৭৮ এমপি নির্বাচন করবেন না, বেকায়দায় সুনাক
২৮ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মে ২০২৪, ১২:০৪ এএম
যুক্তরাজ্যের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বেকায়দায় পড়ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ভোটের আগে এখন পর্যন্ত ৭৮ জন এমপি পদত্যাগ করেছেন। ফলে ৪ জুন জাতীয় নির্বাচন সামনে রেখে চরম বেকায়দায় পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ ঘটনা ২৭ বছর আগে ১৯৯৭ সালে ভরাডুবির আগের চিত্রকেও হার মানিয়েছে। তখন ৭২ জন কনজারভেটিভ এমপি পদত্যাগ করেছিলেন। কনজারভেটিভ পার্টির একের পর এক জনপ্রতিনিধি জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। গত শুক্রবার পর্যন্ত ৭৮ জন সংসদ সদস্য জানিয়ে দিয়েছেন তারা এ নির্বাচনে অংশ নেবেন না। মূলত আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন সুনাক। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে। কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। কারণ, গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। ঋষি সুনাক ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। কিন্তু দেশটিতে উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে ক্ষমতাসীন দলটি জনমত জরিপে অনেক পিছিয়ে রয়েছে। সুনাক জানিয়েছেন, আগামী ৪ জুলাই হবে দেশটির সাধারণ নির্বাচন। সেখানে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি। দলীয় মতের ‘বিরোধিতা’ করে দ্রুত নির্বাচনের ঘোষণায় তিনি বলেন, যুক্তরাজ্যের ভবিষ্যৎ বেছে নেয়ার সময় এসেছে। অবশ্য মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি অস্বাভাবিক কিছু নয় বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস। এদিকে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ঋষি সুনাক। সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রথম শনিবার একটি ‘অস্বাভাবিক পদক্ষেপ’ নিয়েছেন। জনসম্পৃক্ততা ঘটতে পারে এমন অনুষ্ঠান থেকে দূরে গিয়ে ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। নির্বাচনের কৌশল নির্ধারণে এভাবে উপদেষ্টাদের সঙ্গে সময় কাটানো বা সময় ব্যয় করাকে অস্বাভাবিক বলছেন অনেকে। পদত্যাগ করা জ্যেষ্ঠ এমপিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসও। গত শুক্রবার পদত্যাগ করেছেন প্রবীণ এমপি ও সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মাইকেল গোভও। অন্যদিকে মন্ত্রীর দায়িত্ব পালন করা আন্দ্রেয়া লিডসামও নির্বাচনে প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি ২০১৬ সালে কনজারভেটিভ নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু থেরেসা মে-এর কাছে হেরে যান। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্দোলনে বিরোধীতা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইবির দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীর তথ্য
ভয়াবহ ইসরাইলি হামলায় গাজা-লেবাননে গত ২৪ ঘন্টায় নিহত ২২০
পাকিস্তানে আটক মানবাধিকার আইনজীবী দম্পতি রিমান্ডে
ইরান আন্তর্জাতিক আইন মেনেই জবাব দেবে ইসরাইলকে : সাঈদ ইরাভানি
‘যশোরে জয় বাংলা’ স্লোগান দিয়ে আপন বৃদ্ধ চাচাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে ভাইপো
যশোর শহরে নারী ওষুধ ব্যবসায়ীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড
সবজি ছাড়াই যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে কৃষিপণ্য পরিবহনে স্পেশাল ট্রেনটি
যশোরে প্রবাসীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সহ ৮ জনের বিরুদ্ধে মামলা
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি
ব্যালন ডি’অর হয়তো ভিনিরই জেতা উচিত ছিল: গার্দিওলা
ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়ার কারণ জানাল ফ্রান্স ফুটবল
উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার
ক্রাইম ধারার ফিল্মে মূল চরিত্রে রবার্ট প্যাটিনসন
ট্রোলিং মোকাবিলায় যা করেন অনন্যা
অ্যানিমেটর মাহেদী হাসানের কার্টুন সিরিজ
চুড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১০৩ টি
আবার শুরু হচ্ছে হা-শো
সাদিয়া আয়মান ও রনির প্রেমের গুঞ্জণ
জানুয়ারিতে হবে ফোক ফেস্ট
ভারতীয় বন্যহাতি প্রতিহত করেই আমাদের বাঁচতে হবে