রাখাইনের আরেকটি শহর দখলের দাবি বিদ্রোহীদের
২০ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ মে ২০২৪, ১২:০৪ এএম
মিয়ানমারের জাতিগত সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের যোদ্ধারা দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি শহর পুরো নিয়ন্ত্রণে নিয়েছে। ২০২১ সালে সামরিক জান্তা দেশটির ক্ষমতা দখলের পর বেশিরভাগ সময় বিদ্রোহী আরাকান আর্মির (এএ) সঙ্গে যুদ্ধবিরতি চললেও গত নভেম্বরে শর্ত ভঙ্গ করে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় তারা। আর এর পর থেকেই রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছেই। জান্তা সরকারের কব্জা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দখলের পাশাপাশি সীমান্ত বরাবর বিস্তীর্ণ এলাকা এখন আরাকান আর্মির দখলে। রাখাইনের উত্তরের নতুন শহর দখলের পর সংগঠনটি শনিবার টেলিগ্রাম চ্যানেলে বলে,‘বুথিডংয়ে মিয়ানমার সেনাবাহিনীর সব ঘাঁটি এখন আমাদের দখলে।’ এতে জানানো হয় দখল করা এলাকার মধ্যে রয়েছে একটি কৌশলগত সামরিক সদরদপ্তর। বুথিডং শহরটির বাইরে জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে এখনো যুদ্ধ চলছে বলেও জানানো হয় বার্তায়। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থান বুথিডংয়ের। সিত্তে এখনো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ মাসের শুরুতে আরাকান আর্মি জানিয়েছিল, তারা বুথিডংয়ের কাছে একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়ে জান্তা বাহিনীর কয়েকশত সদস্যকে বন্দি করেছে। ১৯৪৮ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই স্বায়ত্বশাসন ও সম্পদের নিয়ন্ত্রণের জন্য সীমান্ত এলাকায় যে কয়েকটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গ্রুপ তৎপরতা চালিয়ে আসছে তার মধ্যে আরাকান আর্মি অন্যতম। এই সংগঠনটি জাতিগত রাখাইন জনগোষ্ঠীর জন্য পূর্ণ স্বায়ত্বশাসনের দাবি নিয়ে লড়াই চালিয়ে আসছে। গত নভেম্বরে রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৫টিতেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব সংঘর্ষের ঘটনায় কয়েকশত প্রাণহানি ঘটে আর বাস্তুচ্যুত হয় তিন লাখের বেশি মানুষ। এর আগে ২০১৯ সালে আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে দুই লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর হারায়। ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সামরিক বাহিনী দমনপীড়ন শুরু করে যা নিয়ে জাতিসংঘের আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে। এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন