রক্ষিপ্ত টুকরো পড়ার কারণে সৃষ্ট আগুন নিভিয়ে ফেলেছে,’ তিনি টেলিগ্রামে লিখেছেন। রাজভোজায়েভ উল্লেখ করেছেন যে, বেসামরিক অবকাঠামোর কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : তাস, ট্রিবিউন।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে মমতা, ‘আমাকে শেখাবেন না, বরং আপনারা শিখুন’

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

বছরের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগে দারুণ প্রবৃদ্ধি চীনে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জাপানে রেকর্ড বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো হাজারো মানুষকে

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

জন্মভূমির বিপক্ষে মুরের ফিফটি, মাডান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে থামিয়েও দিনশেষে অস্বস্তিতে ইংল্যান্ড

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

পদ্মায় নিখোঁজ নৌপুলিশের সন্ধান মেলেনি ৭ দিনেও

বেতাগী দরবারে ওরশ আজ

বেতাগী দরবারে ওরশ আজ

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

সন্ধ্যা হলেই দ্বিগুণ ভাড়া ভোগান্তিতে যাত্রীরা

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

কারফিউ শিথিল করায় টাঙ্গাইলে জনজীবনে কর্মচাঞ্চল্য ফিরেছে

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

নদী ভাঙনে ৪৫৮ পরিবারের আহাজারি

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

বিটিভি ভবনে অগ্নিসংযোগের অভিযোগে টুকুসহ বিএনপি জামায়াতের ৬ নেতা কারাগারে প্রেরণ

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

শনিবার সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

গণবিরোধী কারফিউ দিয়ে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইছে : ডা. মনীষা

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

নিহত রুদ্রের নামে শাবির প্রধান ফটকের নামকরণ

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

তিনটি গুলি খেয়ে বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে’

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া ও প্রবাসী আর্ট মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকুন- ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমপি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি

কুড়িগ্রামে তিন লাশ দাফন, পরিবারের আহাজারি